কলকাতা, 15 মার্চ: অপেক্ষার অবসান ৷ শুক্রবার সকাল 7টায় হুগলি নদীর নীচ দিয়ে যাত্রী নিয়ে ছুটল মেট্রো রেল ৷ পাতাল পথে যুক্ত হল দুই শহর- কলকাতা ও হাওড়া ৷ এটাই দেশের প্রথম জলের তলা দিয়ে মেট্রো পরিষেবা ৷ এদিন চালু হল শহরের কলকাতা মেট্রো নেটওয়ার্কের তিনটি রুটের যাত্রী পরিষেবা ৷ এই তিনটি রুট হল গ্রিন লাইনের এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান (4.8 কিমি লম্বা), অরেঞ্জ লাইনের কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় অংশ (5.4 কি মি লম্বা) এবং পার্পল লাইনের সম্প্রসারিত অংশ তারাতলা-মাঝেরহাট (1.25 কি মি লম্বা) ৷ 6 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই তিনটি রুটের উদ্বোধন করেন ৷
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান দু'দিক থেকেই মেট্রো ছাড়ে ঠিক সকাল 7 টার সময় ৷ এটাই ছিল প্রথম পরিষেবা ৷ তাই স্বাভাবিকভাবে ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে বহু যাত্রী ভোররাত থেকেই স্টেশনের বাইরে বসেছিলেন ৷ দেশে এই প্রথম কোনও নদীর নীচ দিয়ে মেট্রো পরিষেবা চালু হল ৷ যাত্রী পরিবহণে ইতিহাস তৈরি করল কলকাতা মেট্রো রেল ৷ এছাড়াও এই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কারণ, হাওড়া ময়দান বা শিবপুর থেকে কলকাতায় বাসে আসতে সময় লাগে প্রায় 40 মিনিট ৷ এবার সেই পথ মেট্রোয় অতিক্রম করতে কয়েক মিনিট সময় লাগবে ৷ শহর ও শহরতলি থেকে আসা লক্ষ লক্ষ মানুষের সময় ও খরচ দুই-ই বাঁচবে ৷
সুড়ঙ্গে হুগলি নদীর নীচের অংশকে চিহ্নিত করতে নীল এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে ৷ এছাড়া দু'দিকের দেওয়ালে শিল্পীরা নদীর নীচের দৃশ্য ফুটিয়ে তুলেছেন ৷ এই অংশে সোমবার থেকে শনিবার- প্রতি 12 থেকে 15 মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে ৷ দু'দিক থেকে দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাট রাত 9.45 মিনিটে ৷ রবিবার এই রুটে কোনও পরিষেবা থাকছে না ৷
এরই সঙ্গে আজ যাত্রী পরিষেবা শুরু হল অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন পর্যন্ত ৷ আজ এই রুটে প্রথম মেট্রোটি চলবে সকাল 9টায় ৷ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন পর্যন্ত সোমবার থেকে শুক্রবার পরিষেবা দেওয়া হবে ৷ দু'টি মেট্রোর মধ্যে ব্যবধান থাকবে 20 মিনিটের ৷ তবে শনি ও রবিবার কোনও পরিষেবা থাকছে না ৷ অন্যদিকে পার্কের লাইনে তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত যাত্রী পরিষেবাও শুরু হল আজ থেকে ৷ আজ জোকা থেকে তারাতলা পর্যন্ত প্রথম মেট্রো চলবে সকাল 8.30 টায় ৷ মাঝেরহাট থেকে জোকা প্রথম মেট্রোটি চালু হবে সকাল 8.55 মিনিটে ৷ এই লাইনে দিনের শেষ মেট্রো জোকা থেকে ছাড়বে বেলা 3.10 মিনিটে এবং মাঝেরহাট স্টেশন থেকে ছাড়বে বেলা 3.35 মিনিটে ৷ এই রুটেও শনি ও রবিবার কোনও পরিষেবা থাকছে না ৷
আরও পড়ুন: