ETV Bharat / state

গ্যাস সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত, স্বামীকে খুন আইসিডিএস কর্মীর - গলসিতে খুন

Murder At Galsi: পূর্ব বর্ধমানের গলসির ভুড়ি গ্রামে গ্যাস সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে ৷ অভিযুক্ততে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 10:35 AM IST

গলসি, 5 ফেব্রুয়ারি: স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে ৷ রান্নার জন্য ব্যবহৃত ছোট গ্যাস সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করে খুনের অভিযোগ উঠল এক আইসিডিএস কর্মার বিরুদ্ধে ৷ মৃতের নাম সন্তোষ মজুমদার (62) । রবিবার পূর্ব বর্ধমানের গলসির ভুড়ি গ্রামের ঘটনা ৷ অভিযুক্ত আইসিডিএস কর্মী শ্রীমতি মজুমদারকে আটক করছে পুলিশ ৷

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় কাঠের মিস্ত্রী ছিলেন সন্তোষ মজুমদার। তাঁর স্ত্রী আইসিডিএসের কর্মী। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি লেগে ছিল। অভিযোগ, স্বামীর উপর নির্যাতন চালাতেন ওই মহিলা ৷ ঘটনার দিন অর্থাৎ, রবিবার সকাল থেকেই ফের দু'জনের মধ্যে অশান্তি শুরু হয়। কিছুক্ষণ পরই সন্তোষ মজুমদার তাঁর কাঠের দোকানে চলে যান। বেলার দিকে সন্তোষকে আহত অবস্থায় দোকানের বাইরে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

কীভাবে এসব ঘটল, এ বিষয়ে কারও কোনও স্পষ্ট ধারণা ছিল না । তড়িঘড়ি সন্তোষের বাড়িতে খবর দেওয়া হয়। কিন্তু তার স্ত্রী স্বামীর আহত হওয়ার কথা শুনেও দোকানে যেতে চায়নি। তাতেই প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা অভিযুক্তকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে ৷ চাপের মুখে অভিযুক্ত মহিলা স্বীকার করে নেয় সে মারধর করেছে। এরপর গলসি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায় ।

মৃতের মেয়ে শর্মিলা বিশ্বাস বলেন, 'মা প্রথম থেকেই বাবার উপরে অত্যাচার করতো। মায়ের অত্যাচারে বাবা কোনওদিন শান্তি পায়নি। এমনকী বিয়ের পরেও মায়ের ভয়ে বাপের বাড়ি যেতাম না। এদিন শুনেছি মা বাবাকে মারধর করেছে । বাড়ি গিয়ে শুনি বাবা মারা গিয়েছে। মায়ের যেন কঠোর শাস্তি হয়। ' তাঁর কথার রেশ টেনেই ভুড়ি গ্রাম প্রধান সুবোধ ঘোষ বলেন, "স্ত্রী তার স্বামীকে খুন করেছে। কাঠের কাজ করতেন। সিলিন্ডার দিয়ে তার মাথায় আঘাত করে খুন করা হয়েছে। দোষীর কঠোর শাস্তি হওয়া উচিত।"

আরও পড়ুন:

  1. দুই মেয়ের পর ফের জন্ম কন্যা সন্তানের, আছাড়ে 'খুন' বাবা-মায়ের
  2. ব্রেকফাস্ট তৈরি না করায় মায়ের মাথায় রড দিয়ে আঘাত করে খুন, অভিযুক্ত নাবালক ছেলে
  3. ত্রিকোণ প্রেমের জের ! স্কুলের লাইব্রেরিতে দুই সহকর্মীকে গুলি করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের

গলসি, 5 ফেব্রুয়ারি: স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে ৷ রান্নার জন্য ব্যবহৃত ছোট গ্যাস সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করে খুনের অভিযোগ উঠল এক আইসিডিএস কর্মার বিরুদ্ধে ৷ মৃতের নাম সন্তোষ মজুমদার (62) । রবিবার পূর্ব বর্ধমানের গলসির ভুড়ি গ্রামের ঘটনা ৷ অভিযুক্ত আইসিডিএস কর্মী শ্রীমতি মজুমদারকে আটক করছে পুলিশ ৷

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় কাঠের মিস্ত্রী ছিলেন সন্তোষ মজুমদার। তাঁর স্ত্রী আইসিডিএসের কর্মী। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি লেগে ছিল। অভিযোগ, স্বামীর উপর নির্যাতন চালাতেন ওই মহিলা ৷ ঘটনার দিন অর্থাৎ, রবিবার সকাল থেকেই ফের দু'জনের মধ্যে অশান্তি শুরু হয়। কিছুক্ষণ পরই সন্তোষ মজুমদার তাঁর কাঠের দোকানে চলে যান। বেলার দিকে সন্তোষকে আহত অবস্থায় দোকানের বাইরে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

কীভাবে এসব ঘটল, এ বিষয়ে কারও কোনও স্পষ্ট ধারণা ছিল না । তড়িঘড়ি সন্তোষের বাড়িতে খবর দেওয়া হয়। কিন্তু তার স্ত্রী স্বামীর আহত হওয়ার কথা শুনেও দোকানে যেতে চায়নি। তাতেই প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা অভিযুক্তকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে ৷ চাপের মুখে অভিযুক্ত মহিলা স্বীকার করে নেয় সে মারধর করেছে। এরপর গলসি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায় ।

মৃতের মেয়ে শর্মিলা বিশ্বাস বলেন, 'মা প্রথম থেকেই বাবার উপরে অত্যাচার করতো। মায়ের অত্যাচারে বাবা কোনওদিন শান্তি পায়নি। এমনকী বিয়ের পরেও মায়ের ভয়ে বাপের বাড়ি যেতাম না। এদিন শুনেছি মা বাবাকে মারধর করেছে । বাড়ি গিয়ে শুনি বাবা মারা গিয়েছে। মায়ের যেন কঠোর শাস্তি হয়। ' তাঁর কথার রেশ টেনেই ভুড়ি গ্রাম প্রধান সুবোধ ঘোষ বলেন, "স্ত্রী তার স্বামীকে খুন করেছে। কাঠের কাজ করতেন। সিলিন্ডার দিয়ে তার মাথায় আঘাত করে খুন করা হয়েছে। দোষীর কঠোর শাস্তি হওয়া উচিত।"

আরও পড়ুন:

  1. দুই মেয়ের পর ফের জন্ম কন্যা সন্তানের, আছাড়ে 'খুন' বাবা-মায়ের
  2. ব্রেকফাস্ট তৈরি না করায় মায়ের মাথায় রড দিয়ে আঘাত করে খুন, অভিযুক্ত নাবালক ছেলে
  3. ত্রিকোণ প্রেমের জের ! স্কুলের লাইব্রেরিতে দুই সহকর্মীকে গুলি করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.