কলকাতা, 22 মার্চ: 50 ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে ৷ এখনও আয়কর দফতরের তল্লাশি চলছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুর সাহা কলোনির ফ্ল্যাটে ৷ বুধবার ভোর সাড়ে 5টা নাগাদ আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি শুরু করেন । বাড়িতে রয়েছেন স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাস । কলকাতা পৌরনিগমের 81 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের জুঁই বিশ্বাস ।
সূত্র মারফত আরও জানা গিয়েছে, তাঁদের আয়কর রিটার্নের নথি খতিয়ে দেখছেন আয়কর আধিকারিকরা । জিজ্ঞাসাবাদও করা হচ্ছে পরিবারের লোকেদের । আধিকারিকরা প্রচুর ডিজিটাল নথি উদ্ধার করেছে । মোবাইল ফোনও ঘেঁটে দেখা হচ্ছে । মূলত আয় বহির্ভূত ব্যয় হয়েছে কি না এবং হলে কতটা হয়েছে, সেই বিষয়গুলো খতিয়ে দেখছেন আধিকারিকরা ৷
যদিও এই তল্লাশির নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেই মনে করছেন স্বরূপের দাদা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ৷ এ দিন তিনি নির্বাচনী কাজে ছিলেন দুর্গাপুরে ৷ সেখানে তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হয় ৷ তখন তিনি বলেন, "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাইয়ের বাড়িতে আয়কর হানা চলছে ।’’
উল্লেখ্য, স্বরূপ বিশ্বাস তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক ৷ পাশাপাশি তিনি ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতির পদে রয়েছেন । আয়কর দফতর সূত্রে খবর, দু’টি নির্মাণ সংস্থার আয়কর সংক্রান্ত কিছু অনিয়মের অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ৷ সেই নিয়েই তাঁর বাড়িতে আয়কর তল্লাশি চলছে ৷
স্বাভাবিকভাবেই এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷ তাদের অভিযোগ, কর ফাঁকি দিয়েছেন স্বরূপ বিশ্বাস ৷ সেই কারণেই তাঁর বাড়িতে আয়কর দফতরের তল্লাশি চলছে ৷ সত্যিই কি তিনি কর ফাঁকি দিয়েছেন ? দুর্গাপুরে এই প্রশ্নেরও মুখোমুখি হতে হয় অরূপ বিশ্বাসকে ৷ উত্তরে অরূপ বলেন, ‘‘বিরোধীরা যখন বলছে কর ফাঁকি দেওয়া হয়েছে তখন ওরাই বলতে পারবে কী কারণে এই তল্লাশি ।"
আরও পড়ুন: