ETV Bharat / state

দক্ষিণবঙ্গে বর্ষা সম্ভবত আগামী সপ্তাহেই, জানাল হাওয়া অফিস - West Bengal Weather Update - WEST BENGAL WEATHER UPDATE

WB Weather Forecast: উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে অনেক আগে ৷ কিন্তু বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে দক্ষিণবঙ্গবাসী ৷ অবশেষে 18 জুন থেকে 20 জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ অর্থাৎ দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে ৷

IMD Weather Forecast
দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 15, 2024, 10:12 AM IST

Updated : Jun 15, 2024, 10:28 AM IST

কলকাতা, 15 জুন: দক্ষিণবঙ্গে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে প্রবেশ করবে বর্ষা । এমনই স্বস্তির খবর অবশেষে শোনাল আলিপুর আবহাওয়া দফতর ৷ আগামী 18 জুন থেকে 20 জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের । ফলে বর্ষার আগমনের পরিস্থিতি ক্রমশ অনুকূল হচ্ছে রাজ্যে ।

সোমনাথ দত্তের বক্তব্য (ইটিভি ভারত)

শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি বেশি ছিল । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 87 শতাংশ এবং সর্বনিম্ন 54 শতাংশ । আজ, শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 29 ডিগ্রি সেলসিয়াস ।

বেশ কয়েকদিন আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা ৷ কিন্তু বৃষ্টির জন্য হা-পিত্যেশ করে বসে রয়েছে দক্ষিণবঙ্গবাসী ৷ শুক্রবার মৌসম ভবন জানিয়েছে, আগামী 4-5 দিনের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু । অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা দক্ষিণবঙ্গে । সেইসঙ্গে পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা অবস্থান করছে । উত্তরপ্রদেশ থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাটি অসম এবং এই রাজ্যের উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে । আবার একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার ও উত্তরবঙ্গের উপরে । ফলে জোড়া ঘূর্ণাবর্ত অক্ষরেখার টানেই বর্ষা অবশেষে প্রবেশ করতে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ।

গত 31 মে থেকে ইসলামপুরের উপরেই অবস্থান করছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু । বৃষ্টির দাপটে উত্তরবঙ্গের সমস্ত নদী রীতিমতো ফুঁসছে । ধস নেমে রাস্তা ভেঙে গিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন । তবে এখনই নিস্তার মিলবে না ৷ আরও পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস । শুক্রবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় হয়েছে অতিভারী বৃষ্টি । এই তিন জেলার বেশ কয়েক জায়গায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে । দার্জিলিং ও কোচবিহার জেলার কিছু অংশে হয়েছে ভারী বৃষ্টি । মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও । শনিবারেও আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ।

কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে । অন্যদিকে, দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে । একই পরিস্থিতি চলবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ।

এদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে । শুক্রবার তীব্র থেকে হাল্কা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয় পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে । শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলায়। সেইসঙ্গে এই সমস্ত জেলাগুলিতে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ।

শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিস্থিতি জোরালো হলেও পশ্চিমের পাঁচ জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে । দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেও । সেই সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস । চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় । তবে বিকেল এবং সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে ৷

সেই সঙ্গে রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত । সঙ্গে বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে বলে জানিয়েছেন তিনি । মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সব জেলাতেই ৷ বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ।

কলকাতা, 15 জুন: দক্ষিণবঙ্গে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে প্রবেশ করবে বর্ষা । এমনই স্বস্তির খবর অবশেষে শোনাল আলিপুর আবহাওয়া দফতর ৷ আগামী 18 জুন থেকে 20 জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের । ফলে বর্ষার আগমনের পরিস্থিতি ক্রমশ অনুকূল হচ্ছে রাজ্যে ।

সোমনাথ দত্তের বক্তব্য (ইটিভি ভারত)

শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি বেশি ছিল । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 87 শতাংশ এবং সর্বনিম্ন 54 শতাংশ । আজ, শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 29 ডিগ্রি সেলসিয়াস ।

বেশ কয়েকদিন আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা ৷ কিন্তু বৃষ্টির জন্য হা-পিত্যেশ করে বসে রয়েছে দক্ষিণবঙ্গবাসী ৷ শুক্রবার মৌসম ভবন জানিয়েছে, আগামী 4-5 দিনের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু । অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা দক্ষিণবঙ্গে । সেইসঙ্গে পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা অবস্থান করছে । উত্তরপ্রদেশ থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাটি অসম এবং এই রাজ্যের উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে । আবার একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার ও উত্তরবঙ্গের উপরে । ফলে জোড়া ঘূর্ণাবর্ত অক্ষরেখার টানেই বর্ষা অবশেষে প্রবেশ করতে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ।

গত 31 মে থেকে ইসলামপুরের উপরেই অবস্থান করছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু । বৃষ্টির দাপটে উত্তরবঙ্গের সমস্ত নদী রীতিমতো ফুঁসছে । ধস নেমে রাস্তা ভেঙে গিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন । তবে এখনই নিস্তার মিলবে না ৷ আরও পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস । শুক্রবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় হয়েছে অতিভারী বৃষ্টি । এই তিন জেলার বেশ কয়েক জায়গায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে । দার্জিলিং ও কোচবিহার জেলার কিছু অংশে হয়েছে ভারী বৃষ্টি । মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও । শনিবারেও আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ।

কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে । অন্যদিকে, দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে । একই পরিস্থিতি চলবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ।

এদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে । শুক্রবার তীব্র থেকে হাল্কা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয় পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে । শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলায়। সেইসঙ্গে এই সমস্ত জেলাগুলিতে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ।

শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিস্থিতি জোরালো হলেও পশ্চিমের পাঁচ জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে । দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেও । সেই সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস । চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় । তবে বিকেল এবং সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে ৷

সেই সঙ্গে রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত । সঙ্গে বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে বলে জানিয়েছেন তিনি । মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সব জেলাতেই ৷ বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ।

Last Updated : Jun 15, 2024, 10:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.