ETV Bharat / state

LIVE UPDATES: মুখ্যসচিবের ডাকে স্বাস্থ্যভবনে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, অনশন মঞ্চে অপর্ণা সেন

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Updated : 7 minutes ago

JUNIOR DOCTORS PROTEST
জুনিয়র চিকিৎসকদের অভয়া পুজো পরিক্রমা (ইটিভি ভারত)

অনশনের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের ‘অভয়া পরিক্রমা’ কর্মসূচি ৷ মিনিডোরে করে আরজি কর ও জয়নগরের নির্যাতিতার ‘প্রতীকী মূর্তি’ নিয়ে কলকাতার বড় বড় পুজোমণ্ডপে যাওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । কিন্তু ধর্মতলার অনশন মঞ্চে মিনিডোর আনার পথে চাঁদনি চকের কাছে তা আটকে দেয় পুলিশ । এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় । মিনিডোর আটকানোর খবর পেয়ে অনশন মঞ্চের সামনে থাকা জুনিয়র চিকিৎসকরা ছুটে যান ঘটনাস্থলে । পুলিশের সঙ্গে বচসায় জড়ান তাঁরা ।

জুনিয়র চিকিৎকদের পাশে দাঁড়িয়ে আরজি কর হাসপাতালের পর বুধবার গণইস্তফা দিলেন কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকেরা ৷ জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে হাসপাতালের প্রায় 30 জনের মতো অধ্যাপক চিকিৎসক এদিন গণইস্তফা দেন । পাশাপাশি এ দিন গণইস্তফা দিয়েছেন ক্যালকাটা ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরাও ৷ সেই পথে হাঁটতে চলেছেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকরাও ৷

LIVE FEED

7:43 PM, 9 Oct 2024 (IST)

জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে অপর্ণা সেন

ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে অপর্ণা সেন । অনশনকারীদের সঙ্গে কথা বলেন তিনি । অপর্ণা সেন বলেন, "যারা অনশন করছেন, সবার নিরাপত্তার জন্য এদের সঙ্গে আপনাদের কণ্ঠস্বর মিলিয়ে দিন । ওদের শরীর খারাপ হচ্ছে । কিন্তু আমরা বুঝতে পারছি ওদের কি অবস্থা । মাননীয় মুখ্যমন্ত্রী আপনি শুনতে পাচ্ছেন । আপনি এখানে আসুন । আপনি নিজে অনশন করেছেন । আপনি জানেন, অনশন কী জিনিস । তাই একবার আপনি এখানে আসুন । আমি তো পারলাম না । পুলিশের এই কাজে আমি ধিক্কার জানাচ্ছি ।"

JUNIOR DOCTORS PROTEST
জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে অপর্ণা সেন (ইটিভি ভারত)

7:29 PM, 9 Oct 2024 (IST)

এবার বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি

আরজি কর হাসপাতালের ঘটনার জেরে এবার কর্মবিরতি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের । অনির্দিষ্টকালের জন্য বাইপাস ধারের বেসরকারি হাসপাতালে শুরু হল কর্মবিরতি । যতক্ষণ না রাজ্য সরকার কোন সদর্থক ভুমিকা নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁদের এই কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে । তবে জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

JUNIOR DOCTORS PROTEST
বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি (ইটিভি ভারত)

7:08 PM, 9 Oct 2024 (IST)

মুখ্যসচিবের ডাকে স্বাস্থ্যভবনে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা

জুনিয়র চিকিৎসকদের অনশনের 4 দিনের মাথায় আলোচনায় বসার ডাক দিল রাজ্য সরকার ৷ এদিন বিকেলে মুখ্যসচবি মনোজ পন্থ আলোচনায় বসার জন্য আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ইমেল করেন ৷ রাত 7টা 45 মিনিটে স্বাস্থ্যভবনে এই আলোচনায় বসার জন্য তাঁদের আহ্বান জানানো হয় ৷ সেই ডাকে সাড়া দিয়ে স্বাস্থ্যভবন যাচ্ছেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল ৷ অনশনকারী চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায় বলেন, "আমাদের সহযোদ্ধার যাবে ৷ আমাদের প্রতিনিধিরা যাবে। টাস্ক ফোর্স-এর সঙ্গে যে বৈঠকের ডাক দেওয়া হয়েছে ৷ আমরা জানি না, আমাদের দাবি টাস্ক ফোর্স পূরণ করতে পারবে কি না। কারণ আমদের দাবি হল, নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ।"

JUNIOR DOCTORS PROTEST
মুখ্যসচিবের ডাকে স্বাস্থ্যভবনে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা (ইটিভি ভারত)

6:50 PM, 9 Oct 2024 (IST)

আলোচনায় বসার জন্য জুনিয়র চিকিৎসকদের ফের ইমেল মুখ্যসচিবের

জুনিয়র চিকিৎসকদের ফের ইমেল পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ৷ ইমেল করে চিকিৎসকদের আজই আলোচনায় বসার জন্য বলা হয়েছে ৷ টাস্ক ফোর্স নিয়ে বৈঠক করা হবে বলেও ইমেলে জানানো হয়েছে ৷ 8 থেকে 10 জনের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে মুখ্যসচিবের তরফে ৷ আজ রাত 7টা 45 মিনিটে স্বাস্থ্যভবনে আলোচনায় বসার জন্য বলেন মুখ্যসচিব ৷

JUNIOR DOCTORS PROTEST
ফের জুনিয়র চিকিৎসকদের ইমেল মুখ্যসচিবের (ইটিভি ভারত)

6:44 PM, 9 Oct 2024 (IST)

সিজিও কমপ্লেক্সের সামনে এসে পৌঁছল চিকিৎসকদের মিছিল

চিকিৎসকদের মিছিল এসে পৌঁছল সিজিও কমপ্লেক্সের সামনে ৷ আরজি কর-কাণ্ডে দ্রুত শাস্তির দাবিতে বুধবার দুপুর 3টের পর করুণাময়ী মোড় থেকে মিছিল শুরু হয়ে বিকেল সাড়ে ৪টে নাগাদ সিজিও কমপ্লেক্সের সামনে পৌঁছয়। মিছিলে স্লোগান ছিল, "আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই।" ইতিমধ্যে আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়া খুন ও ধর্ষণের ঘটনায় চার্জশিট পেশ করেছে সিবিআই ৷ সেই চার্জশিট নিয়ে এদিন হতাশা প্রকাশ করেন চিকিৎসকরা। মিছিল সিজিও কমপ্লেক্সে পৌঁছনোর পর এক মহিলা-সহ চার চিকিৎসকের প্রতিনিধি দল সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলতে দফতরে ঢোকেন ৷

5:40 PM, 9 Oct 2024 (IST)

পুলিশের বাধা পেরিয়ে পায়ে হেঁটে পরিক্রমা অভয়া পরিক্রমা

পুলিশের বাধা পেরিয়ে পায়ে হেঁটে পরিক্রমা অভয়া পরিক্রমা জুনিয়র চিকিৎসকদের ৷ তাঁদের সঙ্গে পা মেলালেন সাধারণ মানুষ ৷

    5:33 PM, 9 Oct 2024 (IST)

    জুনিয়র চিকিৎসকদের অভয়া পরিক্রমা আটকাল পুলিশ

    জুনিয়র চিকিৎসকদের অভয়া পুজো পরিক্রমা যেতে বাধা পুলিশের। তার সঙ্গে আলোচনা করছেন । জয়েন্ট সিপি ট্রাফিক, ডিসি সেন্ট্রাল এর সঙ্গে কথা বলছেন। তারা হেঁটে যাওয়ার পরিকল্পনা করছেন ৷

    JUNIOR DOCTORS PROTEST
    অভয়া পরিক্রমা আটকাল পুলিশ (ইটিভি ভারত)

    অনশনের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের ‘অভয়া পরিক্রমা’ কর্মসূচি ৷ মিনিডোরে করে আরজি কর ও জয়নগরের নির্যাতিতার ‘প্রতীকী মূর্তি’ নিয়ে কলকাতার বড় বড় পুজোমণ্ডপে যাওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । কিন্তু ধর্মতলার অনশন মঞ্চে মিনিডোর আনার পথে চাঁদনি চকের কাছে তা আটকে দেয় পুলিশ । এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় । মিনিডোর আটকানোর খবর পেয়ে অনশন মঞ্চের সামনে থাকা জুনিয়র চিকিৎসকরা ছুটে যান ঘটনাস্থলে । পুলিশের সঙ্গে বচসায় জড়ান তাঁরা ।

    জুনিয়র চিকিৎকদের পাশে দাঁড়িয়ে আরজি কর হাসপাতালের পর বুধবার গণইস্তফা দিলেন কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকেরা ৷ জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে হাসপাতালের প্রায় 30 জনের মতো অধ্যাপক চিকিৎসক এদিন গণইস্তফা দেন । পাশাপাশি এ দিন গণইস্তফা দিয়েছেন ক্যালকাটা ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরাও ৷ সেই পথে হাঁটতে চলেছেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকরাও ৷

    LIVE FEED

    7:43 PM, 9 Oct 2024 (IST)

    জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে অপর্ণা সেন

    ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে অপর্ণা সেন । অনশনকারীদের সঙ্গে কথা বলেন তিনি । অপর্ণা সেন বলেন, "যারা অনশন করছেন, সবার নিরাপত্তার জন্য এদের সঙ্গে আপনাদের কণ্ঠস্বর মিলিয়ে দিন । ওদের শরীর খারাপ হচ্ছে । কিন্তু আমরা বুঝতে পারছি ওদের কি অবস্থা । মাননীয় মুখ্যমন্ত্রী আপনি শুনতে পাচ্ছেন । আপনি এখানে আসুন । আপনি নিজে অনশন করেছেন । আপনি জানেন, অনশন কী জিনিস । তাই একবার আপনি এখানে আসুন । আমি তো পারলাম না । পুলিশের এই কাজে আমি ধিক্কার জানাচ্ছি ।"

    JUNIOR DOCTORS PROTEST
    জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে অপর্ণা সেন (ইটিভি ভারত)

    7:29 PM, 9 Oct 2024 (IST)

    এবার বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি

    আরজি কর হাসপাতালের ঘটনার জেরে এবার কর্মবিরতি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের । অনির্দিষ্টকালের জন্য বাইপাস ধারের বেসরকারি হাসপাতালে শুরু হল কর্মবিরতি । যতক্ষণ না রাজ্য সরকার কোন সদর্থক ভুমিকা নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁদের এই কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে । তবে জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

    JUNIOR DOCTORS PROTEST
    বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি (ইটিভি ভারত)

    7:08 PM, 9 Oct 2024 (IST)

    মুখ্যসচিবের ডাকে স্বাস্থ্যভবনে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা

    জুনিয়র চিকিৎসকদের অনশনের 4 দিনের মাথায় আলোচনায় বসার ডাক দিল রাজ্য সরকার ৷ এদিন বিকেলে মুখ্যসচবি মনোজ পন্থ আলোচনায় বসার জন্য আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ইমেল করেন ৷ রাত 7টা 45 মিনিটে স্বাস্থ্যভবনে এই আলোচনায় বসার জন্য তাঁদের আহ্বান জানানো হয় ৷ সেই ডাকে সাড়া দিয়ে স্বাস্থ্যভবন যাচ্ছেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল ৷ অনশনকারী চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায় বলেন, "আমাদের সহযোদ্ধার যাবে ৷ আমাদের প্রতিনিধিরা যাবে। টাস্ক ফোর্স-এর সঙ্গে যে বৈঠকের ডাক দেওয়া হয়েছে ৷ আমরা জানি না, আমাদের দাবি টাস্ক ফোর্স পূরণ করতে পারবে কি না। কারণ আমদের দাবি হল, নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ।"

    JUNIOR DOCTORS PROTEST
    মুখ্যসচিবের ডাকে স্বাস্থ্যভবনে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা (ইটিভি ভারত)

    6:50 PM, 9 Oct 2024 (IST)

    আলোচনায় বসার জন্য জুনিয়র চিকিৎসকদের ফের ইমেল মুখ্যসচিবের

    জুনিয়র চিকিৎসকদের ফের ইমেল পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ৷ ইমেল করে চিকিৎসকদের আজই আলোচনায় বসার জন্য বলা হয়েছে ৷ টাস্ক ফোর্স নিয়ে বৈঠক করা হবে বলেও ইমেলে জানানো হয়েছে ৷ 8 থেকে 10 জনের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে মুখ্যসচিবের তরফে ৷ আজ রাত 7টা 45 মিনিটে স্বাস্থ্যভবনে আলোচনায় বসার জন্য বলেন মুখ্যসচিব ৷

    JUNIOR DOCTORS PROTEST
    ফের জুনিয়র চিকিৎসকদের ইমেল মুখ্যসচিবের (ইটিভি ভারত)

    6:44 PM, 9 Oct 2024 (IST)

    সিজিও কমপ্লেক্সের সামনে এসে পৌঁছল চিকিৎসকদের মিছিল

    চিকিৎসকদের মিছিল এসে পৌঁছল সিজিও কমপ্লেক্সের সামনে ৷ আরজি কর-কাণ্ডে দ্রুত শাস্তির দাবিতে বুধবার দুপুর 3টের পর করুণাময়ী মোড় থেকে মিছিল শুরু হয়ে বিকেল সাড়ে ৪টে নাগাদ সিজিও কমপ্লেক্সের সামনে পৌঁছয়। মিছিলে স্লোগান ছিল, "আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই।" ইতিমধ্যে আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়া খুন ও ধর্ষণের ঘটনায় চার্জশিট পেশ করেছে সিবিআই ৷ সেই চার্জশিট নিয়ে এদিন হতাশা প্রকাশ করেন চিকিৎসকরা। মিছিল সিজিও কমপ্লেক্সে পৌঁছনোর পর এক মহিলা-সহ চার চিকিৎসকের প্রতিনিধি দল সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলতে দফতরে ঢোকেন ৷

    5:40 PM, 9 Oct 2024 (IST)

    পুলিশের বাধা পেরিয়ে পায়ে হেঁটে পরিক্রমা অভয়া পরিক্রমা

    পুলিশের বাধা পেরিয়ে পায়ে হেঁটে পরিক্রমা অভয়া পরিক্রমা জুনিয়র চিকিৎসকদের ৷ তাঁদের সঙ্গে পা মেলালেন সাধারণ মানুষ ৷

      5:33 PM, 9 Oct 2024 (IST)

      জুনিয়র চিকিৎসকদের অভয়া পরিক্রমা আটকাল পুলিশ

      জুনিয়র চিকিৎসকদের অভয়া পুজো পরিক্রমা যেতে বাধা পুলিশের। তার সঙ্গে আলোচনা করছেন । জয়েন্ট সিপি ট্রাফিক, ডিসি সেন্ট্রাল এর সঙ্গে কথা বলছেন। তারা হেঁটে যাওয়ার পরিকল্পনা করছেন ৷

      JUNIOR DOCTORS PROTEST
      অভয়া পরিক্রমা আটকাল পুলিশ (ইটিভি ভারত)
      Last Updated : 7 minutes ago
      ETV Bharat Logo

      Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.