কলকাতা, 2 ফেব্রুয়ারি: হকের চাকরির দাবিতে 526 দিন ধরে মাতঙ্গিনী মূর্তির কাছে ধরনা অবস্থান চালাচ্ছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা । আর তার অদূরেই আজ থেকে মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন ৷ সেই কারণে গতকাল থেকেই বঞ্চিত চাকরিপ্রার্থীদের ধরনায় বসতে নিষেধ করে পুলিশ। তিন দিন তাঁদের মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চের ধারে-কাছে বসতে মানা করা হয় । পুলিশের সেই নির্দেশ তোয়াক্কা না করেই চাকরিপ্রার্থীরা তাঁদের ন্যায্য দাবিতে রোজকার দিনের মতোই আজও ধরনায় বসার জন্য হাজির হন । তবে সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের বিরাট বাহিনী এসে তাঁদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে আটক করে নিয়ে যায় লালবাজারে ৷ এমনই অভিযোগ বঞ্চিত আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ।
আন্দোলনকারীদের অভিযোগ, তাঁরা 526 দিন ধরে আদালতের নির্দেশেই খোলা আকাশের তলায় রোদ, ঝড়, জল, বর্ষা, ঠান্ডা উপেক্ষা করে নিজেদের হকের চাকরি পাওয়ার দাবিতে অবস্থান চালিয়ে যাচ্ছেন । যতদিন না তাঁরা চাকরি পাচ্ছেন, ততদিন তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন । উল্লেখ্য, চাকরিপ্রার্থীদের ধরনামঞ্চের কাছেই আম্বেদকর মূর্তির পাদদেশে আজ থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে 48 ঘণ্টার জন্য ধরনায় বসছেন । চাকরিপ্রার্থীদের যুক্তি, কেন্দ্রের থেকে যেমন বকেয়া প্রাপ্য মেটানোর দাবি সঠিক, তেমনই তাঁদেরও হকের চাকরি তাঁরা চাইছেন সেই দাবিও সঠিক । তাহলে তাঁদের কেন ধরনায় বসতে বাধা দিচ্ছে পুলিশ ? এই প্রশ্নই তুলেছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা ।
এ দিন নিয়মমাফিক 25 জন চাকরিপ্রার্থী ধরনায় বসতে এসেছিলেন । প্রথম আসা 10 জনকে মুহূর্তের মধ্যে ঘিরে ধরে কলকাতা পুলিশের বাহিনী । তাঁদের জানানো হয়, সেখানে তাঁরা বসতে পারবেন না তিন দিন ৷ তাঁদের আগে থেকেই এটা জানিয়েছিল কলকাতা পুলিশ । তবে আন্দোলনকারীরা অনড় মনোভাব দেখালে তাঁদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে ৷ তখনই চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে টেনে তোলে পুলিশ । তাঁদের আটক করে লালবাজার সেন্ট্রাল লকআপে রাখা হয়েছে । এই ঘটনায় বাকি বঞ্চিত চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ।
আরও পড়ুন: