ETV Bharat / state

কলকাতায় ড. কাফিল খান, কী বললেন আরজি কর-কাণ্ড নিয়ে ? - Dr Kafeel Khan on RG Kar Incident - DR KAFEEL KHAN ON RG KAR INCIDENT

Dr Kafeel Khan on RG Kar Doctor Rape and Murder: গোরক্ষপুর হাসপাতালের ঘটনা নিয়ে লেখা বইয়ের বাংলা অনুবাদের প্রকাশ অনুষ্ঠানে শনিবার কলকাতায় আসেন ড. কাফিল খান ৷ সেখানে তিনি আরজি কর-কাণ্ড নিয়েও মন্তব্য করেন ৷ কী বললেন তিনি ?

Dr Kafeel Khan on RG Kar Doctor Rape and Murder
কলকাতায় ড. কাফিল খান, কী বললেন আরজি কর-কাণ্ড নিয়ে ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2024, 9:03 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর: একসময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের রোষের মুখে পড়া ড. কাফিল খান শনিবার উপস্থিত হয়েছিলেন কলকাতায় ৷ উদ্দেশ্য ছিল তাঁর লেখা বইয়ের বাংলা অনুবাদের প্রকাশ করা ৷ তিনি নিজে যেহেতু একজন চিকিৎসক, তাই কলকাতায় এসে তিনি আরজি কর-কাণ্ডের প্রসঙ্গ তুলবেন না, সেটা কি হয় ! হয়ওনি ৷

এ দিন তিনি প্রশংসা করেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ৷ এই আন্দোলন নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের পথ সারা দেশকে দেখিয়েছে বলেও জানিয়েছেন তিনি ৷ ড. কাফিল খানের কথায়, তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশে থাকতে চান ৷

বাংলার মানুষ প্রতিবাদ করতে ভুলেই গিয়েছিল বলেও তিনি মন্তব্য করেন ৷ এই প্রসঙ্গে তিনি 2012 সালের পার্ক স্ট্রিট গণধর্ষণ-কাণ্ডের প্রসঙ্গ টানেন ৷ ওই ঘটনার পরও সেভাবে মানুষ প্রতিবাদ করেনি বলে আক্ষেপ করেন ৷ কিন্তু আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে যে আন্দোলন কলকাতা ও বাংলায় হল, তা সারা দেশকে পথ দেখালো বলেই তিনি মনে করেন ৷

একই সঙ্গে তাঁর বক্তব্য, আরজি করের মহিলা চিকিৎসককে শুধু ধর্ষণই করা হয়নি, তাঁর উপর নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে ৷ ময়নাতদন্তে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ৷ তার পর এমন ভাবে বিষয়টি দেখানো হল যে, সেটা খুবই স্বাভাবিক ঘটনা ৷ ভারতে ধর্ষণ যেন খুব সাধারণ ঘটনা ! ড. খানের দাবি, দেশে 90 জন মহিলা রোজ ধর্ষিতা হচ্ছেন ৷ এটা সরকারি তথ্য ৷ 70 শতাংশ ধর্ষণ বা মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ সামনে আসে ৷ বাকি অভিযোগ সামনে আসে না ৷

Dr Kafeel Khan
কলকাতায় বই প্রকাশ অনুষ্ঠানে ড. কাফিল খান৷ (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, ড. কাফিল খান ছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুর বিআরডি হাসপাতালের চিকিৎসক ৷ ওই হাসপাতালে 2017 সালের 10 অগস্ট অক্সিজেন পরিষেবা ব্যাহত হওয়ার জেরে বহু রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ ৷ সেই সময় সেখানে কর্তব্যরত এই ডাক্তার ব্যক্তিগত উদ্যোগে অক্সিজেনের ব্যবস্থা করেছিলেন বলে জানা যায় ৷

Dr Kafeel Khan
কলকাতায় বই প্রকাশ অনুষ্ঠানে ড. কাফিল খান৷ (নিজস্ব চিত্র)

পরে অবশ্য সরকার সব অভিযোগ অস্বীকার করে৷ হাসপাতাল থেকে সরিয়ে দেওয়া হয় ড. কাফিল খানকে ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ বিচারাধীন অবস্থায় তাঁর চিকিৎসাও সঠিকভাবে করা হয়নি বলে অভিযোগ ওঠে ৷ এই চিকিৎসক মহল সরব হয় ৷ পরে ড. খানকে নির্দোষ বলে আদালত নির্দেশ দেয় ৷

এর পরও তিনি একবার গ্রেফতার হন ৷ সিএএ বিরোধী আন্দোলনে যোগ দিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য তাঁকে গ্রেফতার করা হয় ৷ এই মামলায় ইলাহাবাদ আদালতও তাঁকে মুক্তি দেয় ৷ এর পর তিনি গোরক্ষপুর হাসপাতালের ঘটনা নিয়ে একটি বই লেখেন ৷ সেই বই লেখা নিয়েও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে উত্তরপ্রদেশ পুলিশ ৷

শনিবার মহাজাতি সদনে সেই বইয়েরই বাংলা সংস্করণ প্রকাশ করা হল ৷ সেখানে ড. কাফিল খান ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন ৷

কলকাতা, 28 সেপ্টেম্বর: একসময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের রোষের মুখে পড়া ড. কাফিল খান শনিবার উপস্থিত হয়েছিলেন কলকাতায় ৷ উদ্দেশ্য ছিল তাঁর লেখা বইয়ের বাংলা অনুবাদের প্রকাশ করা ৷ তিনি নিজে যেহেতু একজন চিকিৎসক, তাই কলকাতায় এসে তিনি আরজি কর-কাণ্ডের প্রসঙ্গ তুলবেন না, সেটা কি হয় ! হয়ওনি ৷

এ দিন তিনি প্রশংসা করেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ৷ এই আন্দোলন নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের পথ সারা দেশকে দেখিয়েছে বলেও জানিয়েছেন তিনি ৷ ড. কাফিল খানের কথায়, তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশে থাকতে চান ৷

বাংলার মানুষ প্রতিবাদ করতে ভুলেই গিয়েছিল বলেও তিনি মন্তব্য করেন ৷ এই প্রসঙ্গে তিনি 2012 সালের পার্ক স্ট্রিট গণধর্ষণ-কাণ্ডের প্রসঙ্গ টানেন ৷ ওই ঘটনার পরও সেভাবে মানুষ প্রতিবাদ করেনি বলে আক্ষেপ করেন ৷ কিন্তু আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে যে আন্দোলন কলকাতা ও বাংলায় হল, তা সারা দেশকে পথ দেখালো বলেই তিনি মনে করেন ৷

একই সঙ্গে তাঁর বক্তব্য, আরজি করের মহিলা চিকিৎসককে শুধু ধর্ষণই করা হয়নি, তাঁর উপর নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে ৷ ময়নাতদন্তে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ৷ তার পর এমন ভাবে বিষয়টি দেখানো হল যে, সেটা খুবই স্বাভাবিক ঘটনা ৷ ভারতে ধর্ষণ যেন খুব সাধারণ ঘটনা ! ড. খানের দাবি, দেশে 90 জন মহিলা রোজ ধর্ষিতা হচ্ছেন ৷ এটা সরকারি তথ্য ৷ 70 শতাংশ ধর্ষণ বা মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ সামনে আসে ৷ বাকি অভিযোগ সামনে আসে না ৷

Dr Kafeel Khan
কলকাতায় বই প্রকাশ অনুষ্ঠানে ড. কাফিল খান৷ (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, ড. কাফিল খান ছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুর বিআরডি হাসপাতালের চিকিৎসক ৷ ওই হাসপাতালে 2017 সালের 10 অগস্ট অক্সিজেন পরিষেবা ব্যাহত হওয়ার জেরে বহু রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ ৷ সেই সময় সেখানে কর্তব্যরত এই ডাক্তার ব্যক্তিগত উদ্যোগে অক্সিজেনের ব্যবস্থা করেছিলেন বলে জানা যায় ৷

Dr Kafeel Khan
কলকাতায় বই প্রকাশ অনুষ্ঠানে ড. কাফিল খান৷ (নিজস্ব চিত্র)

পরে অবশ্য সরকার সব অভিযোগ অস্বীকার করে৷ হাসপাতাল থেকে সরিয়ে দেওয়া হয় ড. কাফিল খানকে ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ বিচারাধীন অবস্থায় তাঁর চিকিৎসাও সঠিকভাবে করা হয়নি বলে অভিযোগ ওঠে ৷ এই চিকিৎসক মহল সরব হয় ৷ পরে ড. খানকে নির্দোষ বলে আদালত নির্দেশ দেয় ৷

এর পরও তিনি একবার গ্রেফতার হন ৷ সিএএ বিরোধী আন্দোলনে যোগ দিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য তাঁকে গ্রেফতার করা হয় ৷ এই মামলায় ইলাহাবাদ আদালতও তাঁকে মুক্তি দেয় ৷ এর পর তিনি গোরক্ষপুর হাসপাতালের ঘটনা নিয়ে একটি বই লেখেন ৷ সেই বই লেখা নিয়েও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে উত্তরপ্রদেশ পুলিশ ৷

শনিবার মহাজাতি সদনে সেই বইয়েরই বাংলা সংস্করণ প্রকাশ করা হল ৷ সেখানে ড. কাফিল খান ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.