কলকাতা, 17 সেপ্টেম্বর: অঝোরে পড়ছে বৃষ্টি ৷ বাড়ির সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উল্টোদিকে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা ৷ বৈঠকের শর্ত নিয়ে টানাপোড়েন চলছে তখন ৷ সেই সময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘বৈঠক না করুন, এক কাপ চা খেয়ে যান ৷’’ ‘সবিনয়ে’ সেই প্রস্তাব খারিজ করে আসেন জুনিয়র ডাক্তাররা ৷ শনিবার তাঁদের এই ‘প্রত্যাখান’ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ৷ তাঁদের সিদ্ধান্তের প্রশংসা করেন অনেকে ৷
তবে সোমবার অবশ্য পরিস্থিতি ছিল ভিন্ন ৷ বৃষ্টি তো ছিলই না ৷ তার উপর মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের বৈঠকও হয়েছে রুদ্ধদ্বার ৷ সেখানে কি তাঁদের চা খাওয়ার কথা বলা হয়েছিল ? সেই প্রস্তাব কি গ্রহণ করেছিলেন জুনিয়র ডাক্তাররা ? বৈঠক শেষের পর নানা প্রশ্নের সঙ্গে, এই প্রশ্নগুলোও ঘুরছিল বিভিন্ন মহলে ৷
মঙ্গলবার এই প্রশ্নগুলির উত্তর নিজেরাই দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ এক জুনিয়র ডাক্তারের কথায়, "আমরা শুনেছিলাম আরও বেশ কিছু ব্যবস্থা ছিল । তবে আমরা সেগুলো কিছুই গ্রহণ করিনি । আগের দিনের মতো আমরা এবারও চা খাইনি । শুধুমাত্র জল খেতে চেয়েছি । আমাদের দাবি পূরণ হলে, তখন আমরা নিশ্চয়ই গ্রহণ করব ।"
এই নিয়ে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে সোশাল মিডিয়ায় একটি পোস্টও করা হয় ৷ সেখানে লেখা হয়, ‘‘কিছু দাবি মানা হল, কিছু মানা হল না । কিছু কথা বলা গেল, কিছু বলা গেল না । আন্দোলনের ভবিষ্যৎ এখনও আলোচনার সম্ভাবনাময় সকালের অপেক্ষায় রইল । আগেরদিন মিটিং না করে চা খেতে বলা হয়েছিল, সেদিন সাদরে প্রত্যাখ্যান করেছিলাম । আজ মিটিং করার সময়ও চা খেতে বলা হল, আজও তার ব্যতিক্রম হয়নি ।’’
উল্লেখ্য, জুনিয়র ডাক্তাররা পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন ৷ সেই দাবি নিয়ে আলোচনায় রাজ্যের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ঘিরে গত কয়েকদিন ধরে টানাপোড়েন চলছিল ৷ প্রথমে জুনিয়র ডাক্তাররা বৈঠকের লাইভ স্ট্রিমিং নিয়ে অনড় ছিলেন ৷ বৈঠকের জন্য নবান্নে পৌঁছে গিয়েও তাঁরা ফিরে আসেন ৷ তার পর গত শনিবার ভিডিয়োগ্রাফি নিয়ে টানাপোড়েনের জেরে বৈঠক ভেস্তে যায় ৷
বৃষ্টিতে ভিজে, পুলিশের তরফে দেওয়া ছাতা, মুখ্যমন্ত্রীর চা খাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে সেদিন খালি হাতেই ফিরতে হয়েছিল জুনিয়র ডাক্তারদের ৷ সোমবার যখন আলোচনায় ফের তাঁদের ডাকা হয়, তখনও এর ফলাফল কী হবে, তা নিয়েও ধোঁয়াশা ছিল ৷ শেষ পর্যন্ত বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের কিছু দাবি মানা হয়েছে ৷ আবার কিছু নিয়ে এখনও আলোচনার অবকাশ রয়েছে বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা ৷ বিশেষ করে তাঁদের পাঁচ দফা দাবির চার ও পাঁচ নম্বর বিষয়ে বিশেষ আলোচনা হয়নি বলেই সূত্রের খবর ।
এই নিয়ে কি তাহলে আবার বৈঠকে বসবে দু’পক্ষ ৷ সেই বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ তবে বৈঠক যদি হয়, তাহলে জুনিয়র ডাক্তাররা আবারও চায়ের আবেদন ফেরান, নাকি গ্রহণ করেন, সেটাই দেখার !