নানুর, 15 ডিসেম্বর: পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতার রেস্তরাঁ থেকে উদ্ধার বিপুল পরিমাণ কাফ সিরাফ । শনিবার 722 লিটার অ্যারোমেটিক কার্ডামম টিংচার উদ্ধার করে আবগারি দফতর। ঘটনাটি বীরভূমের নানুরের ৷
সেখানই ফাইকাস নামে একটি রেস্টুরেন্ট আছে তৃণমূল নেতা অখিলবন্ধু পালের ৷ সেই রেস্তরাঁর গোডাউন থেকে 100 পেটি নিষিদ্ধ সিরাফ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ।
যদিও, নানুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তৃণমূল কংগ্রেসের অখিলবন্ধু পাল বলেন, "আমি ছিলাম না । সেই সময় আমার এক বন্ধু আমার গোডাউনে এগুলো রেখে গিয়েছে । আমি জানতামই না পেটিতে কী আছে ? আগে জানলে রাখতে দিতাম না ৷ তবে এর সব কাগজপত্র আছে৷ আবগারি দফতরে গিয়ে জমা দিয়ে আসবে ৷ আমি এই বিষয়ে কিছুই জানি না ।"
বীরভূম জেলা আবগারি দফতরের সুপার একলব্য চক্রবর্তী বলেন, "লাভপুর আবগারি বিভাগ খবর পায় । আমাদের জানায় । আমরা সবাই মিলে হঠাৎ হানা দিই । বিপুল পরিমাণ অ্যারোমেটিক কার্ডামম টিংচার মজুত ছিল ৷ আমরা উদ্ধার করেছি । মামলা রুজু করে তদন্ত করছি । তদন্তে উঠে এলে তখন আটক, গ্রেফতার করা হবে ।"
অভিযোগ, প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্য থেকে এই বীরভূম জেলায় ঢোকে নিষিদ্ধ কাফ সিরাফ ৷ নাম অ্যারোমেটিক কার্ডামম টিংচার । এর মধ্যে 80 শতাংশ ইথাইল অ্যালকোহল আছে । এটি সাধারণত একটি ওষুধ । কিন্তু, এই ওষুধ ব্যবহার হয় নেশার দ্রব্য হিসাবে ৷ মাদকাসক্তদের কাছে এর চাহিদা খুব ৷ তাই ব্যবসায়ীরা প্রায় সময় সম্পূর্ণ বেআইনি ভাবে বিপুল পরিমাণে মজুত করে রাখে ৷