তারাপীঠ, 1 সেপ্টেম্বর: সিদ্ধপীঠ তারাপীঠ। তারাপীঠে মা তারার মন্দিরের পাশেই দ্বারকা নদীর পাড়ে রয়েছে তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠের এই মহাশ্মশানের পঞ্চমুণ্ডির আসনে বসে সপ্তঋষি বশিষ্ট মুনির তপস্যা করে মা তারার দর্শন পেয়েছিলেন। তারপর কৌশিকী অমাবস্যার তিথিতেই এই শ্মশানের শ্বেতশিমুল বৃক্ষের নীচে সাধনা করে মা তারার দর্শন পেয়ে সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামদেবও। সেই সময় থেকেই মহাসমারোহে কৌশিকী অমাবস্যা পালিত হয়ে আসছে তারাপীঠে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠের মহাশ্মশানে সাধনা করতে আসেন বহু তন্ত্রসাধক। মহাশ্মশানে জ্বলে ওঠে হাজার হাজার হোমকুণ্ড। মা তারার দর্শন পেতে এবং সাধনায় সিদ্ধিলাভ পাওয়ার আশায় তারাপীঠে এসে ভিড় জমান তন্ত্রসাধক থেকে সাধারণ পুণ্যার্থীরাও। মন্দির কমিটির আশা এবছর প্রায় 4 থেকে 5 লক্ষেরও বেশি পুণ্যার্থী তারাপীঠ মন্দিরে আসবেন। সেই উপলক্ষে সেজে উঠছে তারাপীঠ। তারাপীঠে আসা পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে মা তারার পুজো দিতে পারেন তার জন্য সবরকম ব্যবস্থা করেছে বীরভূম জেলা পুলিশ ও তারাপীঠ মন্দির কমিটি ৷
কৌশিকী তিথি- এবছর 2 সেপ্টেম্বর সোমবার সকাল 5টা 5মিনিটে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে। অমাবস্যায় তিথি চলবে পরের দিন অর্থাৎ 3 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 6টা 29মিনিট পর্যন্ত।
তারাপীঠের ব্যবস্থাপনা-
- তারাপীঠ মন্দিরের প্রবেশপথ গুলিতে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর গেট।
- তারাপীঠ মন্দির এলাকাজুড়ে বসানো হয়েছে 200টি সিসি টিভি ক্যামেরা।
- মন্দিরের গর্ভগৃহে প্রবেশের জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী বাঁশের ব্যারিকেড।
- মন্দির কমিটির পক্ষ থেকে 175 জন বেসরকারি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে ৷
- বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে রাজ্য পুলিশের 300 আধিকারিক-সহ 1000 জন পুলিশকর্মী এবং 1700 সিভিক ভলান্টিয়ার মোতায়েন থাকবে আগামিকাল ৷ থাকবেন মহিলা ও সাদা পোশাকের পুলিশ।
- পুলিশের নজরদারির জন্য 10টি অস্থায়ী ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে।
- যানবাহন নিয়ন্ত্রণের জন্য 37টি ড্রপগেট করা হয়েছে।
যাতায়াত ব্যবস্থা- রবিবার বিকেল চারটের পর থেকেই তারাপীঠে কোনও যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। রামপুরহাট-তারাপীঠ রাস্তার আটলা মোড় পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল করতে পারবে। সেখান থেকে যানবাহন ঘুড়িয়ে দেওয়া হবে চাকপাড়ার দিকে। অন্যদিকে, 14 নম্বর জাতীয় সড়কে রামপুরহাটের মুনসুবা মোড়, চাকপাড়া মোড়, মল্লারপুরের আম্বা মোড়, বাহিনা মোড় তারাপীঠ থানার বেসিক মোড়ে কার পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
থাকার ব্যবস্থা- ইতিমধ্যেই তারাপীঠের হোটেল ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে বীরভূম জেলা প্রশাসন। আবাসিকদের কাছ থেকে যাতে অতিরিক্ত হোটেল ভাড়া না-নেওয়া হয়, তার জন্য হোটেল ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি তারাপীঠের অলিতে গলিতে যাতে দমকল বাহিনীর গাড়ি যাতায়াত করতে পারে তারও ব্যবস্থা করা হয়েছে। পানীয় জলের সমস্যা মেটাতে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ ও জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ থেকে পানীয় জলের পাউচ বিতরণ করা হবে।
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কড়া নিরাপত্তা, অনলাইন প্রতারণায় নজর