কলকাতা, 23 জানুয়ারি: সোমের পর মঙ্গল । শীতের দাপট বহাল । আজও মরশুমের শীতলতম দিন। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে 12.1 ডিগ্রিতে যায়। যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। মঙ্গলবারও মরশুমের সবচেয়ে বেশি ঠান্ডার দিন ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷
চলতি মাসে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা জলীয় বাষ্পের কারণে বেশ কয়েকদিন তাপমাত্রা বেড়ে গিয়েছিল ৷ কিন্তু ঝঞ্ঝা কেটে মেঘ সরতেই উত্তুরে ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করেছে। ফলে পারদও নামছে । হাওয়া অফিসের আগামী 5দিনের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী 24 ঘণ্টায় তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে থাকবে । আজ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকবে। বাকি তিন দিনে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা-সহ প্রায় প্রতিটি জেলাতেই ।
উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি তুষারপাতের পূর্বাভাস বাড়িয়েছে । বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। আগামিকালও দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। বাকি জেলায় শুষ্ক আবহাত্তয়া থাকবে । উত্তরবঙ্গে আগামী 5দিনে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই । সব মিলিয়ে মাঘের শীত আরও কয়েকদিন বঙ্গে বজায় থাকবে। যা শীত বিলাসীদের কাছে আনন্দের। আজ, মঙ্গলবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে ৷ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে।
আরও পড়ুন: