কলকাতা ও আসানসোল, 15 মার্চ: রাজনৈতিক দলগুলি প্রার্থী ঘোষণা করে দিয়েছে ৷ শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্টও প্রকাশিত হবে । আর ঠিক তার আগে খাস কলকাতার একাধিক জায়গায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ হানা দিয়ে উদ্ধার করল লক্ষ লক্ষ টাকা । গোপনসূত্রে খবর শুক্রবার বড়বাজার, বৌবাজার এবং পোস্তা এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রায় 54 লক্ষ 32 হাজার টাকা। ঘটনায় এখনও পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রের খবর, বৃহস্পতি ও শুক্রবার-দু’দিনে এই টাকা উদ্ধার করা হয়েছে । হাওয়ালার মাধ্যমে ওই টাকার লেনদেন চলছিল । পুলিশ বড়বাজারের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রোডে সৌরভ সিংহের কাছ থেকে 14 লক্ষ 33 হাজার টাকা উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। এছাড়াও পোস্তায় চন্দ্রমোহন ঠাকুরের কাছ থেকে 10 লক্ষ টাকা উদ্ধার করেছে । তিনি বারুইপুরের বাসিন্দা । পাশাপাশি বৌবাজারের প্রদীপ সিংহের কাছ থেকে 30 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ । 3 জনকেই গ্রেফতার করেছে পুলিশ । তাঁদের কাছে কীভাবে এই টাকা এসে পৌঁছালো তা জানার চেষ্টা করছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ।
পাশাপাশি বৃহস্পতিবার সকালে আসনসোল স্টেশন থেকে উদ্ধার হয়েছে নগদ 50 লক্ষ টাকা ৷ রেল পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার 13186 ডাউন গঙ্গাসাগর এক্সপ্রেস ট্রেনের বি-6 কামরা থেকে নামেন এক ব্যক্তি । ওই ব্যক্তির সঙ্গে একটি নীল রঙের ব্যাগ ছিল। তার গতিবিধি দেখে সন্দেহ হয় স্টেশনে থাকা কর্তব্যরত আরপিএফ কর্মীদের। তারা তাঁকে আটক করে বেশ কিছু প্রশ্ন করেন।
জানা গিয়েছে, ওই ব্যক্তি বিহারের ঝাঁঝা থেকে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন । তার ব্যাগ তল্লাশি করে 50 লক্ষ নগদ টাকা উদ্ধার হয় ৷ এত টাকা কোথা থেকে পেলেন এবং ওই টাকা কোথায় নিয়ে যাচ্ছিলেন তা জানতে রেল পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ খবর দেওয়া হয় আয়কর বিভাগে ৷
আয়কর বিভাগে খবর দেওয়া হলে আয়কর দফতরের অধিকারিকরাও ওই ব্যক্তিকে জেরা করেন। জেরায় ওই ব্যক্তি জানান, তাঁকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ব্যাগটি হাওড়ায় পৌঁছে দিতে বলেছিলেন ৷ যদিও এই ব্যাগে এত পরিমাণ বিপুল নগদ টাকা রয়েছে তা বলা হয়নি। নগদ টাকা সংক্রান্ত কোনও তথ্য দিতে না পারায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে আয়কর বিভাগের আধিকারিকরা । উদ্ধার হওয়া সবকয়টি নোট বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সেগুলি 500 টাকায় ছিল বলেই সূত্রের খবর। লোকসভা ভোটের আগে এত পরিমাণ টাকা কোথায় পাঠানো হচ্ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷
আরও পড়ুন: