ETV Bharat / state

নির্মাণ কাজে দূষণ ঠেকাতে 'নিত্যদিন' জরিমানা আদায় করবে কলকাতা কর্পোরেশন - Kolkata Municipal Corporation

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 4:51 PM IST

Kolkata Municipal Corporation: নির্মাণ সাইটের দূষণ রোধে নয়া নির্দেশিকা জারি কলকাতা পৌরনিগমের ৷ চারপাশ ঢেকে কাজ না করলে দিতে হবে নূন্যতম 1000 টাকা জরিমানা ৷ প্রয়োজনে বাড়তে পারে টাকার অঙ্ক ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 2 এপ্রিল: নির্মীয়মাণ বাড়ি থেকে ইট পড়ে মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল কলকাতা পৌরনিগম ৷ রিবাটির ঘটনা থেকে শিক্ষা নিয়ে নয়া নির্দেশিকা ৷ নির্মাণস্থল ঢেকে কাজ করা বাধ্যতামূলক করেছে কলকাতা পৌরনিগম ৷ যাতে নিয়ন্ত্রণ হবে দূষণও ৷ যদিও পৌর নিগমের এই নির্দেশিকা আগে থেকে ছিল ৷ সব কিছু তোয়াক্কা না করেই খোলা চত্বরে চলত নির্মাণ কাজ ৷ এবার থেকে এই নিয়ম ভাঙলেই দিতে হবে 1 টাকা জরিমানা ৷ তাও 'নিত্যদিন' হিসাবে সেই জরিমানা আদায় করা হবে ৷

শহরে বায়ু দূষণের অন্যতম কারণ হল নির্মাণ কাজ ৷ এই নিয়ে ন্যশনাল গ্রিন ট্রাইইবুন্যাল আদালতের কাছে কটাক্ষের শিকার হতে হয় পৌরনিগমকে ৷ তবে খাতায় কলমে নির্দেশিকা বা নজরদারি কমিটি করা হয়েছে ৷ কলকাতায় অলিগলি থেকে বড় রাস্তা সর্বত্রই দেখা যায় নির্মাণ স্থলে সামনে নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে । এমনকী বাড়ি ভাঙা বা নির্মাণ কাজ বহু জায়গাতেই হয় নিয়ম মেনে হয় না ৷ ফলে আশপাশের সারা এলাকা ধুলোয় ঢেকে যায় । দূষণ জনিত নানা সমস্যার সম্মুখীন হতে হয় বাসিন্দাদের । নজরদারির কথা উল্লেখ করা হলেও, তা হয় না নজরদারি।

সম্প্রতি, গার্ডেনরিচে বেআইনি বাড়ি ভাঙার ধ্বংসাবশেষ সরাতে টনক নড়ে পৌরমিগনের ৷ ঘটনাস্থলে থাকা বিল্ডিং বিভাগের এক আধিকারিক ঘটনাস্থলে গিয়েছিলেন ধ্বংসস্তূপ সরানোর কাজের সময় ৷ মাস্ক ছাড়াই দীর্ঘ সময় কাজ করার ফলে তিনি শারীরিকভাবে সমস্যায় পড়েন । এরপরেই দফতরের আধিকারিকদের মধ্যে ফের নিয়মকানুন নিয়ে আলোচনা শুরু হয়।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটা নির্মাণ কাজের নজরদারি রাখতে কলকাতা কর্পোরেশন যে ওয়ার্ড ডায়েরি অ্যাপ তৈরি করেছে ৷ সেই অ্যাপের মাধ্যমে ইঞ্জিনিয়াররা সমস্ত ছবি ইত্যাদি পাঠাবেন ৷ বিষয়টিও উপর নজরদারির চালাবেন । কোথাও না ঢেকে ভাঙা বা নির্মাণ কাজ নজরে এলে প্রতিদিন হিসেবে ন্যূনতম 1 হাজার টাকা হিসেবে জরিমানা আদায় করা হবে নির্মাণকারীর থেকে। ঠিক কত টাকা জরিমানা হবে সেটা নির্মাণকাজের আয়তন পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে।

এই প্রসঙ্গে পৌরনিগমের এক আধিকারিক বলেন, "নিয়ম ছিল নজরদারির। এবার সেটা আরও কঠোর করা হচ্ছে নয়া নির্দেশিকায়। মেয়রের অনুমোদনে নির্দেশিকা প্রকাশ করা হবে। নজরদারি কাজ চালাতে সুবিধা হবে অ্যাপ মারফত। জরিমানা প্রতিদিনের হিসেবে নেওয়াতে কেউ দিনের পর দিন বিষয়টি অগ্রাহ্য করতে পারবে না।

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচ কাণ্ডে লালবাজারের চিঠিতে বিপাকে কলকাতা পৌরনিগম
  2. গার্ডেনরিচ কাণ্ড থেকে শিক্ষা নিয়ে বিল্ডিং আইনের বড় বদলের পথে আনছে কলকাতা পৌরনিগম
  3. শহরের বেআইনি নির্মাণ থেকে ‘আইন’ মাফিক সম্পত্তি কর আদায় করে কলকাতা পৌরনিগম

কলকাতা, 2 এপ্রিল: নির্মীয়মাণ বাড়ি থেকে ইট পড়ে মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল কলকাতা পৌরনিগম ৷ রিবাটির ঘটনা থেকে শিক্ষা নিয়ে নয়া নির্দেশিকা ৷ নির্মাণস্থল ঢেকে কাজ করা বাধ্যতামূলক করেছে কলকাতা পৌরনিগম ৷ যাতে নিয়ন্ত্রণ হবে দূষণও ৷ যদিও পৌর নিগমের এই নির্দেশিকা আগে থেকে ছিল ৷ সব কিছু তোয়াক্কা না করেই খোলা চত্বরে চলত নির্মাণ কাজ ৷ এবার থেকে এই নিয়ম ভাঙলেই দিতে হবে 1 টাকা জরিমানা ৷ তাও 'নিত্যদিন' হিসাবে সেই জরিমানা আদায় করা হবে ৷

শহরে বায়ু দূষণের অন্যতম কারণ হল নির্মাণ কাজ ৷ এই নিয়ে ন্যশনাল গ্রিন ট্রাইইবুন্যাল আদালতের কাছে কটাক্ষের শিকার হতে হয় পৌরনিগমকে ৷ তবে খাতায় কলমে নির্দেশিকা বা নজরদারি কমিটি করা হয়েছে ৷ কলকাতায় অলিগলি থেকে বড় রাস্তা সর্বত্রই দেখা যায় নির্মাণ স্থলে সামনে নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে । এমনকী বাড়ি ভাঙা বা নির্মাণ কাজ বহু জায়গাতেই হয় নিয়ম মেনে হয় না ৷ ফলে আশপাশের সারা এলাকা ধুলোয় ঢেকে যায় । দূষণ জনিত নানা সমস্যার সম্মুখীন হতে হয় বাসিন্দাদের । নজরদারির কথা উল্লেখ করা হলেও, তা হয় না নজরদারি।

সম্প্রতি, গার্ডেনরিচে বেআইনি বাড়ি ভাঙার ধ্বংসাবশেষ সরাতে টনক নড়ে পৌরমিগনের ৷ ঘটনাস্থলে থাকা বিল্ডিং বিভাগের এক আধিকারিক ঘটনাস্থলে গিয়েছিলেন ধ্বংসস্তূপ সরানোর কাজের সময় ৷ মাস্ক ছাড়াই দীর্ঘ সময় কাজ করার ফলে তিনি শারীরিকভাবে সমস্যায় পড়েন । এরপরেই দফতরের আধিকারিকদের মধ্যে ফের নিয়মকানুন নিয়ে আলোচনা শুরু হয়।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটা নির্মাণ কাজের নজরদারি রাখতে কলকাতা কর্পোরেশন যে ওয়ার্ড ডায়েরি অ্যাপ তৈরি করেছে ৷ সেই অ্যাপের মাধ্যমে ইঞ্জিনিয়াররা সমস্ত ছবি ইত্যাদি পাঠাবেন ৷ বিষয়টিও উপর নজরদারির চালাবেন । কোথাও না ঢেকে ভাঙা বা নির্মাণ কাজ নজরে এলে প্রতিদিন হিসেবে ন্যূনতম 1 হাজার টাকা হিসেবে জরিমানা আদায় করা হবে নির্মাণকারীর থেকে। ঠিক কত টাকা জরিমানা হবে সেটা নির্মাণকাজের আয়তন পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে।

এই প্রসঙ্গে পৌরনিগমের এক আধিকারিক বলেন, "নিয়ম ছিল নজরদারির। এবার সেটা আরও কঠোর করা হচ্ছে নয়া নির্দেশিকায়। মেয়রের অনুমোদনে নির্দেশিকা প্রকাশ করা হবে। নজরদারি কাজ চালাতে সুবিধা হবে অ্যাপ মারফত। জরিমানা প্রতিদিনের হিসেবে নেওয়াতে কেউ দিনের পর দিন বিষয়টি অগ্রাহ্য করতে পারবে না।

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচ কাণ্ডে লালবাজারের চিঠিতে বিপাকে কলকাতা পৌরনিগম
  2. গার্ডেনরিচ কাণ্ড থেকে শিক্ষা নিয়ে বিল্ডিং আইনের বড় বদলের পথে আনছে কলকাতা পৌরনিগম
  3. শহরের বেআইনি নির্মাণ থেকে ‘আইন’ মাফিক সম্পত্তি কর আদায় করে কলকাতা পৌরনিগম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.