কলকাতা, 26 সেপ্টেম্বর: গণকনভেনশনের জন্য ধনধান্য অডিটোরিয়াম পেলেন না জুনিয়র ডক্টর্স ফ্রন্টের চিকিৎসকরা ৷ তার বদলে এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে গণকনভেনশন হবে 27 সেপ্টেম্বর বিকাল চারটেয় ৷ ধনধান্য অডিটোরিয়ামে গণকনভেনশন পাওয়া নিয়ে নগরোয়ন্ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছ থেকে মৌখিক আশ্বাস পেলেও বুধবার তা পাওয়া যাবে না বলেই জানানো হয় চিকিৎসকদের ৷
পাশাপাশি শহরের অন্য আরও কয়েকটি অডিটোরিয়াম তাঁদের কনভেশনের জন্য দিতে অস্বীকার করেছে বলে জানা গিয়েছে ৷ বুধবার রাতে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "কোনও এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে ৷ নজরুল মঞ্চ, কলামন্দির-সহ একাধিক সভাগৃহ আমাদের কনভেনশন করতে দিতে অস্বীকার করেছে ৷ তাদের বক্তব্য, তোমাদের প্রতিবাদ তো শেষ হয়ে গিয়েছে ৷ এখনও কেন এসব যুক্তিহীন কর্মসূচি করছ ৷"
এই প্রসঙ্গে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পালটা বক্তব্য, "আমরা সরকারকে সোজাসুজি জানিয়ে দিতে চাই, অভয়ার ন্যায়বিচার না নিয়ে আমাদের আন্দোলন শেষ হবে না ৷ এরকম জঘন্য ষড়যন্ত্র চললে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু এই আন্দোলনকে আরও তীব্রতর আকার দেবে ৷"
আগামী শুক্রবার রাজ্যের জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে একটি গণকনভেনশন আয়োজন করা হয়েছিল ৷ এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় তা করেছিলেন জুনিয়র চিকিৎসকেরা ৷ তাঁদের তরফে সত্যজিত সরকার বলেন, আমরা আমাদের ডিরেক্টর স্যারকে বলেছিলাম বড় কোনও জায়গা যেমন ধনধান্য অডিটোরিয়ামের মতো জায়গা পেলে এই কনভেনশন করতে সুবিধা হবে ৷ তিনি খোঁজ নিয়ে জানতে পারেন 27 ও 29 তারিখ অডিটোরিয়ামটি ফাঁকা রয়েছে ৷ তারপর আমরা অ্যাসিস্ট্যান্ট সুপারকে সঙ্গে নিয়ে মেয়রের বাড়িতে গিয়ে মৌখিকভাবে আশ্বাস পাই যে, হলটি পাওয়া যাবে ৷ আমরা অফিসিয়াল চিঠি নিয়ে গিয়েছিলাম ৷ সেটা স্বাক্ষর করে তিনি রেখে দেন ৷ তারপর বুধবার জানতে পারি কোনও এক অজ্ঞাত কারণে হলটি আমাদের দেওয়া হবে না ৷" যদিও এতে থেমে না থেকে তাঁরা এই আয়োজন করেছেন এসএসকেএম হাসপাতালে । সেখান থেকেই ঘোষণা হবে পরবতী কর্মসূচি ।
অন্যদিকে কিছুদিন আগে রাজ্যপালের সঙ্গে দেখা করেন একদল জুনিয়র চিকিৎসক ৷ সেখানে কী কথা হয়েছিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল ৷ সেই বিষয়টি স্পষ্ট করে দেন এই জুনিয়র ডক্টর্স ফ্রন্টের চিকিৎসকেরা ৷ তারা বলেন রাজ্যপালের সঙ্গে রাজভবনে তাঁরা কোনও বৈঠক করেননি ৷
চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দল গোড়া থেকেই আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে ৷ আমরা বারবার স্পষ্ট করে জানিয়েছি, হাথরস, কাটোয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছেন তাঁদের ক্ষমতা দখলের চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে দেব না ৷ এই দলের কয়েকজন স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন ৷ মহালয়ার দিন জুনিয়র চিকিৎসকরা তর্পণ করবে বলে ভুয়া খবর ছড়িয়েছে ৷ এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই ৷"