ETV Bharat / state

সন্দীপ-অভিজিতের জামিন ! আজ সিজিও কমপ্লেক্স অভিযান জুনিয়র চিকিৎসকদের - RG KAR RAPE AND MURDER CASE

90 দিন পরও চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই ৷ সেকারণে আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জামিন দিয়েছে আদালত ৷

JUNIOR DOCTORS PROTEST
সিজিও কমপ্লেক্স অভিযান জুনিয়র চিকিৎসকদের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2024, 7:38 AM IST

কলকাতা, 14 ডিসেম্বর: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় জামিন পেয়েছেন প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ৷ কারণ, 90 দিন পেরিয়ে গেলেও এই দু'জনের বিরুদ্ধে চার্জশিট জমা করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই ৷ এই ঘটনার প্রতিবাদে শনিবার সিবিআই দফতর অভিযানের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস্ ফ্রন্ট ৷

এদিন দুপুর 2টোয় করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁদের পাশাপাশি শনিবার মেডিক্যাল সার্ভিস সেন্টার ও নার্সেস ইউনিটের তরফেও সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে ৷ মিছিলে সমাজের সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে ৷

JUNIOR DOCTORS PROTEST
অভয়া মঞ্চের প্রতিবাদ (নিজস্ব চিত্র)

তথ্য প্রমাণের অভাবে আরজি কর কাণ্ডে দুই অভিযুক্তের বিরুদ্ধে কোনও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই ৷ শুক্রবার তাই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করে শিয়ালদা আদালত ৷ অবশ্য, এখনও আর্থিক দুর্নীতি মামলায় জেলেই রয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ । তবে শুক্রবার জেল মুক্তি হয়েছে অভিজিত মণ্ডলের ৷

এদিকে, তাঁদের দু'জনের জামিনের প্রতিবাদে শুক্রবার একটি মোমবাতি মিছিল করেন জুনিয়র চিকিৎসকরা । মিছিল আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সম্পূর্ণ ক্যাম্পাস, শ্যামবাজার পাঁচমাথা মোড় ঘুরে আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের সামনে শেষ হয় ৷ এরপর বৈঠক করেন জুনিয়র চিকিৎসক ফ্রন্টের সদস্যরা ৷ বৈঠকের পর শনিবারের কর্মসূচির ঘোষণা করা হয় ৷

JUNIOR DOCTORS PROTEST
মেডিক্যাল সার্ভিস সেন্টার ও নার্সেস ইউনিটের প্রতিবাদ (নিজস্ব চিত্র)

অন্যদিকে, জুনিয়র চিকিৎসক এবং মেডিক্যাল সার্ভিস সেন্টারের পাশাপাশি এদিন কর্মসূচি নেওয়া হয়েছে অভয়া মঞ্চের তরফেও । রানি রাসমণি এভিনিউতে মঞ্চের তরফে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে । দুপুর 3টের সময় হবে এই প্রতিবাদ সভা ৷ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সিবিআই-এর পরিচালক এর কুশপুতুল দাহ করা হবে । প্রতিবাদ সভায় অংশ নেবেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস্ ।

পড়ুন: ফের কর্মবিরতির হুঁশিয়ারি, সন্দীপের জামিনে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন ফ্রন্টের

কলকাতা, 14 ডিসেম্বর: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় জামিন পেয়েছেন প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ৷ কারণ, 90 দিন পেরিয়ে গেলেও এই দু'জনের বিরুদ্ধে চার্জশিট জমা করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই ৷ এই ঘটনার প্রতিবাদে শনিবার সিবিআই দফতর অভিযানের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস্ ফ্রন্ট ৷

এদিন দুপুর 2টোয় করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁদের পাশাপাশি শনিবার মেডিক্যাল সার্ভিস সেন্টার ও নার্সেস ইউনিটের তরফেও সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে ৷ মিছিলে সমাজের সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে ৷

JUNIOR DOCTORS PROTEST
অভয়া মঞ্চের প্রতিবাদ (নিজস্ব চিত্র)

তথ্য প্রমাণের অভাবে আরজি কর কাণ্ডে দুই অভিযুক্তের বিরুদ্ধে কোনও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই ৷ শুক্রবার তাই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করে শিয়ালদা আদালত ৷ অবশ্য, এখনও আর্থিক দুর্নীতি মামলায় জেলেই রয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ । তবে শুক্রবার জেল মুক্তি হয়েছে অভিজিত মণ্ডলের ৷

এদিকে, তাঁদের দু'জনের জামিনের প্রতিবাদে শুক্রবার একটি মোমবাতি মিছিল করেন জুনিয়র চিকিৎসকরা । মিছিল আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সম্পূর্ণ ক্যাম্পাস, শ্যামবাজার পাঁচমাথা মোড় ঘুরে আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের সামনে শেষ হয় ৷ এরপর বৈঠক করেন জুনিয়র চিকিৎসক ফ্রন্টের সদস্যরা ৷ বৈঠকের পর শনিবারের কর্মসূচির ঘোষণা করা হয় ৷

JUNIOR DOCTORS PROTEST
মেডিক্যাল সার্ভিস সেন্টার ও নার্সেস ইউনিটের প্রতিবাদ (নিজস্ব চিত্র)

অন্যদিকে, জুনিয়র চিকিৎসক এবং মেডিক্যাল সার্ভিস সেন্টারের পাশাপাশি এদিন কর্মসূচি নেওয়া হয়েছে অভয়া মঞ্চের তরফেও । রানি রাসমণি এভিনিউতে মঞ্চের তরফে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে । দুপুর 3টের সময় হবে এই প্রতিবাদ সভা ৷ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সিবিআই-এর পরিচালক এর কুশপুতুল দাহ করা হবে । প্রতিবাদ সভায় অংশ নেবেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস্ ।

পড়ুন: ফের কর্মবিরতির হুঁশিয়ারি, সন্দীপের জামিনে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন ফ্রন্টের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.