ETV Bharat / state

মহানন্দা অভয়ারণ্যে ট্রেনচালকের তৎপরতায় প্রাণ বাঁচল শাবক-সহ 3 দাঁতালের - TRAIN DRIVER SAVES ELEPHANTS - TRAIN DRIVER SAVES ELEPHANTS

Train Driver Saves Elephants Lives: মহানন্দা অভয়ারণ্যে ট্রেনচালকের তৎপরতায় প্রাণ বাঁচল এক শাবক-সহ 3টি হাতির ৷ সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এনেছে বন দফতর ৷

ETV BHARAT
ট্রেনচালকের তৎপরতায় প্রাণ বাঁচল 3 দাঁতালের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 1:11 PM IST

Updated : Sep 6, 2024, 1:16 PM IST

শিলিগুড়ি, 6 সেপ্টেম্বর: আবারও ট্রেনচালকের তৎপরতায় প্রাণ বাঁচল দাঁতালের । বৃহস্পতিবার বিকেলে মহানন্দা অভয়ারণ্যের ঘটনা । শুক্রবার রেল কর্তৃপক্ষের তরফে ভিডিয়ো প্রকাশ্যে এনে এ খবর জানানো হয়েছে ।

রেল কর্তৃপক্ষ ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে বামনহাট থেকে শিলিগুড়ি জাংশন রেলস্টেশন যাচ্ছিল 15468 ডাউন ইন্টারসিটি এক্সপ্রেস । ট্রেনটি যখন নিউ মাল জাংশন স্টেশন ছেড়ে শিলিগুড়ির দিকে যাওয়ার পথে সেবক এবং গুলমার মাঝে মহানন্দা ওয়াইল্ড লাইফ ডিভিশন বা মহানন্দা অভয়ারণ্য পার করছিল, তখন একটি শাবক-সহ তিনটি বুনো হাতি রেললাইন দখল করে হাঁটতে থাকে । সেই সময় লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জেএন আনসারি ও জি ঘোষের তৎপরতায় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হয় এবং হাতিকে রেললাইন পার হতে সাহায্য করা হয় ।

ETV BHARAT
রেললাইন পেরিয়ে অভয়ারণ্যে প্রবেশ হাতিদের (নিজস্ব চিত্র)

পরবর্তীতে হাতি যখন দলবল-সহ মহানন্দা অভয়ারণ্যে প্রবেশ করে, তখন ট্রেনটি শিলিগুড়ির উদ্দেশে রওনা হয় ৷ এভাবে চালকের তৎপরতায় অনেক হাতির প্রাণ বেঁচেছে ৷ আলিপুরদুয়ার ডিভিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে উভয় চালককে শুভেচ্ছা জানানো হয়েছে । আলিপুরদুয়ারের ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, "রেল চালকদের ওই রুটে খুব সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়ে থাকে । ওই রুটে প্রচুর হাতির করিডোর রয়েছে ও বন্যপ্রাণীরা পারাপার করে । মাঝেমধ্যেই বন্যপ্রাণী লাইনে চলে আসে । চালকদের সেজন্য একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন কর‍তে হয় । এখানে চালক ও সহকারী চালক সেটাই করেছেন ।"

এই বিষয়ে মহানন্দা অভয়ারণ্যের ডিএফও বিশ্বনাথ প্রতাপ বলেন, "রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ । ওই লাইনে ট্রেনের গতি 20 কিলোমিটার প্রতি ঘণ্টা রাখতে বলা হয়েছে। সেই গতিতে গেলে ট্রেনের বন্যপ্রাণীর সঙ্গে সংঘাত এড়ানো যেতে পারে ।"

শিলিগুড়ি, 6 সেপ্টেম্বর: আবারও ট্রেনচালকের তৎপরতায় প্রাণ বাঁচল দাঁতালের । বৃহস্পতিবার বিকেলে মহানন্দা অভয়ারণ্যের ঘটনা । শুক্রবার রেল কর্তৃপক্ষের তরফে ভিডিয়ো প্রকাশ্যে এনে এ খবর জানানো হয়েছে ।

রেল কর্তৃপক্ষ ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে বামনহাট থেকে শিলিগুড়ি জাংশন রেলস্টেশন যাচ্ছিল 15468 ডাউন ইন্টারসিটি এক্সপ্রেস । ট্রেনটি যখন নিউ মাল জাংশন স্টেশন ছেড়ে শিলিগুড়ির দিকে যাওয়ার পথে সেবক এবং গুলমার মাঝে মহানন্দা ওয়াইল্ড লাইফ ডিভিশন বা মহানন্দা অভয়ারণ্য পার করছিল, তখন একটি শাবক-সহ তিনটি বুনো হাতি রেললাইন দখল করে হাঁটতে থাকে । সেই সময় লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জেএন আনসারি ও জি ঘোষের তৎপরতায় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হয় এবং হাতিকে রেললাইন পার হতে সাহায্য করা হয় ।

ETV BHARAT
রেললাইন পেরিয়ে অভয়ারণ্যে প্রবেশ হাতিদের (নিজস্ব চিত্র)

পরবর্তীতে হাতি যখন দলবল-সহ মহানন্দা অভয়ারণ্যে প্রবেশ করে, তখন ট্রেনটি শিলিগুড়ির উদ্দেশে রওনা হয় ৷ এভাবে চালকের তৎপরতায় অনেক হাতির প্রাণ বেঁচেছে ৷ আলিপুরদুয়ার ডিভিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে উভয় চালককে শুভেচ্ছা জানানো হয়েছে । আলিপুরদুয়ারের ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, "রেল চালকদের ওই রুটে খুব সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়ে থাকে । ওই রুটে প্রচুর হাতির করিডোর রয়েছে ও বন্যপ্রাণীরা পারাপার করে । মাঝেমধ্যেই বন্যপ্রাণী লাইনে চলে আসে । চালকদের সেজন্য একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন কর‍তে হয় । এখানে চালক ও সহকারী চালক সেটাই করেছেন ।"

এই বিষয়ে মহানন্দা অভয়ারণ্যের ডিএফও বিশ্বনাথ প্রতাপ বলেন, "রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ । ওই লাইনে ট্রেনের গতি 20 কিলোমিটার প্রতি ঘণ্টা রাখতে বলা হয়েছে। সেই গতিতে গেলে ট্রেনের বন্যপ্রাণীর সঙ্গে সংঘাত এড়ানো যেতে পারে ।"

Last Updated : Sep 6, 2024, 1:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.