ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানস্থলে তোরণ ভেঙে গুরুতর জখম দুই - Gate Collapses in Mamata Event - GATE COLLAPSES IN MAMATA EVENT

Gate Collapses in Mamata's Event: আজ, বুধবার (24 জুলাই) মহানায়ক উত্তম কুমারের 44তম প্রয়াণ বার্ষিকী ৷ সেই উপলক্ষ্যে রাজ্য সরকারের তরফে কলকাতার ধনধান্যে অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার ৷ সেই অনুষ্ঠানের আগেই বিপত্তি ঘটল সেখানে ৷ ভেঙে পড়ল তোরণ ৷ গুরুতর জখম দু’জন ভর্তি হাসপাতালে ৷

Temporary Gate Collapses
মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানস্থলে তোরণ ভেঙে গুরুতর জখম দুই (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 5:17 PM IST

Updated : Jul 24, 2024, 7:39 PM IST

কলকাতা, 24 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অনুষ্ঠানস্থলে বিপত্তি ৷ কলকাতার ধনধান্যে অডিটোরিয়ামের সামনে ভেঙে পড়ল তোরণ ৷ এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন দু’জন ৷ ওই দু’জনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আপাতত সেখানে তাঁরা চিকিৎসাধীন ৷ এই দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ৷ তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে ৷

মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানস্থলে তোরণ ভেঙে গুরুতর জখম দুই (ইটিভি ভারত)

উল্লেখ্য, প্রতিবছর মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ বার্ষিকীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ উত্তম কুমারের 44তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্য়ে এবারও কলকাতার ধনধান্যে অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্যের তরফে৷ সেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশেষ অতিথি ও ভিআইপি-রা ৷ দর্শকও ছিলেন অনেক ৷

কিন্তু সেই অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে দুর্ঘটনা ঘটে ৷ হঠাৎই অডিটোরিয়ামের বাইরের একটি তোরণ ভেঙে পড়ে ৷ লোহার ওই কাঠামো ভেঙে আহত হন বেশ কয়েকজন ৷ সেই সময় অনেক দর্শকও অডিটোরিয়ামে যাচ্ছিলেন ৷ ফলে দুর্ঘটনায় আহতের সংখ্যা আরও বাড়তে পারত ৷ তাছাড়া ওই তোরণে বিদ্যুৎ সংযোগও ছিল ৷ ফলে দুর্ঘটনা আরও ভয়াবহ হতে পারত ৷

তবে দুর্ঘটনার পর আহতদের মধ্যে গুরতর দু’জনকে দ্রুত কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয় ৷ বাকিদের আঘাত কতটা গুরুতর, তা খতিয়ে দেখা হয় ৷ তোরণের বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হয় ৷ তোরণের উপরে যে প্ল্যাকার্ডগুলি ছিল, তা খুলে ফেলা হয় ৷

যখন দুর্ঘটনাটি ঘটে, তখন অডিটোরিয়ামে পৌঁছাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ পরে তিনি অডিটোরিয়ামে পৌঁছান ৷ নির্বিঘ্নে শুরু হয় অনুষ্ঠান ৷ যদিও এই ঘটনায় নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে ৷ যেখানে মুখ্যমন্ত্রী থাকবেন, তার পরও এই বিষয়গুলি আগে থেকে কেন খতিয়ে দেখা হয়নি, উঠেছে সেই প্রশ্নও ৷

কলকাতা, 24 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অনুষ্ঠানস্থলে বিপত্তি ৷ কলকাতার ধনধান্যে অডিটোরিয়ামের সামনে ভেঙে পড়ল তোরণ ৷ এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন দু’জন ৷ ওই দু’জনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আপাতত সেখানে তাঁরা চিকিৎসাধীন ৷ এই দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ৷ তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে ৷

মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানস্থলে তোরণ ভেঙে গুরুতর জখম দুই (ইটিভি ভারত)

উল্লেখ্য, প্রতিবছর মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ বার্ষিকীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ উত্তম কুমারের 44তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্য়ে এবারও কলকাতার ধনধান্যে অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্যের তরফে৷ সেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশেষ অতিথি ও ভিআইপি-রা ৷ দর্শকও ছিলেন অনেক ৷

কিন্তু সেই অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে দুর্ঘটনা ঘটে ৷ হঠাৎই অডিটোরিয়ামের বাইরের একটি তোরণ ভেঙে পড়ে ৷ লোহার ওই কাঠামো ভেঙে আহত হন বেশ কয়েকজন ৷ সেই সময় অনেক দর্শকও অডিটোরিয়ামে যাচ্ছিলেন ৷ ফলে দুর্ঘটনায় আহতের সংখ্যা আরও বাড়তে পারত ৷ তাছাড়া ওই তোরণে বিদ্যুৎ সংযোগও ছিল ৷ ফলে দুর্ঘটনা আরও ভয়াবহ হতে পারত ৷

তবে দুর্ঘটনার পর আহতদের মধ্যে গুরতর দু’জনকে দ্রুত কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয় ৷ বাকিদের আঘাত কতটা গুরুতর, তা খতিয়ে দেখা হয় ৷ তোরণের বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হয় ৷ তোরণের উপরে যে প্ল্যাকার্ডগুলি ছিল, তা খুলে ফেলা হয় ৷

যখন দুর্ঘটনাটি ঘটে, তখন অডিটোরিয়ামে পৌঁছাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ পরে তিনি অডিটোরিয়ামে পৌঁছান ৷ নির্বিঘ্নে শুরু হয় অনুষ্ঠান ৷ যদিও এই ঘটনায় নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে ৷ যেখানে মুখ্যমন্ত্রী থাকবেন, তার পরও এই বিষয়গুলি আগে থেকে কেন খতিয়ে দেখা হয়নি, উঠেছে সেই প্রশ্নও ৷

Last Updated : Jul 24, 2024, 7:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.