ETV Bharat / state

পাঁচ বছর পর প্রাপ্য পদক হাতে পেলেন জলপাইগুড়ির পুলিশ আধিকারিকরা - West Bengal Police

Police Medal: পুলিশ মেডেল পেলেন জলপাইগুড়ি জেলা পুলিশের 6 জন আধিকারিক ৷ 2018, 2019, 2020, 2021 সালের পদক 2024 সালে প্রাপকদের হাতে তুলে দেওয়া হল ৷ মেডেল তুলে দিলেন জলপাইগুড়ির পুলিশ সুপার ৷

Police Medal
পুলিশ মেডেল
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 12:53 PM IST

জলপাইগুড়ি, 1 মে: পাঁচ বছর পর মেডেল পেলেন রাজ্য পুলিশের আধিকারিকরা। পুলিশ মেডেল পেলেন জলপাইগুড়ি জেলা পুলিশের 6 জন আধিকারিক ৷ 2018, 2019, 2020, 2021 সালের পদক 2024 সালে প্রাপকদের হাতে তুলে দেওয়া হল। যাঁরা কর্মরত অবস্থায় রাজ্য পুলিশের পদক পেয়েছিলেন তাঁদের মধ্যে দু'জন ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন। মৃত্যুও হয়েছে একজনের। বুধবার জলপাইগুড়ি পুলিশ লাইনের এক অনুষ্ঠানে প্রাপকদের হাতে পদক তুলে দেন পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গণপত ৷

সেবা পদক পেয়েছেন 5 জন পুলিশ আধিকারিক এবং নিষ্ঠা পদক পেয়েছেন একজন পুলিশ আধিকারিক । 6 জনের মধ্যে অবসর নিয়েছেন একজন পুলিশ আধিকারিক ৷ আর একজন অবসরের পরে মারা গিয়েছেন। বাকিরা জেলার বিভিন্ন থানায় এখনও কর্মরত অবস্থায় রয়েছেন। 2019 সালে এসআই দিলীপ কুমার সরকার সেবা পদক পেয়েছিলেন । চাকরি থেকে অবসর নেওয়ার পর মৃত্যু হয়েছে তাঁর । তাই তাঁর পরিবারের হাতে এদিন পদক তুলে দেন পুলিশ সুপার ৷

2020 সালের নিষ্ঠাপদক পেলেন প্রাক্তন পুলিশ অফিসার গৌতম মুখোপাধ্যায় ৷ বর্তমানে নাগরাকাটা থানার আইসি হিসেবে কর্মরত কৌশিক কর্মকার ও মেটেলি থানার আইসি মৃগমা লেপচা 2021 সালের সেবা পদক পেলেন ৷ অন্যদিকে, এএসআই তরিৎ সরকার 2018 সালের সেবা পদক, এএসআই পঙ্কজ ভৌমিক 2021 সালের সেবা পদক দিয়ে রাজ্য পুলিশের তরফে সম্মানিত করা হয় ৷

অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক গৌতম মুখোপাধ্যায় বলেন, "2020 সালে আমার এই পদক প্রাপ্তির নাম ঘোষণা হয়েছিল। তখন জলপাইগুড়ি পুলিশের রিজার্ভ অফিসার হিসেবে কর্মরত ছিলাম। এখন অবসর গ্রহণ করেছি। এই পদক মুখ্যমন্ত্রী নিজে দিয়ে থাকেন ৷ কিন্তু ভোটের কাজে তিনি ব্যস্ত থাকায় জেলা পুলিশ সুপার আমাদের হাতে পদকগুলো তুলে দিলেন। চাকরিরত অবস্থায় মুখ্যমন্ত্রীর হাত থেকে পদক নিলে আরও ভালো লাগত ।" জেলার পুলিশ সুপার বলেন, "যাঁরা পুলিশের চাকরি নিষ্ঠা সহকারে 25 বছর কাজ করেছেন তাঁদের নিষ্ঠাপদক দেওয়া হল । যাঁরা দীর্ঘদিন ধরে পুলিশে হিসেবে সমাজের সেবা করে গিয়েছেন তাঁদের সেবা পদক দেওয়া হল ।"

আরও পড়ুন:

জলপাইগুড়ি, 1 মে: পাঁচ বছর পর মেডেল পেলেন রাজ্য পুলিশের আধিকারিকরা। পুলিশ মেডেল পেলেন জলপাইগুড়ি জেলা পুলিশের 6 জন আধিকারিক ৷ 2018, 2019, 2020, 2021 সালের পদক 2024 সালে প্রাপকদের হাতে তুলে দেওয়া হল। যাঁরা কর্মরত অবস্থায় রাজ্য পুলিশের পদক পেয়েছিলেন তাঁদের মধ্যে দু'জন ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন। মৃত্যুও হয়েছে একজনের। বুধবার জলপাইগুড়ি পুলিশ লাইনের এক অনুষ্ঠানে প্রাপকদের হাতে পদক তুলে দেন পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গণপত ৷

সেবা পদক পেয়েছেন 5 জন পুলিশ আধিকারিক এবং নিষ্ঠা পদক পেয়েছেন একজন পুলিশ আধিকারিক । 6 জনের মধ্যে অবসর নিয়েছেন একজন পুলিশ আধিকারিক ৷ আর একজন অবসরের পরে মারা গিয়েছেন। বাকিরা জেলার বিভিন্ন থানায় এখনও কর্মরত অবস্থায় রয়েছেন। 2019 সালে এসআই দিলীপ কুমার সরকার সেবা পদক পেয়েছিলেন । চাকরি থেকে অবসর নেওয়ার পর মৃত্যু হয়েছে তাঁর । তাই তাঁর পরিবারের হাতে এদিন পদক তুলে দেন পুলিশ সুপার ৷

2020 সালের নিষ্ঠাপদক পেলেন প্রাক্তন পুলিশ অফিসার গৌতম মুখোপাধ্যায় ৷ বর্তমানে নাগরাকাটা থানার আইসি হিসেবে কর্মরত কৌশিক কর্মকার ও মেটেলি থানার আইসি মৃগমা লেপচা 2021 সালের সেবা পদক পেলেন ৷ অন্যদিকে, এএসআই তরিৎ সরকার 2018 সালের সেবা পদক, এএসআই পঙ্কজ ভৌমিক 2021 সালের সেবা পদক দিয়ে রাজ্য পুলিশের তরফে সম্মানিত করা হয় ৷

অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক গৌতম মুখোপাধ্যায় বলেন, "2020 সালে আমার এই পদক প্রাপ্তির নাম ঘোষণা হয়েছিল। তখন জলপাইগুড়ি পুলিশের রিজার্ভ অফিসার হিসেবে কর্মরত ছিলাম। এখন অবসর গ্রহণ করেছি। এই পদক মুখ্যমন্ত্রী নিজে দিয়ে থাকেন ৷ কিন্তু ভোটের কাজে তিনি ব্যস্ত থাকায় জেলা পুলিশ সুপার আমাদের হাতে পদকগুলো তুলে দিলেন। চাকরিরত অবস্থায় মুখ্যমন্ত্রীর হাত থেকে পদক নিলে আরও ভালো লাগত ।" জেলার পুলিশ সুপার বলেন, "যাঁরা পুলিশের চাকরি নিষ্ঠা সহকারে 25 বছর কাজ করেছেন তাঁদের নিষ্ঠাপদক দেওয়া হল । যাঁরা দীর্ঘদিন ধরে পুলিশে হিসেবে সমাজের সেবা করে গিয়েছেন তাঁদের সেবা পদক দেওয়া হল ।"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.