ঘাটাল, 28 এপ্রিল: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর এবার দেবের সভায় অংশ নিতে চলেছেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক । আগামী 30 এপ্রিল কেশপুরের সভাতে দেখা যাবে কাঞ্চনকে, যা নিয়ে রীতিমতো জল্পনা হয়েছে জেলাজুড়ে ।
শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নবগ্রামে রোড শো-তে অংশ নিতে উপস্থিত হয়েছিলেন কাঞ্চন মল্লিক গত দু'দিন আগে । কিন্তু রোড শো শুরুর আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচার গাড়ি থেকে নেমে যেতে বলেন কাঞ্চনকে ৷ তাঁকে বলতে শোনা যায়, কাঞ্চন গাড়িতে গেলে এলাকার মহিলাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় । সেই ঘটনায় তোলপাড় হয়ে রাজ্য ও রাজনীতি ।
যদিও এই বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একের পর এক তোপ দাগলেও কাঞ্চন জানান দলের নির্দেশে তিনি প্রচারে গিয়েছিলেন । কিন্তু কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ঘটনা ঘটালেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না । সেই ঘটনার 48 ঘণ্টার মধ্যেই ফের প্রচারে যাচ্ছেন কাঞ্চন । এবার মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবের হয়ে প্রচারে আসছেন তিনি । সূত্রের খবর, আগামী 30 এপ্রিল দেবের সঙ্গে কেশপুরে জনসংযোগে অংশ নিতে দেখা যাবে কাঞ্চন মল্লিককে ।
যদি এই বিষয়ে তৃণমূল থেকে কোনওরকম প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বিজেপি কটাক্ষ করেছে । কেশপুরের তৃণমূলের দায়িত্বে থাকা মহম্মদ রফিক, মন্ত্রী শিউলি সাহাকে ফোন করলে তাঁরা দেবের কর্মসূচি সম্পর্কে জানেন না বলে জানিয়ে ফোন কেটে দেন ।
যদিও জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, "শুধু কাঞ্চন কেন, কাঞ্চনের দুটো বউকেও প্রচারে নিয়ে আসতে পারে দেব । কারণ, তৃণমূলের এটা কালচার । আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় তার একাধিক বান্ধবীকে নিয়ে ঘুরতেন । যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় খোদ তার গাড়ি থেকে কাঞ্চন মল্লিককে নামিয়ে দিচ্ছে সেখানে দেব তার প্রচারে নিয়ে আসছে । আসলে দেব ঘাটালের জন্য কিছুই করেনি । আমরা বিজেপি সাংসদের হাত দিয়ে ঘাটালে উন্নয়ন করব এবং ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপান্তরিত করব ।"
আরও পড়ুন :