ETV Bharat / state

সোনাগাছিতে প্ৰথমবার ইফতার পার্টি ও নমাজ! সম্প্রীতির সেতুবন্ধনে দুর্বার - Sonagachi Iftar Party - SONAGACHI IFTAR PARTY

Iftar Party And Namaj: দুর্গাপুজো, বসন্ত উৎসব, কালীপুজো ও ভাইফোটার পর এবার সোনাগাছিতে আয়োজিত হল ইফতার পার্টি ৷ শেষে নমাজও পড়লেন সম্প্রীতির সেতুবন্ধনে এক অন্য নজির দুর্বারের সদস্যদের ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 8:07 PM IST

কলকাতা, 9 এপ্রিল: সময় বদলেছে ৷ এখন আর সমাজে ব্রাত্য নন সোনাগাছির যৌনপল্লির যৌনকর্মীরা ৷ বিভিন্ন অনুষ্ঠানে সামিল হন যৌনকর্মীরা ৷ তা সে দুর্গাপুজো হোক, বসন্ত উৎসব, কালীপুজো কিংবা ভাই ফোঁটা ৷ দীর্ঘ দিন ধরেই তাঁদের ইচ্ছা ছিল ইফতার পার্টি কিংবা রমজান পালনের ৷ এবার সেই ইচ্ছাপূরণ হতে চলেছে ৷ রমজান মাস উপলক্ষ্যে সোমবার আয়োজন করা হয়েছে ইফতার পার্টির ৷ যেখানে মহিলা-পুরুষ হিন্দু মুসলিম মিলেমিশে একাকার। ইফতার শেষে উত্তর কলকতার মসজিদ বাড়ি স্ট্রিট থেকে আগত সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইয়েরা নমাজও সারেন। এই জায়তেও রীতি বজায় রাখার প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছেন ইমাম মহঃ জুবাই।

এই ইফতার পার্টি নিয়ে ইমাম মহঃ জুবাই বলেন, "দুর্বার মহিলা সমন্বয় সমিতি প্রথম এই ইফতারের প্রস্তাব নিয়ে আসেন ৷ যে কোনও প্রকার প্রথমবার শুরু হয়েছে এই ইফতারের পার্টির ৷ আজ মনে হচ্ছে যে এখনও আমাদের মধ্যে সে ভ্রাতৃত্ববোধ বেঁচে আছে ।"এই ইফতার পার্টিতে উপস্থিত ইমাম জানান, এখানে ইফতারে আসা কোনও ভুল হয়েছে বলে মনে করছি না ৷ তিনি আরও বলেন, "মনে রাখবেন গোবরেই কিন্তু পদ্ম ফোটে । আগামিদিনে আরও বড় করে এখানে ইফতার পার্টি আয়োজন হোক আমরা সকলেই আসবো।"

দুর্বার মহিলা সমন্বয় সমিতির সেক্রেটারি বিশাখা লস্কর বলেন, "আমরা প্রতিবছর সোনাগাছিতে দুর্গাপুজো, ভাইফোঁটা, কালীপুজো, বসন্ত উৎসব পালন করে থাকি। তা নিয়ে 2-3 দিন আগে আলোচনা হচ্ছিল। আর তখনই প্রশ্ন জাগে ইফতার পার্টি বা রমজানের কেন পালন করব না আমরা ? আমাদের পেশার সমস্ত ধর্মের মহিলারা আছেন । কেন নির্দিষ্ট ধর্মের উৎসবের মধ্যে সীমাবদ্ধ থাকব ? তাই আমার তরফে আমি সংগঠনের বাকিদের কাছে ইফতার পার্টি আয়োজনের প্রস্তাব দিই । সকলের সেটা সাদরে গ্রহণ করেন । দুর্বারের সকল সদস্যদের সার্বিক প্রচেষ্টায় এবং আর্থিক সহযোগিতায় এই ইফতার পার্টি সম্পন্ন হয়েছে।"

আরও পড়ুন:

  1. কপালে প্লাস্টার নিয়েও বজায় পরম্পরা, উত্তর ও দক্ষিণ কলকাতার প্রার্থীকে নিয়ে ইফতারে মুখ্যমন্ত্রী
  2. রমজান মাসে শহরে অন্য ছবি, সমাজের প্রান্তিক শ্রেণির মানুষদের জন্য ইফতার

কলকাতা, 9 এপ্রিল: সময় বদলেছে ৷ এখন আর সমাজে ব্রাত্য নন সোনাগাছির যৌনপল্লির যৌনকর্মীরা ৷ বিভিন্ন অনুষ্ঠানে সামিল হন যৌনকর্মীরা ৷ তা সে দুর্গাপুজো হোক, বসন্ত উৎসব, কালীপুজো কিংবা ভাই ফোঁটা ৷ দীর্ঘ দিন ধরেই তাঁদের ইচ্ছা ছিল ইফতার পার্টি কিংবা রমজান পালনের ৷ এবার সেই ইচ্ছাপূরণ হতে চলেছে ৷ রমজান মাস উপলক্ষ্যে সোমবার আয়োজন করা হয়েছে ইফতার পার্টির ৷ যেখানে মহিলা-পুরুষ হিন্দু মুসলিম মিলেমিশে একাকার। ইফতার শেষে উত্তর কলকতার মসজিদ বাড়ি স্ট্রিট থেকে আগত সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইয়েরা নমাজও সারেন। এই জায়তেও রীতি বজায় রাখার প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছেন ইমাম মহঃ জুবাই।

এই ইফতার পার্টি নিয়ে ইমাম মহঃ জুবাই বলেন, "দুর্বার মহিলা সমন্বয় সমিতি প্রথম এই ইফতারের প্রস্তাব নিয়ে আসেন ৷ যে কোনও প্রকার প্রথমবার শুরু হয়েছে এই ইফতারের পার্টির ৷ আজ মনে হচ্ছে যে এখনও আমাদের মধ্যে সে ভ্রাতৃত্ববোধ বেঁচে আছে ।"এই ইফতার পার্টিতে উপস্থিত ইমাম জানান, এখানে ইফতারে আসা কোনও ভুল হয়েছে বলে মনে করছি না ৷ তিনি আরও বলেন, "মনে রাখবেন গোবরেই কিন্তু পদ্ম ফোটে । আগামিদিনে আরও বড় করে এখানে ইফতার পার্টি আয়োজন হোক আমরা সকলেই আসবো।"

দুর্বার মহিলা সমন্বয় সমিতির সেক্রেটারি বিশাখা লস্কর বলেন, "আমরা প্রতিবছর সোনাগাছিতে দুর্গাপুজো, ভাইফোঁটা, কালীপুজো, বসন্ত উৎসব পালন করে থাকি। তা নিয়ে 2-3 দিন আগে আলোচনা হচ্ছিল। আর তখনই প্রশ্ন জাগে ইফতার পার্টি বা রমজানের কেন পালন করব না আমরা ? আমাদের পেশার সমস্ত ধর্মের মহিলারা আছেন । কেন নির্দিষ্ট ধর্মের উৎসবের মধ্যে সীমাবদ্ধ থাকব ? তাই আমার তরফে আমি সংগঠনের বাকিদের কাছে ইফতার পার্টি আয়োজনের প্রস্তাব দিই । সকলের সেটা সাদরে গ্রহণ করেন । দুর্বারের সকল সদস্যদের সার্বিক প্রচেষ্টায় এবং আর্থিক সহযোগিতায় এই ইফতার পার্টি সম্পন্ন হয়েছে।"

আরও পড়ুন:

  1. কপালে প্লাস্টার নিয়েও বজায় পরম্পরা, উত্তর ও দক্ষিণ কলকাতার প্রার্থীকে নিয়ে ইফতারে মুখ্যমন্ত্রী
  2. রমজান মাসে শহরে অন্য ছবি, সমাজের প্রান্তিক শ্রেণির মানুষদের জন্য ইফতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.