ETV Bharat / state

গার্ডেনরিচকাণ্ডে এবার সরব পৌরনিগমের প্রাক্তন ডিজি টাউন প্ল্যানার - Garden Reach Building Collapse - GARDEN REACH BUILDING COLLAPSE

Garden Reach Building Collapse: কলকাতা কর্পোরেশনে কোনও নগর পরিকল্পক এবং আর্কিটেক্ট নেই ৷ সেইসঙ্গে, বিল্ডিং আইনের পরিবর্তন করেই বিপদ ডাকা হয়েছে ৷ গার্ডেনরিচ কাণ্ডে এবার কর্পোরেশনের বিরুদ্ধে সরব হলেন কেএমসি'র প্রাক্তন নগর পরিকল্পক দীপঙ্কর সিনহা।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 3:41 PM IST

কলকাতা, 27 মার্চ: গার্ডেনরিচকাণ্ডে এবার কর্পোরেশনের বিরুদ্ধে সরব হলেন কলকাতা কর্পোরেশনের প্রাক্তন নগর পরিকল্পক দীপঙ্কর সিনহা। তাঁর দাবি, বর্তমানে কলকাতা কর্পোরেশনে কোনও নগর পরিকল্পক এবং আর্কিটেক্ট নেই ৷ শুধু তাই নয়, বিল্ডিং আইনের পরিবর্তন করেই বেআইনি বিপদ ডেকেছে কলকাতা কর্পোরেশন বলে দাবি দীপঙ্করের।

গার্ডেনরিচের বহুতল ভেঙে পড়ার ঘটনার পর থেকেই ইঞ্জিনিয়রদের ভূমিকা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ঘটনায় কে বা কারা দোষী, এই প্রশ্নেরই উত্তর খুঁজছে সমস্ত মহল। এই পরিস্থিতিতে গার্ডেনরিচ কাণ্ডে এবার মুখ খুললেন কলকাতা কর্পোরেশনের প্রাক্তন ডিজি টাউন প্ল্যানার দীপঙ্কর সিনহা। মঙ্গলবার ইনস্টিটিউট অফ টাউন প্ল্যানার সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার তরফে একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি ৷ জানান, কলকাতা কর্পোরেশনে তাঁর অবসরের পর থেকে কোনও নতুন টাউন প্ল্যানার নিয়োগ করা হয়নি। পাশাপাশি এই মুহূর্তে কোনও আর্কিটেক্টও নেই সেখানে ৷ যে কোনও ইঞ্জিনিয়ার যে টাউন প্ল্যানার নয়, সে কথাও মনে করিয়ে দেন দীপঙ্কর।

উল্লেখ্য, 2014 সালে অবসর নিয়েছেন কলকাতা কর্পোরেশনের ডিজি টাউন প্ল্যানার দীপঙ্কর সিনহা। এই পদ একটি বিধিবদ্ধ পদ। এই পদ শূন্য রেখে বিভাগের কাজ করা যায় না ৷ এই মূহুর্তে কলকাতা কর্পোরেশনের টাউন প্ল্যানিং বিভাগের ডিজি পদে রয়েছেন অমিতাভ পাল ৷ এতদিন জলের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার পদে ছিলেন তিনি ৷ এই প্রসঙ্গে দীপঙ্কর বলেন, "উনি জলের বিষয়ে খুবই ভালো বোঝেন তবে টাউন প্ল্যানিং বিষয়ে ওর জানা নেই। কারণ এই বিষয়ে নির্দিষ্টভাবে পড়াশোনা করতে হয়।"

এখানেই শেষ নয়, এদিন পুর আইন সংশোধন করা নিয়েও পূর্বের বাম সরকার এবং বর্তমান তৃণমূল সরকারের প্রসঙ্গে টেনে আনেন দীপঙ্কর। তিনি জানান, আগে এই সমস্যা সহজে সমাধান করা যেত কারণ বেআইনি নির্মাণ সংক্রান্ত সমস্ত বিষয় আসতো ডিজি টাউন প্লানারের হাতেই ৷ নকশামাফিক কাজ না হলে বেআইনি অংশ সম্পূর্ণ ভেঙে দেওয়া হত। তবে পরবর্তী সময়ে এই আইনে পরিবর্তন এনে বিপদ ডাকা হয়েছে বলেই জানান তিনি। সেইসঙ্গে তিনি আরও বলেন, "বেআইনি নির্মাণ ছোট বলে কোন সীমারেখা হয় না। এই রেগুলারাইজড অথবা এই জাতীয় আরও যে সমস্ত কথা আছে এই টাইমগুলো আনার জেরেই বিপদ তৈরি হয়েছে।"

বহুতল ভেঙে পড়ার ঘটনায় ইঞ্জিনিয়ারদের ভূমিকা ও কাউন্সিলরদের দায় এড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, "কাউন্সিলর দায় এড়াতে পারেন না বরং তার জানা দরকার তার এলাকায় একটা নির্মাণ হলে কততলা নির্মাণে কতটা জায়গায় ছাড় দরকার হয় ৷ সেই সমস্ত নিয়ম তার জানা না থাকলে, কাউন্সিলর হওয়ারই যোগ্য নয় তিনি। তিনি জানি না বলে দায় এড়ালে বিষয়টি ভুল বা মিথ্যা বলা হবে। কারণ বাড়ির নকশা অনুমোদন থেকে শুরু করে জলের লাইন বা নিকাশি লাইন দেওয়া অথবা রাস্তায় ইট বালি সিমেন্ট পড়ার ঘটনা সবটাই বড় কমিটিতে বৈঠকে তিনি জানতে পারেন ৷"

আরও পড়ুন:

  1. যান্ত্রিক ত্রুটির কারণে ব্যাহত হাওড়া-ব্যান্ডেল ট্রেন চলাচল, বাতিল 22টি ট্রেন
  2. বউবাজারে ফুটপাতবাসীকে ভারী পাথর দিয়ে থেঁতলে খুন, গ্রেফতার মূল অভিযুক্ত

কলকাতা, 27 মার্চ: গার্ডেনরিচকাণ্ডে এবার কর্পোরেশনের বিরুদ্ধে সরব হলেন কলকাতা কর্পোরেশনের প্রাক্তন নগর পরিকল্পক দীপঙ্কর সিনহা। তাঁর দাবি, বর্তমানে কলকাতা কর্পোরেশনে কোনও নগর পরিকল্পক এবং আর্কিটেক্ট নেই ৷ শুধু তাই নয়, বিল্ডিং আইনের পরিবর্তন করেই বেআইনি বিপদ ডেকেছে কলকাতা কর্পোরেশন বলে দাবি দীপঙ্করের।

গার্ডেনরিচের বহুতল ভেঙে পড়ার ঘটনার পর থেকেই ইঞ্জিনিয়রদের ভূমিকা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ঘটনায় কে বা কারা দোষী, এই প্রশ্নেরই উত্তর খুঁজছে সমস্ত মহল। এই পরিস্থিতিতে গার্ডেনরিচ কাণ্ডে এবার মুখ খুললেন কলকাতা কর্পোরেশনের প্রাক্তন ডিজি টাউন প্ল্যানার দীপঙ্কর সিনহা। মঙ্গলবার ইনস্টিটিউট অফ টাউন প্ল্যানার সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার তরফে একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি ৷ জানান, কলকাতা কর্পোরেশনে তাঁর অবসরের পর থেকে কোনও নতুন টাউন প্ল্যানার নিয়োগ করা হয়নি। পাশাপাশি এই মুহূর্তে কোনও আর্কিটেক্টও নেই সেখানে ৷ যে কোনও ইঞ্জিনিয়ার যে টাউন প্ল্যানার নয়, সে কথাও মনে করিয়ে দেন দীপঙ্কর।

উল্লেখ্য, 2014 সালে অবসর নিয়েছেন কলকাতা কর্পোরেশনের ডিজি টাউন প্ল্যানার দীপঙ্কর সিনহা। এই পদ একটি বিধিবদ্ধ পদ। এই পদ শূন্য রেখে বিভাগের কাজ করা যায় না ৷ এই মূহুর্তে কলকাতা কর্পোরেশনের টাউন প্ল্যানিং বিভাগের ডিজি পদে রয়েছেন অমিতাভ পাল ৷ এতদিন জলের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার পদে ছিলেন তিনি ৷ এই প্রসঙ্গে দীপঙ্কর বলেন, "উনি জলের বিষয়ে খুবই ভালো বোঝেন তবে টাউন প্ল্যানিং বিষয়ে ওর জানা নেই। কারণ এই বিষয়ে নির্দিষ্টভাবে পড়াশোনা করতে হয়।"

এখানেই শেষ নয়, এদিন পুর আইন সংশোধন করা নিয়েও পূর্বের বাম সরকার এবং বর্তমান তৃণমূল সরকারের প্রসঙ্গে টেনে আনেন দীপঙ্কর। তিনি জানান, আগে এই সমস্যা সহজে সমাধান করা যেত কারণ বেআইনি নির্মাণ সংক্রান্ত সমস্ত বিষয় আসতো ডিজি টাউন প্লানারের হাতেই ৷ নকশামাফিক কাজ না হলে বেআইনি অংশ সম্পূর্ণ ভেঙে দেওয়া হত। তবে পরবর্তী সময়ে এই আইনে পরিবর্তন এনে বিপদ ডাকা হয়েছে বলেই জানান তিনি। সেইসঙ্গে তিনি আরও বলেন, "বেআইনি নির্মাণ ছোট বলে কোন সীমারেখা হয় না। এই রেগুলারাইজড অথবা এই জাতীয় আরও যে সমস্ত কথা আছে এই টাইমগুলো আনার জেরেই বিপদ তৈরি হয়েছে।"

বহুতল ভেঙে পড়ার ঘটনায় ইঞ্জিনিয়ারদের ভূমিকা ও কাউন্সিলরদের দায় এড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, "কাউন্সিলর দায় এড়াতে পারেন না বরং তার জানা দরকার তার এলাকায় একটা নির্মাণ হলে কততলা নির্মাণে কতটা জায়গায় ছাড় দরকার হয় ৷ সেই সমস্ত নিয়ম তার জানা না থাকলে, কাউন্সিলর হওয়ারই যোগ্য নয় তিনি। তিনি জানি না বলে দায় এড়ালে বিষয়টি ভুল বা মিথ্যা বলা হবে। কারণ বাড়ির নকশা অনুমোদন থেকে শুরু করে জলের লাইন বা নিকাশি লাইন দেওয়া অথবা রাস্তায় ইট বালি সিমেন্ট পড়ার ঘটনা সবটাই বড় কমিটিতে বৈঠকে তিনি জানতে পারেন ৷"

আরও পড়ুন:

  1. যান্ত্রিক ত্রুটির কারণে ব্যাহত হাওড়া-ব্যান্ডেল ট্রেন চলাচল, বাতিল 22টি ট্রেন
  2. বউবাজারে ফুটপাতবাসীকে ভারী পাথর দিয়ে থেঁতলে খুন, গ্রেফতার মূল অভিযুক্ত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.