জলপাইগুড়ি, 12 সেপ্টেম্বর: আড়ম্বর কমিয়ে পুজো কমিটিগুলোকে আরজি করের ঘটনার বিরুদ্ধে আন্দোলনে সামিল হতে আবেদন করল আইএমএ-র জলপাইগুড়ি শাখা। একমাস হয়ে গেলেও আইএমএ জলপাইগুড়ি আরজি কর কাণ্ডে কোনও পদক্ষেপ নেয়নি ৷ তবে এবার প্রথম কর্মসূচি নিতে চলেছে ৷ এমনটাই জানিয়েছেন আইএমএ-এর প্রাক্তন সম্পাদক ডাঃ পান্থ দাসগুপ্ত ।
আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই জলপাইগুড়ি শাখার সম্পাদক ডাঃ সুশান্ত কুমার রায়, যুগ্ম সম্পাদক ডাঃ সৌত্রিক রায় ও সহ সভাপতি ডাঃ অভীক দে-র নাম জড়িয়েছে । আইএমএ বেঙ্গল শাখা সুশান্ত কুমার রায় ও ডাঃ অভীক দে-কে সাসপেন্ড করেছে । এই বিষয়ে জলপাইগুড়ি আইএমএ-এর প্রাক্তন সম্পাদক ডাঃ পান্থ দাসগুপ্ত বলেন, "প্রথম কর্মসূচি হিসেবে আগামী রবিবার সন্ধ্যায় আরজি করে নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে আমরা নামছি । চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যক্ষেত্রে যুক্ত ছাত্রছাত্রীরা মিছিল করে বিচারের দাবি জানাবেন। আমরা এখনও বিচার পাইনি ৷ এখনও আইএমএ জলপাইগুড়ির পুজো কমিটিগুলোকে বার্তা পাঠাবে পুজোর আড়ম্বর সংক্ষিপ্ত করে যাতে তারা সুবিচারের দাবিতে আমাদের যে আন্দোলন সেই আন্দোলনে প্রতীকী অংশগ্রহণ করুন ।"
ডাঃ পান্থ দাসগুপ্ত আরও বলেন, "আমাদের আইএমএ জলপাইগুড়ি শাখার কর্মসূচি ও ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল । তাই আমরা আগামী রবিবার রাত আটটায় আরজি করে বিচারের দাবিতে শহরে মিছিল পরিক্রমা করব। সেখানে সবাইকে আহ্বান করা হবে। আজই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গতকাল রাতের আইএমএ জলপাইগুড়ি শাখার সিদ্ধান্তকে পাঠানো হয়েছে ।"
এর আগে আইএমএ জলপাইগুড়ি শাখার সভাপতি ডা: নিতাই মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি বৈঠক হয়। বৈঠকের পরেই সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, আরজি কর-কাণ্ডে সুশান্ত কুমার রায় ও তাঁর ছেলে সৌত্রিক রায় ও অভিক দের নাম জড়ানোর পরেই আজ সভা ডেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷