নিউটাউন, 28 মে: বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিম খুনের ঘটনায় নয়া মোড় ৷ নিউটাউনে আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল টুকরো টুকরো করা মাংস । মঙ্গলবার উদ্ধার প্রায় চার কেজি টুকরো করা মাংস । সঙ্গে উদ্ধার হয়েছে কিছু চুল ৷ তবে এগুলি বাংলাদেশ সাংসদের দেহাংশ কি না, তা জানতে ফরেনসিক তদন্ত করে দেখা হবে ।
এদিন সকালেই সাংবাদিক বৈঠক করে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ জানিয়েছিলেন, যে ফ্ল্যাটে খুন করা হয়েছে সাংসদকে সেখানকার সিউয়েজ লাইন এবং এবং সেপটিক ট্যাঙ্কে খুলে দেখা হবে । তার কারণ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে একটা আভাস তাঁরা পেয়েছিলেন যে সেপটিক ট্যাঙ্কে সাংসদের দেহের টুকরো থাকতে পারে বলে । তারপরেই এই টুকরো মাংস উদ্ধারে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷
'কমোডের ফ্ল্যাশ পাইপ ভাঙার অনুরোধ করেছি', বাংলাদেশের সাংসদ খুনে বললেন প্রধান গোয়েন্দা
সিআইডির অনুমান, মাংসের দলা এবং চুলের টুকরো বাংলাদেশের খুন হওয়া সাংসদ আনোয়ারুল আজিমের । এই ঘটনায় জুবের নামে এক কসাইকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিআইডি । তাকে জেরা করে দক্ষিণ 24 পরগনার একটি জলাশয়ে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হয় । তবে সেখান থেকে উদ্ধার না হওয়ায় ফের তাকে জেরা করেন তদন্তকারীরা । এরপরেই সংশ্লিষ্ট আবাসনের একটি সেপটিক ট্যাঙ্কে তল্লাশি অভিযান । আর সেখান থেকেই উদ্ধার হয়েছে প্রায় চার কেজি মাংসের দলা এবং কিছু চুলের অংশ ।
ইতিমধ্যেই উদ্ধার হওয়া ওই দলা এবং চুলের অংশগুলি পাঠানো হচ্ছে ফরেন্সিক ল্যাবে । চিকিৎসা করতে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন আনোয়ারুল আজিম । এরপরই তিনি আচমকাই নিখোঁজ হয়ে যান । জানা যায়, চলতি সপ্তাহে উত্তর 24 পরগনার নিউটাউনে একটি অভিজাত আবাসনে দেহ টুকরো টুকরো করে খুন করা হয় বাংলাদেশের সাংসদকে । পরে দেহাংশ অন্য জায়গায় ফেলে দেওয়া হয় । সেই ঘটনার পর থেকে বিধাননগর কমিশনারেটের তদন্তকারী চলে যায় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির হাতে । তদন্ত হাতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় সিআইডির উচ্চপদস্থ আধিকারিকরা শুরু হয় তল্লাশি । তাতেই বাংলাদেশের গোয়েন্দা শাখা ও পশ্চিমবঙ্গের সিআইডির যুগ্ম তদন্তে উঠে আসে এই তথ্য ৷
অচৈতন্য করতে ক্লোরোফর্ম, মাংস কাটার সরঞ্জাম দিয়ে দেহ টুকরো ! সাংসদ খুনে চাঞ্চল্যকর তথ্য