জলপাইগুড়ি, 6 সেপ্টেম্বর: থ্রেট কালচারের অভিযোগ উঠেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ তাই ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে বৈঠকে বসলেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিকিৎসক প্রবীর দেব। জানালেন, জলপাইগুড়ি গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কোনওভাবেই থ্রেট কালচার বরদাস্ত নয়। আর তা যাতে না-আসে তাই কমিটি গঠন করে মনিটরিং করা হবে।
শুক্রবার জলপাইগুড়ি কলেজের অধ্যক্ষের অফিসে মেডিক্যাল কলেজের সমস্ত হেড অফ দ্য ডিপার্মেন্ট ও ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে বৈঠক হয়।বৈঠকে কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে বা কী কী উদ্যোগ নিলে ভালো হয় সেবিষয়ে আলোচনা হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের থ্রেট কালচারের ঘটনা প্রকাশ্যে এসেছে। নাম জড়িয়েছে, উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য তথা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সদস্য অভিক দের নাম।
ছাত্রদের থ্রেট কালচারে আন্দোলনে ডিন পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই 'অভিক দে'কে স্বাস্থ্য দফতর সাসপেন্ড করেছে।নতুন মেডিক্যাল কলেজ হওয়ার কারণে যাতে জলপাইগুড়িতে কোনও থ্রেট কালচারের জন্ম নিতে না-পারে সে কারণেই তড়িঘড়ি বৈঠকে বসল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রবীর দেব বলেন, "হাসপাতালের ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে হাসপাতালের নিরাপত্তা ও সিসিটিভি ক্যামেরার পরিকাঠামো নিয়ে আলোচনা হল। জলপাইগুড়ি নতুন মেডিক্যাল কলেজ তাই আমরা চেষ্টা করব তাই এখানে যাতে কোনওভাবেই শুরুতে থ্রেট কালচার না-আসে। ছাত্ররা যাতে ভালো ডাক্তার হতে পারে। আমরা নতুন ছাত্রছাত্রীদের নিয়ে কাউন্সিলিং করব। তাঁদের পরিবারের সঙ্গেও কথা বলব। যাতে তাঁরাও কোনওভাবে বিপদে না-পড়ে। এই বিষয়গুলি দেখতে আমরা মনিটরিং টিমকে উজ্জীবিত করব।"