ETV Bharat / state

তৃণমূলের স্বাস্থ্য কর্মাধ্যক্ষর রেস্তরাঁ থেকে উদ্ধার 722 লিটার বেআইনি ওষুধ - ILLEGAL DRUGS RECOVERED

বীরভূমের নানুরের ঘটনাটি ৷ তৃণমূলের ওই স্বাস্থ্য কর্মাধ্যক্ষর নাম অখিলবন্ধু পাল ৷ তাঁর বিরুদ্ধে মামলা রুজু আবগারি দফতর ৷

ILLEGAL DRUGS RECOVERED
তৃণমূলের স্বাস্থ্য কর্মাধ্যক্ষর রেস্তরাঁ থেকে উদ্ধার 722 লিটার বেআইনি ওষুধ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

নানুর, 15 ডিসেম্বর: পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতার রেস্তরাঁ থেকে উদ্ধার বিপুল পরিমাণ কাফ সিরাফ । শনিবার 722 লিটার অ্যারোমেটিক কার্ডামম টিংচার উদ্ধার করে আবগারি দফতর। ঘটনাটি বীরভূমের নানুরের ৷

সেখানই ফাইকাস নামে একটি রেস্টুরেন্ট আছে তৃণমূল নেতা অখিলবন্ধু পালের ৷ সেই রেস্তরাঁর গোডাউন থেকে 100 পেটি নিষিদ্ধ সিরাফ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ।

Illegal Drugs Recovered
রেস্তরাঁ থেকে উদ্ধার 722 লিটার বেআইনি ওষুধ (নিজস্ব চিত্র)

যদিও, নানুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তৃণমূল কংগ্রেসের অখিলবন্ধু পাল বলেন, "আমি ছিলাম না । সেই সময় আমার এক বন্ধু আমার গোডাউনে এগুলো রেখে গিয়েছে । আমি জানতামই না পেটিতে কী আছে ? আগে জানলে রাখতে দিতাম না ৷ তবে এর সব কাগজপত্র আছে৷ আবগারি দফতরে গিয়ে জমা দিয়ে আসবে ৷ আমি এই বিষয়ে কিছুই জানি না ।"

Illegal Drugs Recovered
রেস্তরাঁ থেকে উদ্ধার 722 লিটার বেআইনি ওষুধ (নিজস্ব চিত্র)

বীরভূম জেলা আবগারি দফতরের সুপার একলব্য চক্রবর্তী বলেন, "লাভপুর আবগারি বিভাগ খবর পায় । আমাদের জানায় । আমরা সবাই মিলে হঠাৎ হানা দিই । বিপুল পরিমাণ অ্যারোমেটিক কার্ডামম টিংচার মজুত ছিল ৷ আমরা উদ্ধার করেছি । মামলা রুজু করে তদন্ত করছি । তদন্তে উঠে এলে তখন আটক, গ্রেফতার করা হবে ।"

Illegal Drugs Recovered
রেস্তরাঁ থেকে উদ্ধার 722 লিটার বেআইনি ওষুধ (নিজস্ব চিত্র)

অভিযোগ, প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্য থেকে এই বীরভূম জেলায় ঢোকে নিষিদ্ধ কাফ সিরাফ ৷ নাম অ্যারোমেটিক কার্ডামম টিংচার । এর মধ্যে 80 শতাংশ ইথাইল অ্যালকোহল আছে । এটি সাধারণত একটি ওষুধ । কিন্তু, এই ওষুধ ব্যবহার হয় নেশার দ্রব্য হিসাবে ৷ মাদকাসক্তদের কাছে এর চাহিদা খুব ৷ তাই ব্যবসায়ীরা প্রায় সময় সম্পূর্ণ বেআইনি ভাবে বিপুল পরিমাণে মজুত করে রাখে ৷

নানুর, 15 ডিসেম্বর: পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতার রেস্তরাঁ থেকে উদ্ধার বিপুল পরিমাণ কাফ সিরাফ । শনিবার 722 লিটার অ্যারোমেটিক কার্ডামম টিংচার উদ্ধার করে আবগারি দফতর। ঘটনাটি বীরভূমের নানুরের ৷

সেখানই ফাইকাস নামে একটি রেস্টুরেন্ট আছে তৃণমূল নেতা অখিলবন্ধু পালের ৷ সেই রেস্তরাঁর গোডাউন থেকে 100 পেটি নিষিদ্ধ সিরাফ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ।

Illegal Drugs Recovered
রেস্তরাঁ থেকে উদ্ধার 722 লিটার বেআইনি ওষুধ (নিজস্ব চিত্র)

যদিও, নানুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তৃণমূল কংগ্রেসের অখিলবন্ধু পাল বলেন, "আমি ছিলাম না । সেই সময় আমার এক বন্ধু আমার গোডাউনে এগুলো রেখে গিয়েছে । আমি জানতামই না পেটিতে কী আছে ? আগে জানলে রাখতে দিতাম না ৷ তবে এর সব কাগজপত্র আছে৷ আবগারি দফতরে গিয়ে জমা দিয়ে আসবে ৷ আমি এই বিষয়ে কিছুই জানি না ।"

Illegal Drugs Recovered
রেস্তরাঁ থেকে উদ্ধার 722 লিটার বেআইনি ওষুধ (নিজস্ব চিত্র)

বীরভূম জেলা আবগারি দফতরের সুপার একলব্য চক্রবর্তী বলেন, "লাভপুর আবগারি বিভাগ খবর পায় । আমাদের জানায় । আমরা সবাই মিলে হঠাৎ হানা দিই । বিপুল পরিমাণ অ্যারোমেটিক কার্ডামম টিংচার মজুত ছিল ৷ আমরা উদ্ধার করেছি । মামলা রুজু করে তদন্ত করছি । তদন্তে উঠে এলে তখন আটক, গ্রেফতার করা হবে ।"

Illegal Drugs Recovered
রেস্তরাঁ থেকে উদ্ধার 722 লিটার বেআইনি ওষুধ (নিজস্ব চিত্র)

অভিযোগ, প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্য থেকে এই বীরভূম জেলায় ঢোকে নিষিদ্ধ কাফ সিরাফ ৷ নাম অ্যারোমেটিক কার্ডামম টিংচার । এর মধ্যে 80 শতাংশ ইথাইল অ্যালকোহল আছে । এটি সাধারণত একটি ওষুধ । কিন্তু, এই ওষুধ ব্যবহার হয় নেশার দ্রব্য হিসাবে ৷ মাদকাসক্তদের কাছে এর চাহিদা খুব ৷ তাই ব্যবসায়ীরা প্রায় সময় সম্পূর্ণ বেআইনি ভাবে বিপুল পরিমাণে মজুত করে রাখে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.