কলকাতা, 29 জুন: কনটেমপোরারি জুডিশিয়াল ডেভলপমেন্টস নিয়ে বিশেষ সম্মেলনে বিচারব্যবস্থাকে রাজনৈতিক পক্ষপাতিত্ব থেকে দূরে রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমিতে আয়োজিত এই সম্মেলনে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় উপস্থিত ছিলেন ৷ তাঁর সামনেই মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, বিচারব্যবস্থা যেন কোনওভাবেই রাজনৈতিক পক্ষপাতদুষ্ট না হয় ৷
মমতা এদিন তাঁর বক্তব্যের আগেই বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত সকলের কাছেই ক্ষমা চেয়ে নেন ৷ জানান, তিনি কারওকে আঘাত বা ছোট করার জন্য এই কথা বলছেন না ৷ মমতা বলেন, "এই সম্মেলনে বিচারব্যবস্থার সঙ্গে জড়িত যাঁরা এসেছেন, তাঁরা আমাদের দেশের তথা বিশ্বের সম্পদ ৷ তবে, আপনাদের সবার কাছে আমার বিনম্র অনুরোধ ! তার আগে আমি আপনাদের সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি ৷ আমার কাউকে অপদস্থ বা ছোট করা উদ্দেশ্য নেই ৷ কিন্তু, আমার বিনম্র নিবেদন, দয়া করে দেখবেন যাতে বিচারব্যবস্থায় কোনওরকম রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকে !"
মমতার কথায়, "বিচারব্যবস্থা একেবার শুদ্ধ, সৎ, পবিত্র হওয়া উচিত ৷ মানুষ যেন সর্বদা বিচারব্যবস্থাকে পুজো করে !" মুখ্য়মন্ত্রীর এই বক্তব্যের সময় দেশের প্রধান বিচারপতিকে দেখা যায়, তাঁর দিকে ঘুরে তাকাতে ৷ সেই সময় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মঞ্চে উপস্থিত ছিলেন ৷ তিনি মুখ্যমন্ত্রীর দিকে ফিরে তাকান, তাঁর বক্তব্য শুনে ৷
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের একাধিক মামলার রায়ের ক্ষেত্রে বিচারপতিদের একাংশের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাবের অভিযোগ করেছিলেন মমতা ৷ সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপির টিকিটে প্রার্থী হওয়ার পর, মমতা বিচারব্যবস্থায় রাজনৈতিক প্রভাবের তত্ত্বকে আরও জোড়াল করে তোলেন ৷ যদিও, আজকের সম্মেলনে তিনি কোনও রাজনৈতিক মন্তব্য বা কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে কোনও কথা বলেননি ৷ তবে, অতীতে বিজেপির বিরুদ্ধে দেশের বিচারব্যবস্থায় রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তিনি করেছিলেন ৷
আর আজকে কনটেমপোরারি জুডিশিয়াল ডেভেলপমেন্টস নিয়ে বিশেষ সম্মেলনে, দেশের প্রধান বিচারপতির সামনে মমতা বন্দ্যোপাধ্যায়, বিচারব্যবস্থাকে রাজনৈতিক পক্ষপাতিত্বের থেকে দূরে রাখার আহ্বান জানালেন ৷