কলকাতা, 31 অগস্ট: টেক-অফের পরই জরুরি ভিত্তিতে অবতরণ ৷ পাইলটের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কলকাতা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো 6E573 বিমানটি ৷
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, 163 জন যাত্রী এবং 6 জন ক্রু মেম্বার নিয়ে বেঙ্গালুরুর পথে রওনা দেয় ইন্ডিগোর বিমানটি ৷ টেক-অফের পরই পাইলট লক্ষ্য করেন, বিমানের ডান দিকের ইঞ্জিন সঠিকভাবে কাজ করছে না ৷ তৎক্ষণাৎ কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন তিনি ৷ জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চান পাইলট । বিমানবন্দরে নিযুক্ত জরুরি পরিষেবাগুলো সেই মতো রানওয়ের ধারে নিয়ে যাওয়া হয় ।
এরপরই বিমানটিকে পাইলট সুরক্ষার সঙ্গে অবতরণের নির্দেশ দেওয়া হয় কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের তরফে ৷ জরুরি ভিত্তিতে অবতরণের পরই বিমান থেকে যাত্রীদের নামিয়ে নিয়ে আনা হয় ৷ বিমানবন্দরের ইঞ্জিনিয়াররা বিমানটির মেরামতির কাজও শুরু করেন । তবে এই ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রী নিরাপত্তা নিয়ে ৷ বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ তোলেন যাত্রীরা ৷
এমনকী বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায় বলে জানান এক যাত্রী ৷ যদিও এই বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কোনও তথ্য পাওয়া যায়নি ৷ ঘটনাপ্রসঙ্গে বিমানবন্দরের এক আধিকারিক বলেন, "সৌভাগ্যক্রমে এদিন সময় থাকতে বিষয়টি নজরে আসে সকলের ৷ বিমান কিংবা যাত্রীদের কোনও ক্ষতি হয়নি ৷" সেই সঙ্গে তিনি আরও বলেন, "এই ধরণের ঘটনা কোনও ছোট ঘটনা নয় ৷ কিন্তু এর আগেও যান্ত্রিক ত্রুটি ঘটেছে ৷ তবে ভাগ্যক্রমে কোনও বড় বিপদ ঘটেনি ৷"