ETV Bharat / state

সরকারের ধনধান্য পেলেন না চিকিৎসকরা, গণকনভেনশন এসএসকেএম হাসপাতালে - RG Kar Protest - RG KAR PROTEST

Junior Doctors Protest Convention: আরজি করের চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয় ৷ এই দাবিতে কনভেনশনের আয়োজন করেছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ৷ এদিকে তাঁদের ধনধান্য অডিটোরিয়াম দেওয়ার কথা জানিয়েও তা বাতিল করেছে সরকার ৷ এই পরিস্থিতিতে হুঁশিয়ারি দিল আন্দোলনকারী চিকিৎসকরা ৷

RG Kar Doctor Protest
সাংবাদিক বৈঠকে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের চিকিৎসকরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2024, 10:39 AM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: গণকনভেনশনের জন্য ধনধান্য অডিটোরিয়াম পেলেন না জুনিয়র ডক্টর্স ফ্রন্টের চিকিৎসকরা ৷ তার বদলে এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে গণকনভেনশন হবে 27 সেপ্টেম্বর বিকাল চারটেয় ৷ ধনধান্য অডিটোরিয়ামে গণকনভেনশন পাওয়া নিয়ে নগরোয়ন্ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছ থেকে মৌখিক আশ্বাস পেলেও বুধবার তা পাওয়া যাবে না বলেই জানানো হয় চিকিৎসকদের ৷

পাশাপাশি শহরের অন্য আরও কয়েকটি অডিটোরিয়াম তাঁদের কনভেশনের জন্য দিতে অস্বীকার করেছে বলে জানা গিয়েছে ৷ বুধবার রাতে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "কোনও এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে ৷ নজরুল মঞ্চ, কলামন্দির-সহ একাধিক সভাগৃহ আমাদের কনভেনশন করতে দিতে অস্বীকার করেছে ৷ তাদের বক্তব্য, তোমাদের প্রতিবাদ তো শেষ হয়ে গিয়েছে ৷ এখনও কেন এসব যুক্তিহীন কর্মসূচি করছ ৷"

জুনিয়র ডক্টর্স ফ্রন্টের কনভেনশনের জন্য ধনধান্য অডিটোরিয়াম দেয়নি সরকার (ইটিভি ভারত)

এই প্রসঙ্গে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পালটা বক্তব্য, "আমরা সরকারকে সোজাসুজি জানিয়ে দিতে চাই, অভয়ার ন্যায়বিচার না নিয়ে আমাদের আন্দোলন শেষ হবে না ৷ এরকম জঘন্য ষড়যন্ত্র চললে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু এই আন্দোলনকে আরও তীব্রতর আকার দেবে ৷"

আগামী শুক্রবার রাজ্যের জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে একটি গণকনভেনশন আয়োজন করা হয়েছিল ৷ এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় তা করেছিলেন জুনিয়র চিকিৎসকেরা ৷ তাঁদের তরফে সত্যজিত সরকার বলেন, আমরা আমাদের ডিরেক্টর স্যারকে বলেছিলাম বড় কোনও জায়গা যেমন ধনধান্য অডিটোরিয়ামের মতো জায়গা পেলে এই কনভেনশন করতে সুবিধা হবে ৷ তিনি খোঁজ নিয়ে জানতে পারেন 27 ও 29 তারিখ অডিটোরিয়ামটি ফাঁকা রয়েছে ৷ তারপর আমরা অ্যাসিস্ট্যান্ট সুপারকে সঙ্গে নিয়ে মেয়রের বাড়িতে গিয়ে মৌখিকভাবে আশ্বাস পাই যে, হলটি পাওয়া যাবে ৷ আমরা অফিসিয়াল চিঠি নিয়ে গিয়েছিলাম ৷ সেটা স্বাক্ষর করে তিনি রেখে দেন ৷ তারপর বুধবার জানতে পারি কোনও এক অজ্ঞাত কারণে হলটি আমাদের দেওয়া হবে না ৷" যদিও এতে থেমে না থেকে তাঁরা এই আয়োজন করেছেন এসএসকেএম হাসপাতালে । সেখান থেকেই ঘোষণা হবে পরবতী কর্মসূচি ।

অন্যদিকে কিছুদিন আগে রাজ্যপালের সঙ্গে দেখা করেন একদল জুনিয়র চিকিৎসক ৷ সেখানে কী কথা হয়েছিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল ৷ সেই বিষয়টি স্পষ্ট করে দেন এই জুনিয়র ডক্টর্স ফ্রন্টের চিকিৎসকেরা ৷ তারা বলেন রাজ্যপালের সঙ্গে রাজভবনে তাঁরা কোনও বৈঠক করেননি ৷

চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দল গোড়া থেকেই আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে ৷ আমরা বারবার স্পষ্ট করে জানিয়েছি, হাথরস, কাটোয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছেন তাঁদের ক্ষমতা দখলের চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে দেব না ৷ এই দলের কয়েকজন স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন ৷ মহালয়ার দিন জুনিয়র চিকিৎসকরা তর্পণ করবে বলে ভুয়া খবর ছড়িয়েছে ৷ এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই ৷"

কলকাতা, 26 সেপ্টেম্বর: গণকনভেনশনের জন্য ধনধান্য অডিটোরিয়াম পেলেন না জুনিয়র ডক্টর্স ফ্রন্টের চিকিৎসকরা ৷ তার বদলে এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে গণকনভেনশন হবে 27 সেপ্টেম্বর বিকাল চারটেয় ৷ ধনধান্য অডিটোরিয়ামে গণকনভেনশন পাওয়া নিয়ে নগরোয়ন্ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছ থেকে মৌখিক আশ্বাস পেলেও বুধবার তা পাওয়া যাবে না বলেই জানানো হয় চিকিৎসকদের ৷

পাশাপাশি শহরের অন্য আরও কয়েকটি অডিটোরিয়াম তাঁদের কনভেশনের জন্য দিতে অস্বীকার করেছে বলে জানা গিয়েছে ৷ বুধবার রাতে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "কোনও এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে ৷ নজরুল মঞ্চ, কলামন্দির-সহ একাধিক সভাগৃহ আমাদের কনভেনশন করতে দিতে অস্বীকার করেছে ৷ তাদের বক্তব্য, তোমাদের প্রতিবাদ তো শেষ হয়ে গিয়েছে ৷ এখনও কেন এসব যুক্তিহীন কর্মসূচি করছ ৷"

জুনিয়র ডক্টর্স ফ্রন্টের কনভেনশনের জন্য ধনধান্য অডিটোরিয়াম দেয়নি সরকার (ইটিভি ভারত)

এই প্রসঙ্গে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পালটা বক্তব্য, "আমরা সরকারকে সোজাসুজি জানিয়ে দিতে চাই, অভয়ার ন্যায়বিচার না নিয়ে আমাদের আন্দোলন শেষ হবে না ৷ এরকম জঘন্য ষড়যন্ত্র চললে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু এই আন্দোলনকে আরও তীব্রতর আকার দেবে ৷"

আগামী শুক্রবার রাজ্যের জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে একটি গণকনভেনশন আয়োজন করা হয়েছিল ৷ এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় তা করেছিলেন জুনিয়র চিকিৎসকেরা ৷ তাঁদের তরফে সত্যজিত সরকার বলেন, আমরা আমাদের ডিরেক্টর স্যারকে বলেছিলাম বড় কোনও জায়গা যেমন ধনধান্য অডিটোরিয়ামের মতো জায়গা পেলে এই কনভেনশন করতে সুবিধা হবে ৷ তিনি খোঁজ নিয়ে জানতে পারেন 27 ও 29 তারিখ অডিটোরিয়ামটি ফাঁকা রয়েছে ৷ তারপর আমরা অ্যাসিস্ট্যান্ট সুপারকে সঙ্গে নিয়ে মেয়রের বাড়িতে গিয়ে মৌখিকভাবে আশ্বাস পাই যে, হলটি পাওয়া যাবে ৷ আমরা অফিসিয়াল চিঠি নিয়ে গিয়েছিলাম ৷ সেটা স্বাক্ষর করে তিনি রেখে দেন ৷ তারপর বুধবার জানতে পারি কোনও এক অজ্ঞাত কারণে হলটি আমাদের দেওয়া হবে না ৷" যদিও এতে থেমে না থেকে তাঁরা এই আয়োজন করেছেন এসএসকেএম হাসপাতালে । সেখান থেকেই ঘোষণা হবে পরবতী কর্মসূচি ।

অন্যদিকে কিছুদিন আগে রাজ্যপালের সঙ্গে দেখা করেন একদল জুনিয়র চিকিৎসক ৷ সেখানে কী কথা হয়েছিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল ৷ সেই বিষয়টি স্পষ্ট করে দেন এই জুনিয়র ডক্টর্স ফ্রন্টের চিকিৎসকেরা ৷ তারা বলেন রাজ্যপালের সঙ্গে রাজভবনে তাঁরা কোনও বৈঠক করেননি ৷

চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দল গোড়া থেকেই আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে ৷ আমরা বারবার স্পষ্ট করে জানিয়েছি, হাথরস, কাটোয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছেন তাঁদের ক্ষমতা দখলের চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে দেব না ৷ এই দলের কয়েকজন স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন ৷ মহালয়ার দিন জুনিয়র চিকিৎসকরা তর্পণ করবে বলে ভুয়া খবর ছড়িয়েছে ৷ এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.