ETV Bharat / state

অনশনে পরিস্থিতি গুরুতর, হস্তক্ষেপের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসক সংগঠনের

জুনিয়র ডাক্তারদের অনশন চলছে ৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসক সংগঠনের ৷ মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে হস্তক্ষেপের দাবি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

DOCTORS HUNGER STRIKE
মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসক সংগঠনের (ইটিভি ভারত)

কলকাতা, 11 অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিঠি দিলেন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস । অনশনকারী জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে সমস্যার সমাধানের অনুরোধ করেছে তারা ।

চিঠিতে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের তরফে বর্তমান পরিস্থিতি সমাধানের জন্য অবিলম্বে হস্তক্ষেপ করার অনুরোধ করা হয়েছে ৷ জুনিয়র ডাক্তারদের দাবিগুলি অবিলম্বে সমাধান সূত্র বের করারও অনুরোধ করা হয়েছে ৷ পাশাপাশি জানানো হয়েছে যে অনশেনের জেরে পরিস্থিতি গুরুতর ৷ ভয়াবহ পরিণতির দিকে তা যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে ৷

Doctors Hunger Strike
হাসপাতালে অনিকেত মাহাতো (নিজস্ব চিত্র)

এদিকে আইএমএ-র তরফেও চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে । একই কথা তুলে ধরেছে তারাও । অন্যদিকে শুক্রবার দিল্লি থেকে আইএমএ-র জাতীয় সভাপতি আসছেন কলকাতায় । তিনি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং ধর্মতলার ধরনা মঞ্চে যেতে পারেন ।

গত শনিবার থেকে ধর্মতলায় অনশন করছেন জুনিয়র ডাক্তাররা ৷ আরজি কর-কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যাঁরা সামনের সারিতে ছিলেন, তাঁদের মধ্যে একজন অনিকেত মাহাতোও এই অনশনে সামিল হয়েছিলেন ৷ বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷ তার পর তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷

DOCTORS HUNGER STRIKE
মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসক সংগঠনের (নিজস্ব চিত্র)

শুক্রবার অধ্যাপক চিকিৎসক সোমা মুখোপাধ্যায় জানান, অনিকেতের শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে ৷ অনিকেত চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৷ সোমা মুখোপাধ্যায় বলেন, ‘‘(অনিকেতের) শরীরে কিটোনের মাত্রা কমেছে । আগে শরীরে কিটোনের মাত্রা ছিল চারের বেশি । যেটা কমে আজ এসেছে তিনে ।’’

তিনি আরও বলেন, ‘‘যেভাবে ওকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তার থেকে এখন শারীরিক অবস্থা উন্নতি হয়েছে । উঠে বসতে পারছে । জ্বর নেই, পালস রেট ঠিক আছে । তবে এখনই সিসিইউ থেকে বার করা হবে না ।’’

কলকাতা, 11 অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিঠি দিলেন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস । অনশনকারী জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে সমস্যার সমাধানের অনুরোধ করেছে তারা ।

চিঠিতে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের তরফে বর্তমান পরিস্থিতি সমাধানের জন্য অবিলম্বে হস্তক্ষেপ করার অনুরোধ করা হয়েছে ৷ জুনিয়র ডাক্তারদের দাবিগুলি অবিলম্বে সমাধান সূত্র বের করারও অনুরোধ করা হয়েছে ৷ পাশাপাশি জানানো হয়েছে যে অনশেনের জেরে পরিস্থিতি গুরুতর ৷ ভয়াবহ পরিণতির দিকে তা যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে ৷

Doctors Hunger Strike
হাসপাতালে অনিকেত মাহাতো (নিজস্ব চিত্র)

এদিকে আইএমএ-র তরফেও চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে । একই কথা তুলে ধরেছে তারাও । অন্যদিকে শুক্রবার দিল্লি থেকে আইএমএ-র জাতীয় সভাপতি আসছেন কলকাতায় । তিনি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং ধর্মতলার ধরনা মঞ্চে যেতে পারেন ।

গত শনিবার থেকে ধর্মতলায় অনশন করছেন জুনিয়র ডাক্তাররা ৷ আরজি কর-কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যাঁরা সামনের সারিতে ছিলেন, তাঁদের মধ্যে একজন অনিকেত মাহাতোও এই অনশনে সামিল হয়েছিলেন ৷ বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ৷ তার পর তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷

DOCTORS HUNGER STRIKE
মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসক সংগঠনের (নিজস্ব চিত্র)

শুক্রবার অধ্যাপক চিকিৎসক সোমা মুখোপাধ্যায় জানান, অনিকেতের শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে ৷ অনিকেত চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৷ সোমা মুখোপাধ্যায় বলেন, ‘‘(অনিকেতের) শরীরে কিটোনের মাত্রা কমেছে । আগে শরীরে কিটোনের মাত্রা ছিল চারের বেশি । যেটা কমে আজ এসেছে তিনে ।’’

তিনি আরও বলেন, ‘‘যেভাবে ওকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তার থেকে এখন শারীরিক অবস্থা উন্নতি হয়েছে । উঠে বসতে পারছে । জ্বর নেই, পালস রেট ঠিক আছে । তবে এখনই সিসিইউ থেকে বার করা হবে না ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.