ETV Bharat / state

স্বাস্থ্যভবনে বৈঠকেও মেলেনি সদুত্তর, হতাশ জুনিয়ার ডাক্তাররা; জারি থাকছে আন্দোলন - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Swasthya Bhawan Abhiyan: স্বাস্থ্যভবনের সঙ্গে বৈঠকে মিলল না কোনও সুরাহা ৷ হতাশ হলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ চারদফা দাবি নিয়ে আন্দোলন জারি রাখার বার্তা তাঁদের ৷ বুধবার স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেন জুনিয়র ডাক্তাররা ৷

Swasthya Bhawan Abhiyan
আন্দোলনে জুনিয়ার ডাক্তারেরা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 7:42 PM IST

Updated : Aug 21, 2024, 9:34 PM IST

কলকাতা, 21 অগস্ট: স্বাস্থ্যভবনের সঙ্গে বৈঠকের পরেও মিলল না সদুত্তর । হতাশ হয়ে নিজেদের দাবি নিয়ে খালি হাতেই ফিরলেন আন্দোলনকারী জুনিয়ার ডাক্তারেরা । বুধবার স্বাস্থ্যভবন অভিযানে গিয়ে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠক করেন তাঁরা । এই বৈঠক শেষে চিকিৎসকেরা জানিয়েছেন, আগামিদিনে নিজেদের মধ্যে বৈঠক করে ঠিক হবে আন্দোলনের গতিপ্রকৃতি ৷ তবে বিচারের দাবিতে আন্দোলন তাঁরা চালিয়ে যাবেন ৷

হতাশ জুনিয়ার ডাক্তাররা (ইটিভি ভারত)

আন্দোলনরত জুনিয়ার ডাক্তার অনিকেত মাহাতো এ দিন স্বাস্থ্যভবন থেকে বেরিয়ে বলেন, "আমাদের চার রদফা দাবির তাদের কাছে কোনও সদুত্তর নেই ৷ সুপরিকল্পিত কোনও আশ্বাস দিতে পারেনি ৷ আমরা বিচারের দাবিতে এখনও অনড় ৷ পাশাপাশি আরজি করের ঘটনায় দোষীদের অবিলম্বে সামনে আনার দাবি জানাচ্ছি ৷"

বুধবার পশ্চিমবঙ্গ জুনিয়ার ডাক্তার মঞ্চের তরফে ডাক দেওয়া হয়েছিল স্বাস্থ্যভবন অভিযানের । সিজিও কমপ্লেক্স থেকে মিছিল শুরু হয় ৷ সেখান থেকে চিকিৎসকেরা যান স্বাস্থ্যভবনে । সেখানে তাঁদের একদল প্রতিনিধি যায় স্বাস্থ্যভবনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে । স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার এবং রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েকের সঙ্গে বৈঠক করেন জুনিয়ার ডাক্তারেরা ।

Swasthya Bhawan Abhiyan
স্বাস্থ্যভবনের সঙ্গে বৈঠকেও মিলল না সদুত্তর (নিজস্ব ছবি)

আন্দোলনকারীদের এই বৈঠকে প্রথম দাবি ছিল, আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাজ্যের কোনও সরকারি হাসপাতালে নিযুক্ত করা যাবে না । তাঁকে কোনও পদে রাখা যাবে না । এর পাশাপাশি সন্দীপকে সবার সামনে ক্ষমা চাইতে হবে । কিন্তু আন্দোলনকারীরা জানান, বিষয়টি আইনি হওয়ায় এই বিষয়ে স্বাস্থ্যভবন বর্তমানে হস্তক্ষেপ করতে রাজি নয় ।

Swasthya Bhawan Abhiyan
হতাশ জুনিয়ার ডাক্তারেরা (নিজস্ব ছবি)

তবে শুধুমাত্র সন্দীপ ঘোষ ছাড়াও এ দিন আন্দোলনকারীরা তৎকালীন ডিন অফ স্টুডেন্ট তথা বর্তমান সুপার বুলবুল মুখোপাধ্যায় এবং চেস্ট মেডিসিনের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীরও পদত্যাগের দাবি জানিয়েছেন । কিন্তু এই বিষয়েও কোনও রকম আশা দেখায়নি স্বাস্থ্যভবন বলে জানান আন্দোলনকারীরা । এমনকী বর্তমান অধ্যক্ষ সুহৃতা পাল কোথায়, সেই প্রশ্ন তাঁরা স্বাস্থ্যসচিবের কাছে করেন । যার উত্তর মেলেনি বলেই জানা গিয়েছে । তবে পরবর্তীকালে আন্দোলনকারীদের সঙ্গে আবার বৈঠকে বসতে চেয়েছেন স্বাস্থ্যসচিব বলেই জানা যাচ্ছে ।

কলকাতা, 21 অগস্ট: স্বাস্থ্যভবনের সঙ্গে বৈঠকের পরেও মিলল না সদুত্তর । হতাশ হয়ে নিজেদের দাবি নিয়ে খালি হাতেই ফিরলেন আন্দোলনকারী জুনিয়ার ডাক্তারেরা । বুধবার স্বাস্থ্যভবন অভিযানে গিয়ে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠক করেন তাঁরা । এই বৈঠক শেষে চিকিৎসকেরা জানিয়েছেন, আগামিদিনে নিজেদের মধ্যে বৈঠক করে ঠিক হবে আন্দোলনের গতিপ্রকৃতি ৷ তবে বিচারের দাবিতে আন্দোলন তাঁরা চালিয়ে যাবেন ৷

হতাশ জুনিয়ার ডাক্তাররা (ইটিভি ভারত)

আন্দোলনরত জুনিয়ার ডাক্তার অনিকেত মাহাতো এ দিন স্বাস্থ্যভবন থেকে বেরিয়ে বলেন, "আমাদের চার রদফা দাবির তাদের কাছে কোনও সদুত্তর নেই ৷ সুপরিকল্পিত কোনও আশ্বাস দিতে পারেনি ৷ আমরা বিচারের দাবিতে এখনও অনড় ৷ পাশাপাশি আরজি করের ঘটনায় দোষীদের অবিলম্বে সামনে আনার দাবি জানাচ্ছি ৷"

বুধবার পশ্চিমবঙ্গ জুনিয়ার ডাক্তার মঞ্চের তরফে ডাক দেওয়া হয়েছিল স্বাস্থ্যভবন অভিযানের । সিজিও কমপ্লেক্স থেকে মিছিল শুরু হয় ৷ সেখান থেকে চিকিৎসকেরা যান স্বাস্থ্যভবনে । সেখানে তাঁদের একদল প্রতিনিধি যায় স্বাস্থ্যভবনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে । স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার এবং রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েকের সঙ্গে বৈঠক করেন জুনিয়ার ডাক্তারেরা ।

Swasthya Bhawan Abhiyan
স্বাস্থ্যভবনের সঙ্গে বৈঠকেও মিলল না সদুত্তর (নিজস্ব ছবি)

আন্দোলনকারীদের এই বৈঠকে প্রথম দাবি ছিল, আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাজ্যের কোনও সরকারি হাসপাতালে নিযুক্ত করা যাবে না । তাঁকে কোনও পদে রাখা যাবে না । এর পাশাপাশি সন্দীপকে সবার সামনে ক্ষমা চাইতে হবে । কিন্তু আন্দোলনকারীরা জানান, বিষয়টি আইনি হওয়ায় এই বিষয়ে স্বাস্থ্যভবন বর্তমানে হস্তক্ষেপ করতে রাজি নয় ।

Swasthya Bhawan Abhiyan
হতাশ জুনিয়ার ডাক্তারেরা (নিজস্ব ছবি)

তবে শুধুমাত্র সন্দীপ ঘোষ ছাড়াও এ দিন আন্দোলনকারীরা তৎকালীন ডিন অফ স্টুডেন্ট তথা বর্তমান সুপার বুলবুল মুখোপাধ্যায় এবং চেস্ট মেডিসিনের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীরও পদত্যাগের দাবি জানিয়েছেন । কিন্তু এই বিষয়েও কোনও রকম আশা দেখায়নি স্বাস্থ্যভবন বলে জানান আন্দোলনকারীরা । এমনকী বর্তমান অধ্যক্ষ সুহৃতা পাল কোথায়, সেই প্রশ্ন তাঁরা স্বাস্থ্যসচিবের কাছে করেন । যার উত্তর মেলেনি বলেই জানা গিয়েছে । তবে পরবর্তীকালে আন্দোলনকারীদের সঙ্গে আবার বৈঠকে বসতে চেয়েছেন স্বাস্থ্যসচিব বলেই জানা যাচ্ছে ।

Last Updated : Aug 21, 2024, 9:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.