মালদা, 5 মে: ভোটের মুখে বিজেপি পরিচালিত এক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানকে গোরু পাচারের অভিযোগে গ্রেফতার করার হুমকি দিয়েছিলেন হবিবপুর থানার আইসি ৷ সোশাল মিডিয়ায় সেই অডিয়ো ক্লিপ ভাইরাল হয় ৷ ইটিভি ভারত অবশ্য সেই ক্লিপের সত্যতা যাচাই করেনি ৷ ওই ক্লিপ-সহ জাতীয় নির্বাচন কমিশনে আইসি'র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর এজেন্ট ৷ আর তার প্রেক্ষিতে হবিবপুর থানার আইসি দেবব্রত চক্রবর্তীকে পদ থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ৷ রবিবার বিকেল তিনটের মধ্যে হবিবপুর থানার আইসি পদের জন্য তিনজনের নাম কমিশনের দফতরে পাঠানোর নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন ৷
ভাইরাল হওয়া অডিয়োয় শোনা যাচ্ছে, হবিবপুর থানার আইসি দেবব্রত চক্রবর্তী ফোনে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার এসটি মোর্চার জেলা সভাপতি তথা স্থানীয় আকতৈল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান শ্যামল হেমব্রমকে বলছেন, "মোষগুলোকে শ্যামলবাবু পাচারকারীদের হাতে তুলে দিয়েছেন কেন ?" উত্তরে শ্যামলবাবু আইসির কাছে প্রমাণ দাবি করেন ৷ এরপরেই আইসি হুমকি দিয়ে জানান, দু’ঘণ্টার মধ্যে মোষগুলোকে নির্দিষ্ট জায়গায় হাজির না করতে পারলে শ্যামলবাবু আর তাঁর লোকজন ফেঁসে যাবেন ৷ শ্যামলবাবু ফের প্রমাণ দাবি করলে আইসি জানান, গ্রেফতার করার সময় তিনি প্রমাণ দেবেন ৷ এরপর দু’জনের খানিকটা উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় ৷ শ্যামল হেমব্রম জানান, মোষগুলো তাঁর এলাকা থেকে নয়, পলাশডাঙা থেকে নিয়ে যাওয়া হয়েছে ৷
এই অডিয়ো ক্লিপ-সহ আইসি দেবব্রত চক্রবর্তীর বিরুদ্ধে শনুিবার নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর নির্বাচনি এজেন্ট রামকৃষ্ণ সরকার ৷ আর তারই ভিত্তিতে এদিন দেবব্রত চক্রবর্তীকে হবিবপুর থানার আইসির পদ থেকে অপসারিত করেছে কমিশন ৷ এই নিয়ে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক নিতীন সিংহানিয়া কোনও মন্তব্য করতে রাজি না হলেও বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, “হবিবপুর ব্লকের বিডিও এবং ওই থানার আইসি দীর্ঘদিন ধরেই আমাদের দলের নেতা-কর্মীদের নানা কারণে হুমকি দিচ্ছিলেন ৷ ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে হুমকির মাত্রাও বেড়ে গিয়েছে ৷ আইসি দেবব্রত চক্রবর্তীর বিরুদ্ধে আমি গত 27 মার্চ নির্বাচন কমিশনারকে লিখিত অভিযোগ করেছিলাম ৷ শেষ পর্যন্ত তাঁকে ভোটের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ কমিশন সঠিক কাজই করেছে ৷”
আরও পড়ুন
'ক্ষমতা থাকলে সিবিআই তুলে নিয়ে যাক', শুভেন্দুকে পালটা হুঁশিয়ারি অভিষেকের
আনন্দপুর-ডায়মন্ড হারবারের ওসির পর এবার হবিবপুরের আইসি বদল কমিশনের