বারাসত, 12 মার্চ: টিকিট না পেয়ে তৃণমূলের প্রতি মোহভঙ্গ হয়ে যখন অর্জুন সিংয়ের বিজেপিতে ফেরা নিয়ে চর্চা বিভিন্ন মহলে । মঙ্গলবার এই নিয়ে ব্যারাকপুরের সাংসদকে খোঁচা দিতে ছাড়লেন না বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । তৃণমূল দলে এলেও অর্জুন যে এখনও বিজেপির সাংসদ রয়ে গিয়েছেন সেকথা মনে করিয়ে কাকলি বলেন, ‘‘উনি যেহেতু এখনও ভারতীয় জনতা পার্টির সাংসদ । সেহেতু ওনার দল যদি ওনাকে ডেকে থাকে, উনি দিল্লি যেতেই পারেন । ওনার এখন মনে হয়েছে দিল্লি গেলে ভারতীয় জনতা পার্টির হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন । সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার ।’’
জনগর্জন সভা থেকে এবারের লোকসভা নির্বাচনে 42 কেন্দ্রের প্রার্থীতালিকা ঘোষণা করেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তাতে নাম নেই তৃণমূল নেতা অর্জুন সিংয়ের । ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক । যা মেনে নিতে পারেননি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ।এরপরই দলের প্রতি গোঁসা করে একের পর এক বিস্ফোরক অভিযোগ করতে শুরু করেন তিনি । দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে সাংসদ অর্জুন সিং বিজেপিতে ফেরার পথ এক-কদম শুধু এগিয়েই রাখেননি । ইঙ্গিতও দিয়ে রেখেছেন ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়াই করার । তবে, সেই লড়াই বিজেপির হয়েই করার সম্ভাবনা বেশি বলে জানা গিয়েছে । শোনা যাচ্ছে বিজেপিতে যোগ দেওয়ার জন্য মঙ্গলবারই অর্জুন দিল্লিতে পৌঁছে গিয়েছেন । সব ঠিকঠাক থাকলে মঙ্গলবারই গেরুয়া শিবিরে ফিরতে পারেন সাংসদ ।
এদিকে, মঙ্গলবার বিকেলে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক শেষে অর্জুনের ক্ষোভের বিষয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "উনি আশা করেছিলেন ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী হবেন । সেই আশা পূরণ না হওয়ায় ক্ষোভ-বিক্ষোভ হওয়াটা স্বাভাবিক । অপেক্ষা করুন না ! কয়েকদিন পর দেখবেন সমস্ত বিষয় মিটে গিয়েছে ।"এরপরই অর্জুনের দিল্লি যাত্রা নিয়ে কাকলি পালটা ব্যারাকপুরের সাংসদকে খোঁচা দিয়ে বলেন,"ওনার দিল্লি যাওয়াটা অস্বাভাবিক নয় । উনি তো ভারতীয় জনতা পার্টিরই সাংসদ । হয়তো ওনার দলের নেতারা ডেকেছে । সেই কারণে দিল্লি যেতে হয়েছে । ওনার রাজনৈতিক অধিকার রয়েছে দিল্লি যাওয়ার । উনি যদি ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী হন তখন দেখা যাবে ! যেহেতু এটা আমার লোকসভা কেন্দ্রের অন্তর্গত নয় ! সেহেতু কি হবে, না হবে আমি কী করে বলব ?"
আরও পড়ুন :