ETV Bharat / state

ভালো কাজ করে মিলল কেন্দ্রের 20 কোটির ইনসেনটিভ, তা দিয়ে 11 নিকাশি প্রকল্প কেএমসির - KOLKATA MUNICIPAL CORPORATION

ভালো কাজ করে কেন্দ্রের প্রকল্প থেকে 20 কোটি টাকার ইনসেনটিভ পেল কলকাতা পুরনিগম ৷ তা দিয়ে শহরে 11টি নিকাশি প্রকল্প হচ্ছে ৷

ETV BHARAT
ভালো কাজ করে কেন্দ্রের থেকে 20 কোটির ইনসেনটিভ পেল কলকাতা পুরনিগম (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 2:52 PM IST

কলকাতা, 12 নভেম্বর: ভালো নিকাশির কাজের জন্য কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পেল কলকাতা পুরনিগম ৷ সাম্প্রতিক কালে দেশের মধ্যে বড় শহরগুলোয় নিকাশি ক্ষেত্রে যে ধরনের কাজ হয়েছে, তার মধ্যে কেন্দ্রের নজর কেড়েছে তিলোত্তমা । মহানগরে নিকাশি সংক্রান্ত পরিষেবা উন্নতিতে আমূল সংস্কার চলছে । তাই কেন্দ্রীয় প্রকল্প অম্রুত 2.0-এর থেকে 20 কোটি টাকা ইনসেটিভ পেল কলকাতা পুরনিগম । সেই টাকা দিয়েই কলকাতায় ফের 11টি ছোট ছোট নিকাশি প্রকল্প করার সিদ্ধান্ত নিয়েছে নিকাশি বিভাগ ।

কলকাতা পুরনিগম সূত্রে খবর, অম্রুত 2.0 প্রকল্পে কলকাতা পুরনিগমের নিকাশি বিভাগের কোনও কাজ নেই । তবু নিকাশির সার্বিক কাজে খুশি হয়ে এই টাকা কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে পুরনিগমকে । আর টাকা পাওয়া মাত্রই 11টি এলাকার নিকাশি সংক্রান্ত ছোট ছোট সমস্যার সমাধান করার পরিকল্পনা করে ফেলেছে পুরনিগম ।

কালীঘাট এলাকার কালী টেম্পল রোড, মনোহর পুকুর রোড থেকে কালীঘাট পর্যন্ত নিকাশি পাইপ, উত্তর কলকাতার নারকেলডাঙা বাজার এলাকা ও বেলেঘাটা এলাকায় হবে ছোট ছোট কাজ । 11টা কাজ হবে কেন্দ্রের পাঠানো ইনসেনটিভের টাকায় । তার মধ্যে বেশকিছু জায়গায় নিকাশি পাইপে যেখানে বড় মেশিন ব্যবহার করা যায় না, সেখানে পলি উত্তোলনের কাজ করা হবে ।

20 কোটি 4 লক্ষ টাকা মোট ইনসেনটিভ পাওয়া গিয়েছে কেন্দ্রীয় প্রকল্পের থেকে । এই প্রসঙ্গে কলকাতা পুরনিগমের আধিকারিক বলেন, "একটা সময় জল দু'দিন, তিনদিন জমে থাকত । তারপর ধাপে ধাপে সংস্কারের কাজ হয় । বিভিন্ন জায়গায় পাইপলাইন তৈরি হয় । পলি উত্তোলন হয় । এখন ভারী বৃষ্টি হলে কয়েক ঘণ্টা জল জমে থাকে ৷ তবে দিনের পর দিন থাকে না । লাগাতার নিকাশি পরিষেবা উন্নতির কাজ চলছে । ফলে কেন্দ্রেরও সেটা নজরে এসেছে । তাই অম্রুত 2.0 প্রকল্প থেকে 20 কোটি 4 লাখ টাকা ইনসেনটিভ দিয়েছে নিকাশি বিভাগকে ।"

কলকাতা, 12 নভেম্বর: ভালো নিকাশির কাজের জন্য কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পেল কলকাতা পুরনিগম ৷ সাম্প্রতিক কালে দেশের মধ্যে বড় শহরগুলোয় নিকাশি ক্ষেত্রে যে ধরনের কাজ হয়েছে, তার মধ্যে কেন্দ্রের নজর কেড়েছে তিলোত্তমা । মহানগরে নিকাশি সংক্রান্ত পরিষেবা উন্নতিতে আমূল সংস্কার চলছে । তাই কেন্দ্রীয় প্রকল্প অম্রুত 2.0-এর থেকে 20 কোটি টাকা ইনসেটিভ পেল কলকাতা পুরনিগম । সেই টাকা দিয়েই কলকাতায় ফের 11টি ছোট ছোট নিকাশি প্রকল্প করার সিদ্ধান্ত নিয়েছে নিকাশি বিভাগ ।

কলকাতা পুরনিগম সূত্রে খবর, অম্রুত 2.0 প্রকল্পে কলকাতা পুরনিগমের নিকাশি বিভাগের কোনও কাজ নেই । তবু নিকাশির সার্বিক কাজে খুশি হয়ে এই টাকা কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে পুরনিগমকে । আর টাকা পাওয়া মাত্রই 11টি এলাকার নিকাশি সংক্রান্ত ছোট ছোট সমস্যার সমাধান করার পরিকল্পনা করে ফেলেছে পুরনিগম ।

কালীঘাট এলাকার কালী টেম্পল রোড, মনোহর পুকুর রোড থেকে কালীঘাট পর্যন্ত নিকাশি পাইপ, উত্তর কলকাতার নারকেলডাঙা বাজার এলাকা ও বেলেঘাটা এলাকায় হবে ছোট ছোট কাজ । 11টা কাজ হবে কেন্দ্রের পাঠানো ইনসেনটিভের টাকায় । তার মধ্যে বেশকিছু জায়গায় নিকাশি পাইপে যেখানে বড় মেশিন ব্যবহার করা যায় না, সেখানে পলি উত্তোলনের কাজ করা হবে ।

20 কোটি 4 লক্ষ টাকা মোট ইনসেনটিভ পাওয়া গিয়েছে কেন্দ্রীয় প্রকল্পের থেকে । এই প্রসঙ্গে কলকাতা পুরনিগমের আধিকারিক বলেন, "একটা সময় জল দু'দিন, তিনদিন জমে থাকত । তারপর ধাপে ধাপে সংস্কারের কাজ হয় । বিভিন্ন জায়গায় পাইপলাইন তৈরি হয় । পলি উত্তোলন হয় । এখন ভারী বৃষ্টি হলে কয়েক ঘণ্টা জল জমে থাকে ৷ তবে দিনের পর দিন থাকে না । লাগাতার নিকাশি পরিষেবা উন্নতির কাজ চলছে । ফলে কেন্দ্রেরও সেটা নজরে এসেছে । তাই অম্রুত 2.0 প্রকল্প থেকে 20 কোটি 4 লাখ টাকা ইনসেনটিভ দিয়েছে নিকাশি বিভাগকে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.