ETV Bharat / state

কলকাতার বাজারে বিক্রি হচ্ছে সবুজ বাজি, আসল-নকল চিনবেন কীভাবে

সবুজ বাজিগুলিতে কেন্দ্রীয় সংস্থা নিরির অনুমোদন আছে ৷ কিউআর কোড ছাড়া কোনও বাজি বিক্রি করা যাবে না ৷ বিক্রেতাই বলে দিচ্ছেন আসল-নকল চেনার উপায় ৷

Green Crackers in Kolkata market
এই উপায়ে চিনে নিন সঠিক সবুজ বাজি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2024, 6:32 PM IST

কলকাতা, 29 অক্টোবর: কলকাতায় প্রতিবারের মতো এ বছরও বাজি বাজার বসেছে একাধিক জায়গায় । চলছে কেনাকাটা । অন্যবারের তুলনায় এবার বাজি ক্রেতা থেকে বিক্রেতা উভয়েই সচেতনতার পরিচয় দিচ্ছেন । যেমন বিক্রেতারা বিক্রি করছেন সবুজ বাজি, তেমনই ক্রেতারা কিনতে আসছেন সেই বাজি । শহরের বিভিন্ন বাজি বাজারে ব্যবসায়ীরা পরিবেশবান্ধব বাজি বা সবুজ বাজি বিক্রি করছেন । কিন্তু যাঁরা ক্রেতা তাঁরা কীভাবে বুঝবেন সেগুলি আসল না নকল ?

ধন্ধে থেকে বাজি কেনার আগে জেনে নিন সেটা আসল কি না ৷ বোঝার উপায় রয়েছে বাজির বাক্সতেই ৷ বাজারে গেলে বাজির বক্সের উপরেই দেখতে পাবেন কোম্পানির নাম-সহ একটি কিউআর কোড । সেই কোডে স্ক্যান করলেই খুলে যাচ্ছে একটি পেজ । যাতে ওই বাজি প্রস্তুতকারক সংস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য লেখা রয়েছে । সঙ্গে উল্লেখ রয়েছে, ওই বাজিতে কী কী রাসায়নিক ব্যবহার হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্যও ।

এই উপায়ে চিনে নিন সঠিক সবুজ বাজি (ইটিভি ভারত)

জানা গিয়েছে, চোখ বন্ধ করে সেই বাজি কিনতে পারেন । ওই বাজিগুলিতে কেন্দ্রীয় সংস্থা নিরির অনুমোদন আছে । সপরিবারে এক বয়স্ক ব্যক্তি টালা বাজি বাজারে আসেন নাতির জন্য বাজি কিনতে । এই বছর তাঁর প্রথমবার বাজি বাজারে আসা । তিনি বলেন, "আমি নাতির জন্য বাজি কিনতে এসেছি । অবশ্যই ও বাজি দেখে খুশি হবে । তবে এমন বাজি নেব যাতে ওর বা আমাদের কারও স্বাস্থ্যের পক্ষে খুব বেশি ক্ষতিকর না হয় । শুনছি সবুজ বাজির কথা । সেটাই কিনব ।"

Green Crackers in Kolkata market
পরিবেশবান্ধব বাজি (নিজস্ব ছবি)

টালা বাজারের ব্যবসায়ী মিলন দত্ত বলেন, "কিউআর কোড না থাকলে কোনও বাজি বিক্রি করা যাবে না এই বাজারে । পুলিশ ও পুরনিগমের থেকে স্পষ্ট নির্দেশ আছে, গ্রিন বাজি ছাড়া বিক্রি করা যাবে না । বৈঠকেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে তা বলে দেওয়া হয়েছে ।"

Green Crackers in Kolkata market
সবুজ বাজি (নিজস্ব ছবি)

উল্লেখ্য, পুরনো যে ধরনের বাজি পাওয়া যেত, এখন সবুজ বা পরিবেশবান্ধব বাজির মধ্যেও সেইসবগুলি পাওয়া যাচ্ছে । তার মধ্যে ফুলঝুড়ি, চড়কি, তারাবাজি, ট্রাই কালার, সেল, ফাইভ স্টার, হেলিকপ্টার এমন হরেকরকম বাজি আছে । তবে চাহিদার তুলনায় এখনও কলকাতায় বাজি বাজারে সবুজ বাজির জোগান কম ।

Green Crackers in Kolkata market
হরেকরকমের বাজি (নিজস্ব ছবি)
Green Crackers in Kolkata market
কলকাতার বাজি বাজারে ক্রেতারা (নিজস্ব ছবি)

কলকাতা, 29 অক্টোবর: কলকাতায় প্রতিবারের মতো এ বছরও বাজি বাজার বসেছে একাধিক জায়গায় । চলছে কেনাকাটা । অন্যবারের তুলনায় এবার বাজি ক্রেতা থেকে বিক্রেতা উভয়েই সচেতনতার পরিচয় দিচ্ছেন । যেমন বিক্রেতারা বিক্রি করছেন সবুজ বাজি, তেমনই ক্রেতারা কিনতে আসছেন সেই বাজি । শহরের বিভিন্ন বাজি বাজারে ব্যবসায়ীরা পরিবেশবান্ধব বাজি বা সবুজ বাজি বিক্রি করছেন । কিন্তু যাঁরা ক্রেতা তাঁরা কীভাবে বুঝবেন সেগুলি আসল না নকল ?

ধন্ধে থেকে বাজি কেনার আগে জেনে নিন সেটা আসল কি না ৷ বোঝার উপায় রয়েছে বাজির বাক্সতেই ৷ বাজারে গেলে বাজির বক্সের উপরেই দেখতে পাবেন কোম্পানির নাম-সহ একটি কিউআর কোড । সেই কোডে স্ক্যান করলেই খুলে যাচ্ছে একটি পেজ । যাতে ওই বাজি প্রস্তুতকারক সংস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য লেখা রয়েছে । সঙ্গে উল্লেখ রয়েছে, ওই বাজিতে কী কী রাসায়নিক ব্যবহার হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্যও ।

এই উপায়ে চিনে নিন সঠিক সবুজ বাজি (ইটিভি ভারত)

জানা গিয়েছে, চোখ বন্ধ করে সেই বাজি কিনতে পারেন । ওই বাজিগুলিতে কেন্দ্রীয় সংস্থা নিরির অনুমোদন আছে । সপরিবারে এক বয়স্ক ব্যক্তি টালা বাজি বাজারে আসেন নাতির জন্য বাজি কিনতে । এই বছর তাঁর প্রথমবার বাজি বাজারে আসা । তিনি বলেন, "আমি নাতির জন্য বাজি কিনতে এসেছি । অবশ্যই ও বাজি দেখে খুশি হবে । তবে এমন বাজি নেব যাতে ওর বা আমাদের কারও স্বাস্থ্যের পক্ষে খুব বেশি ক্ষতিকর না হয় । শুনছি সবুজ বাজির কথা । সেটাই কিনব ।"

Green Crackers in Kolkata market
পরিবেশবান্ধব বাজি (নিজস্ব ছবি)

টালা বাজারের ব্যবসায়ী মিলন দত্ত বলেন, "কিউআর কোড না থাকলে কোনও বাজি বিক্রি করা যাবে না এই বাজারে । পুলিশ ও পুরনিগমের থেকে স্পষ্ট নির্দেশ আছে, গ্রিন বাজি ছাড়া বিক্রি করা যাবে না । বৈঠকেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে তা বলে দেওয়া হয়েছে ।"

Green Crackers in Kolkata market
সবুজ বাজি (নিজস্ব ছবি)

উল্লেখ্য, পুরনো যে ধরনের বাজি পাওয়া যেত, এখন সবুজ বা পরিবেশবান্ধব বাজির মধ্যেও সেইসবগুলি পাওয়া যাচ্ছে । তার মধ্যে ফুলঝুড়ি, চড়কি, তারাবাজি, ট্রাই কালার, সেল, ফাইভ স্টার, হেলিকপ্টার এমন হরেকরকম বাজি আছে । তবে চাহিদার তুলনায় এখনও কলকাতায় বাজি বাজারে সবুজ বাজির জোগান কম ।

Green Crackers in Kolkata market
হরেকরকমের বাজি (নিজস্ব ছবি)
Green Crackers in Kolkata market
কলকাতার বাজি বাজারে ক্রেতারা (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.