ETV Bharat / state

দুটি নির্মাণ সংস্থার কর ফাঁকিতে স্বরূপ বিশ্বাসের কী যোগ ? জানতে জারি আয়কর তল্লাশি - IT raid - IT RAID

IT Raids on Swarup Biswas Home: দুটি নির্মাণ সংস্থার কর ফাঁকির অভিযোগ ৷ সেই ঘটনার সূত্র ধরেই অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের আলিপুরের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা ৷ একদিন পার হয়ে গেলেও এখন জারি অভিযান ৷ স্বরূপের সঙ্গে কর ফাঁকির যোগ খুঁজছেন তদন্তকারীরা ৷

Swarup Biswas Home
Swarup Biswas Home
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 10:23 PM IST

স্বরূপ বিশ্বাসের বাড়িতে জারি আয়কর তল্লাশি

কলকাতা, 21 মার্চ: 37 ঘণ্টার বেশি অতিক্রান্ত । রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে এখনও চলছে আয়কর তল্লাশি । আয়কর দফতরের আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । বুধবার ভোরে সাহাপুর কলোনির ফ্ল্যাটে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা । তৃণমূলের 81 নম্বর ওয়ার্ড অফিসেও তল্লাশি চলে বলে জানা গিয়েছে ।

স্বরূপ বিশ্বাস তৃণমূলের রাজ্য সম্পাদক ৷ পাশাপাশি তিনি কলকাতা পৌরনিগমের 81 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের স্বামী। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতির পদে রয়েছেন তিনি। আয়কর দফতর সূত্রে খবর, দুটি নির্মাণ সংস্থার আয়কর সংক্রান্ত কিছু অনিয়মের অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ৷ সেই সূত্রে তাঁর বাড়িতে আয়কর তল্লাশি চলছে বলে জানা গিয়েছে । কিন্তু দুটি নির্মাণ সংস্থার আয়কর ফাঁকি দেওয়ার ঘটনায় কেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে আয়কর আধিকারিকরা এলেন, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ।

গতকাল সাতসকালে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের নিউ আলিপুরের বাড়ি, বেহালা, পর্ণশ্রী-সহ পাঁচ জায়গায় হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা । ইডেন রিয়েল এস্টেট ও মাল্টিকন রিয়েল এস্টেটের বিভিন্ন ঠিকানায় হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা । সূত্রের খবর, ইডেন রিয়েল এস্টেট ও মাল্টিকন রিয়েল এস্টেট - এই দুটি সংস্থার বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে ৷ সেই তদন্তে নেমে এই দুটি সংস্থার বিভিন্ন ঠিকানায় বুধবার ভোরবেলা থেকে হানা দেয় আয়কর দফতর ৷ পাঁচটি দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন এলাকায় হানা দেন আয়করের আধিকারিকরা ৷

জানা গিয়েছে, অন্যান্য জায়গাগুলিতে অভিযান শেষ হলেও স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর তল্লাশি এখনও চলছে ৷ তবে অভিযোগ অনুযায়ী কোনও তথ্য-প্রমাণ আয়করের আধিকারিকদের হাতে এসেছে কি না, তা এখনও স্পষ্ট জানা যায়নি ৷ বিভিন্ন কাগজপত্র ঘেঁটে দেখছেন আয়করের আধিকারিকরা ৷

আরও পড়ুন:

  1. সাতসকালে মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, এলাকায় কেন্দ্রীয় বাহিনী
  2. নির্বাচনের আগে কলকাতায় ব্যবসায়ীদের অ্যাকাউন্টে কোটি-কোটি টাকা, তল্লাশি ইডি'র
  3. কানপুরের তামাক ব্যবসায়ীর দিল্লির বাড়িতে আয়কর হানা, উদ্ধার আড়াই কোটি টাকার গয়না

স্বরূপ বিশ্বাসের বাড়িতে জারি আয়কর তল্লাশি

কলকাতা, 21 মার্চ: 37 ঘণ্টার বেশি অতিক্রান্ত । রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে এখনও চলছে আয়কর তল্লাশি । আয়কর দফতরের আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । বুধবার ভোরে সাহাপুর কলোনির ফ্ল্যাটে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা । তৃণমূলের 81 নম্বর ওয়ার্ড অফিসেও তল্লাশি চলে বলে জানা গিয়েছে ।

স্বরূপ বিশ্বাস তৃণমূলের রাজ্য সম্পাদক ৷ পাশাপাশি তিনি কলকাতা পৌরনিগমের 81 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের স্বামী। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতির পদে রয়েছেন তিনি। আয়কর দফতর সূত্রে খবর, দুটি নির্মাণ সংস্থার আয়কর সংক্রান্ত কিছু অনিয়মের অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ৷ সেই সূত্রে তাঁর বাড়িতে আয়কর তল্লাশি চলছে বলে জানা গিয়েছে । কিন্তু দুটি নির্মাণ সংস্থার আয়কর ফাঁকি দেওয়ার ঘটনায় কেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে আয়কর আধিকারিকরা এলেন, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ।

গতকাল সাতসকালে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের নিউ আলিপুরের বাড়ি, বেহালা, পর্ণশ্রী-সহ পাঁচ জায়গায় হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা । ইডেন রিয়েল এস্টেট ও মাল্টিকন রিয়েল এস্টেটের বিভিন্ন ঠিকানায় হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা । সূত্রের খবর, ইডেন রিয়েল এস্টেট ও মাল্টিকন রিয়েল এস্টেট - এই দুটি সংস্থার বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে ৷ সেই তদন্তে নেমে এই দুটি সংস্থার বিভিন্ন ঠিকানায় বুধবার ভোরবেলা থেকে হানা দেয় আয়কর দফতর ৷ পাঁচটি দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন এলাকায় হানা দেন আয়করের আধিকারিকরা ৷

জানা গিয়েছে, অন্যান্য জায়গাগুলিতে অভিযান শেষ হলেও স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর তল্লাশি এখনও চলছে ৷ তবে অভিযোগ অনুযায়ী কোনও তথ্য-প্রমাণ আয়করের আধিকারিকদের হাতে এসেছে কি না, তা এখনও স্পষ্ট জানা যায়নি ৷ বিভিন্ন কাগজপত্র ঘেঁটে দেখছেন আয়করের আধিকারিকরা ৷

আরও পড়ুন:

  1. সাতসকালে মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, এলাকায় কেন্দ্রীয় বাহিনী
  2. নির্বাচনের আগে কলকাতায় ব্যবসায়ীদের অ্যাকাউন্টে কোটি-কোটি টাকা, তল্লাশি ইডি'র
  3. কানপুরের তামাক ব্যবসায়ীর দিল্লির বাড়িতে আয়কর হানা, উদ্ধার আড়াই কোটি টাকার গয়না
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.