ETV Bharat / state

বিক্ষিপ্ত বৃষ্টিতে সাময়িক স্বস্তি হলেও অস্বস্তিকর গরম থেকে এখনই নিস্তার নেই রাজ্যবাসীর - KOLKATA WEATHER UPDATE - KOLKATA WEATHER UPDATE

Weather Forecast in Bengal: শরতের আবহাওয়ায় যেন গ্রীষ্ণের প্রতিফলন ৷ প্রতিদিনই বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। বিক্ষিপ্ত বৃষ্টিতে সাময়িক স্বস্তি হলেও অস্বস্তিকর গরম থেকে এখনই নিস্তার নেই রাজ্যবাসীর ৷ বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ বা ঘুর্ণাবর্তের সম্ভাবনার কথা আপাতত দিতে পারছে না হাওয়া অফিস।

Weather Forecast in Bengal
আলিপুর আবহাওয়া দফতর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 9:24 AM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: প্রতিবাদের উত্তাপে চড়ছে ধৈর্য্যের পারদও ৷ ক্ষোভ-বিক্ষোভ মিছিলে শহরের বাতাস গরম ৷ সামগ্রিক উত্তপ্ত বাতাবরনে প্রকৃতিও চুপ করে নেই ৷ শরতের আবহাওয়ায় যেন গ্রীষ্ণের প্রতিফলন ৷ প্রতিদিনই বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। বিক্ষিপ্ত বৃষ্টিতে সাময়িক স্বস্তি হলেও অস্বস্তিকর গরম থেকে এখনই নিস্তার নেই রাজ্যবাসীর ৷ এমনটাই জানিয়েছে হাওয়া অফিস ৷

বৃহস্পতিবার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে ৷ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে ৷ তবে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

আলিপুর আবহাওয়া দফতর আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দিয়েছে, তাতে দক্ষিণবঙ্গে 10 সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বজ্রবিদ্যু-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে ৷ অর্থাৎ ঝমঝমিয়ে দীর্ঘক্ষণ বৃষ্টি নয়, বিক্ষিপ্তভাবে স্থানীয় মেঘের কারণে অল্প কিছুক্ষণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

গতমাসে নিয়মিতভাবে ভারী বৃষ্টি হলেও চলতি মাসের প্রথম সপ্তাহে রাজ্যে এখনও পর্যন্ত বৃষ্টির সেভাবে দেখা নেই। ফলে বাংলা ক্যালেন্ডারের ভাদ্র মাসে গরম তার পুরানো ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছে ৷ কিছুদিন আগেও পারদ স্বাভাবিকের নীচে চলে গিয়েছিল ৷ কিন্তু তা আবার উর্ধ্বগামী ৷ ফলে গরমের অস্বস্তিবোধ বাড়ছে ৷ একই পরিস্থিতি উত্তরবঙ্গেও ৷ উত্তরের আটটি জেলাতেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ থাকছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা ৷ বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ বা ঘুর্ণাবর্তের সম্ভাবনার কথা আপাতত দিতে পারছে না হাওয়া অফিস। তবে চলতি মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হবে না, একথাও বলছেন না আবহাওয়াবিদরা ৷ সব মিলিয়ে ফের চাতক দশা বঙ্গে। তাই ভাদ্র মাসের প্যাচপ্যাচে গরমে জেরবার জনজীবন।

বুধবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 88 শতাংশ এবং সর্বনিম্ন 61 শতাংশ।

কলকাতা, 5 সেপ্টেম্বর: প্রতিবাদের উত্তাপে চড়ছে ধৈর্য্যের পারদও ৷ ক্ষোভ-বিক্ষোভ মিছিলে শহরের বাতাস গরম ৷ সামগ্রিক উত্তপ্ত বাতাবরনে প্রকৃতিও চুপ করে নেই ৷ শরতের আবহাওয়ায় যেন গ্রীষ্ণের প্রতিফলন ৷ প্রতিদিনই বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। বিক্ষিপ্ত বৃষ্টিতে সাময়িক স্বস্তি হলেও অস্বস্তিকর গরম থেকে এখনই নিস্তার নেই রাজ্যবাসীর ৷ এমনটাই জানিয়েছে হাওয়া অফিস ৷

বৃহস্পতিবার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে ৷ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে ৷ তবে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

আলিপুর আবহাওয়া দফতর আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দিয়েছে, তাতে দক্ষিণবঙ্গে 10 সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বজ্রবিদ্যু-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে ৷ অর্থাৎ ঝমঝমিয়ে দীর্ঘক্ষণ বৃষ্টি নয়, বিক্ষিপ্তভাবে স্থানীয় মেঘের কারণে অল্প কিছুক্ষণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

গতমাসে নিয়মিতভাবে ভারী বৃষ্টি হলেও চলতি মাসের প্রথম সপ্তাহে রাজ্যে এখনও পর্যন্ত বৃষ্টির সেভাবে দেখা নেই। ফলে বাংলা ক্যালেন্ডারের ভাদ্র মাসে গরম তার পুরানো ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছে ৷ কিছুদিন আগেও পারদ স্বাভাবিকের নীচে চলে গিয়েছিল ৷ কিন্তু তা আবার উর্ধ্বগামী ৷ ফলে গরমের অস্বস্তিবোধ বাড়ছে ৷ একই পরিস্থিতি উত্তরবঙ্গেও ৷ উত্তরের আটটি জেলাতেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ থাকছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা ৷ বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ বা ঘুর্ণাবর্তের সম্ভাবনার কথা আপাতত দিতে পারছে না হাওয়া অফিস। তবে চলতি মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হবে না, একথাও বলছেন না আবহাওয়াবিদরা ৷ সব মিলিয়ে ফের চাতক দশা বঙ্গে। তাই ভাদ্র মাসের প্যাচপ্যাচে গরমে জেরবার জনজীবন।

বুধবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 88 শতাংশ এবং সর্বনিম্ন 61 শতাংশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.