কলকাতা, 21 অগস্ট: স্বাস্থ্যভবনের সঙ্গে বৈঠকের পরেও মিলল না সদুত্তর । হতাশ হয়ে নিজেদের দাবি নিয়ে খালি হাতেই ফিরলেন আন্দোলনকারী জুনিয়ার ডাক্তারেরা । বুধবার স্বাস্থ্যভবন অভিযানে গিয়ে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠক করেন তাঁরা । এই বৈঠক শেষে চিকিৎসকেরা জানিয়েছেন, আগামিদিনে নিজেদের মধ্যে বৈঠক করে ঠিক হবে আন্দোলনের গতিপ্রকৃতি ৷ তবে বিচারের দাবিতে আন্দোলন তাঁরা চালিয়ে যাবেন ৷
আন্দোলনরত জুনিয়ার ডাক্তার অনিকেত মাহাতো এ দিন স্বাস্থ্যভবন থেকে বেরিয়ে বলেন, "আমাদের চার রদফা দাবির তাদের কাছে কোনও সদুত্তর নেই ৷ সুপরিকল্পিত কোনও আশ্বাস দিতে পারেনি ৷ আমরা বিচারের দাবিতে এখনও অনড় ৷ পাশাপাশি আরজি করের ঘটনায় দোষীদের অবিলম্বে সামনে আনার দাবি জানাচ্ছি ৷"
বুধবার পশ্চিমবঙ্গ জুনিয়ার ডাক্তার মঞ্চের তরফে ডাক দেওয়া হয়েছিল স্বাস্থ্যভবন অভিযানের । সিজিও কমপ্লেক্স থেকে মিছিল শুরু হয় ৷ সেখান থেকে চিকিৎসকেরা যান স্বাস্থ্যভবনে । সেখানে তাঁদের একদল প্রতিনিধি যায় স্বাস্থ্যভবনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে । স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার এবং রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েকের সঙ্গে বৈঠক করেন জুনিয়ার ডাক্তারেরা ।
আন্দোলনকারীদের এই বৈঠকে প্রথম দাবি ছিল, আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাজ্যের কোনও সরকারি হাসপাতালে নিযুক্ত করা যাবে না । তাঁকে কোনও পদে রাখা যাবে না । এর পাশাপাশি সন্দীপকে সবার সামনে ক্ষমা চাইতে হবে । কিন্তু আন্দোলনকারীরা জানান, বিষয়টি আইনি হওয়ায় এই বিষয়ে স্বাস্থ্যভবন বর্তমানে হস্তক্ষেপ করতে রাজি নয় ।
তবে শুধুমাত্র সন্দীপ ঘোষ ছাড়াও এ দিন আন্দোলনকারীরা তৎকালীন ডিন অফ স্টুডেন্ট তথা বর্তমান সুপার বুলবুল মুখোপাধ্যায় এবং চেস্ট মেডিসিনের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীরও পদত্যাগের দাবি জানিয়েছেন । কিন্তু এই বিষয়েও কোনও রকম আশা দেখায়নি স্বাস্থ্যভবন বলে জানান আন্দোলনকারীরা । এমনকী বর্তমান অধ্যক্ষ সুহৃতা পাল কোথায়, সেই প্রশ্ন তাঁরা স্বাস্থ্যসচিবের কাছে করেন । যার উত্তর মেলেনি বলেই জানা গিয়েছে । তবে পরবর্তীকালে আন্দোলনকারীদের সঙ্গে আবার বৈঠকে বসতে চেয়েছেন স্বাস্থ্যসচিব বলেই জানা যাচ্ছে ।