ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ধরনা, তাই বঞ্চিত চাকরিপ্রার্থীদের বিক্ষোভ মঞ্চ থেকে আটক করল পুলিশ - Job aspirants detained

Job aspirants detained: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা কর্মসূচি রয়েছে ৷ তাই আজ বঞ্চিত চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে বসতে দেওয়া হল না ৷ তাঁরা ধরনায় বসার ব্যাপারে অনড় থাকায়, তাঁদের আটক করেছে পুলিশ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 1:07 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: হকের চাকরির দাবিতে 526 দিন ধরে মাতঙ্গিনী মূর্তির কাছে ধরনা অবস্থান চালাচ্ছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা । আর তার অদূরেই আজ থেকে মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন ৷ সেই কারণে গতকাল থেকেই বঞ্চিত চাকরিপ্রার্থীদের ধরনায় বসতে নিষেধ করে পুলিশ। তিন দিন তাঁদের মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চের ধারে-কাছে বসতে মানা করা হয় । পুলিশের সেই নির্দেশ তোয়াক্কা না করেই চাকরিপ্রার্থীরা তাঁদের ন্যায্য দাবিতে রোজকার দিনের মতোই আজও ধরনায় বসার জন্য হাজির হন । তবে সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের বিরাট বাহিনী এসে তাঁদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে আটক করে নিয়ে যায় লালবাজারে ৷ এমনই অভিযোগ বঞ্চিত আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ।

আন্দোলনকারীদের অভিযোগ, তাঁরা 526 দিন ধরে আদালতের নির্দেশেই খোলা আকাশের তলায় রোদ, ঝড়, জল, বর্ষা, ঠান্ডা উপেক্ষা করে নিজেদের হকের চাকরি পাওয়ার দাবিতে অবস্থান চালিয়ে যাচ্ছেন । যতদিন না তাঁরা চাকরি পাচ্ছেন, ততদিন তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন । উল্লেখ্য, চাকরিপ্রার্থীদের ধরনামঞ্চের কাছেই আম্বেদকর মূর্তির পাদদেশে আজ থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে 48 ঘণ্টার জন্য ধরনায় বসছেন । চাকরিপ্রার্থীদের যুক্তি, কেন্দ্রের থেকে যেমন বকেয়া প্রাপ্য মেটানোর দাবি সঠিক, তেমনই তাঁদেরও হকের চাকরি তাঁরা চাইছেন সেই দাবিও সঠিক । তাহলে তাঁদের কেন ধরনায় বসতে বাধা দিচ্ছে পুলিশ ? এই প্রশ্নই তুলেছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা ।

এ দিন নিয়মমাফিক 25 জন চাকরিপ্রার্থী ধরনায় বসতে এসেছিলেন । প্রথম আসা 10 জনকে মুহূর্তের মধ্যে ঘিরে ধরে কলকাতা পুলিশের বাহিনী । তাঁদের জানানো হয়, সেখানে তাঁরা বসতে পারবেন না তিন দিন ৷ তাঁদের আগে থেকেই এটা জানিয়েছিল কলকাতা পুলিশ । তবে আন্দোলনকারীরা অনড় মনোভাব দেখালে তাঁদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে ৷ তখনই চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে টেনে তোলে পুলিশ । তাঁদের আটক করে লালবাজার সেন্ট্রাল লকআপে রাখা হয়েছে । এই ঘটনায় বাকি বঞ্চিত চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ।

আরও পড়ুন:

  1. বকেয়ার দাবিতে আজ থেকে রেড রোডে 48 ঘণ্টার ধরনায় মুখ্যমন্ত্রী
  2. তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চ, দুই বর্ধমানের সংগঠনিক বৈঠক হতে পারে রাজপথেই
  3. ভোর হতেই নবান্নের দরজায় ডিএ আন্দোলনকারীরা, ধরনায় বসা নিয়ে পুলিশের সঙ্গে বচসা

কলকাতা, 2 ফেব্রুয়ারি: হকের চাকরির দাবিতে 526 দিন ধরে মাতঙ্গিনী মূর্তির কাছে ধরনা অবস্থান চালাচ্ছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা । আর তার অদূরেই আজ থেকে মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন ৷ সেই কারণে গতকাল থেকেই বঞ্চিত চাকরিপ্রার্থীদের ধরনায় বসতে নিষেধ করে পুলিশ। তিন দিন তাঁদের মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চের ধারে-কাছে বসতে মানা করা হয় । পুলিশের সেই নির্দেশ তোয়াক্কা না করেই চাকরিপ্রার্থীরা তাঁদের ন্যায্য দাবিতে রোজকার দিনের মতোই আজও ধরনায় বসার জন্য হাজির হন । তবে সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের বিরাট বাহিনী এসে তাঁদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে আটক করে নিয়ে যায় লালবাজারে ৷ এমনই অভিযোগ বঞ্চিত আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ।

আন্দোলনকারীদের অভিযোগ, তাঁরা 526 দিন ধরে আদালতের নির্দেশেই খোলা আকাশের তলায় রোদ, ঝড়, জল, বর্ষা, ঠান্ডা উপেক্ষা করে নিজেদের হকের চাকরি পাওয়ার দাবিতে অবস্থান চালিয়ে যাচ্ছেন । যতদিন না তাঁরা চাকরি পাচ্ছেন, ততদিন তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন । উল্লেখ্য, চাকরিপ্রার্থীদের ধরনামঞ্চের কাছেই আম্বেদকর মূর্তির পাদদেশে আজ থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে 48 ঘণ্টার জন্য ধরনায় বসছেন । চাকরিপ্রার্থীদের যুক্তি, কেন্দ্রের থেকে যেমন বকেয়া প্রাপ্য মেটানোর দাবি সঠিক, তেমনই তাঁদেরও হকের চাকরি তাঁরা চাইছেন সেই দাবিও সঠিক । তাহলে তাঁদের কেন ধরনায় বসতে বাধা দিচ্ছে পুলিশ ? এই প্রশ্নই তুলেছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা ।

এ দিন নিয়মমাফিক 25 জন চাকরিপ্রার্থী ধরনায় বসতে এসেছিলেন । প্রথম আসা 10 জনকে মুহূর্তের মধ্যে ঘিরে ধরে কলকাতা পুলিশের বাহিনী । তাঁদের জানানো হয়, সেখানে তাঁরা বসতে পারবেন না তিন দিন ৷ তাঁদের আগে থেকেই এটা জানিয়েছিল কলকাতা পুলিশ । তবে আন্দোলনকারীরা অনড় মনোভাব দেখালে তাঁদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে ৷ তখনই চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে টেনে তোলে পুলিশ । তাঁদের আটক করে লালবাজার সেন্ট্রাল লকআপে রাখা হয়েছে । এই ঘটনায় বাকি বঞ্চিত চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ।

আরও পড়ুন:

  1. বকেয়ার দাবিতে আজ থেকে রেড রোডে 48 ঘণ্টার ধরনায় মুখ্যমন্ত্রী
  2. তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চ, দুই বর্ধমানের সংগঠনিক বৈঠক হতে পারে রাজপথেই
  3. ভোর হতেই নবান্নের দরজায় ডিএ আন্দোলনকারীরা, ধরনায় বসা নিয়ে পুলিশের সঙ্গে বচসা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.