কলকাতা, 8 মার্চ: রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপিছু 100 টাকা কমেছে ৷ একে আন্তর্জাতিক নারী দিবসে দেশের মহিলাদের জন্য কেন্দ্রের উপহার হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নারীশক্তির সুবিধের কথা ভেবেই গৃহস্থের আর্থিক বোঝা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন ৷ এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি গৃহিণীরা ৷ তবে আসন্ন লোকসভা ভোটের কথা ভেবেই এই পদক্ষেপ কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ৷ তাঁরা চাইছেন, ভোট চলে গেলে যেন আবারও গ্যাসের দাম বেড়ে না-যায় ৷
আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডেলে ঘোষণা করেন, "আজ, নারী দিবসে, আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম 100 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ এই সিদ্ধান্ত সারা দেশে কয়েক লক্ষ পরিবারের আর্থিক বোঝাকে উল্লেখযোগ্যভাবে অবশ্যই লাঘব করবে ৷ বিশেষ করে আমাদের নারী শক্তিকে উপকৃত করবে ।"
তিনি আরও লেখেন, "রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করার মাধ্যমে, আমরা দেশের লক্ষ লক্ষ পরিবারকে সমর্থন করার পাশাপাশি একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য রাখছি । এটি নারীর ক্ষমতায়ন এবং তাদের জন্য 'সহজ জীবনযাপন' নিশ্চিত করার প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ।"
আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই নরেন্দ্র মোদি সরকারের এই সিদ্ধান্ত বলে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে ৷ অনেকেই বলছেন যে, আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ার আগেই তড়িঘড়ি সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর পাশাপাশি রান্নার গ্যাসের দামও এক ধাক্কায় অনেকটা কমাল কেন্দ্র ৷ উল্লেখ্য, গত বছরের অগস্টে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগেও গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 200 টাকা কমিয়েছিল নরেন্দ্র মোদির সরকার ।
এই কারণেই গ্যাসের দাম হ্রাস পাওয়ায় গৃহিণীরা কিছুটা স্বস্তি পেলেও তাঁদের মনে আশংকা থেকেই যাচ্ছে ৷ গৃহবধূরা বলছেন, "গ্যাসের দাম কমায় কিছুটা স্বস্তি মিলেছে ৷ তবে পরবর্তীকালে দাম বেড়ে গেলে খুব অসুবিধে হবে ৷" শহরের আর এক গৃহিণীর কথায়, "যেই অনুযায়ী দাম বেড়েছে, সেই তুলনায় এমন কিছু দাম কমেনি ৷ তবে এটা মনে হয় ভোটকেন্দ্রিক ৷ ভোটের পর যদি আবার দাম বেড়ে যায়, তাহলে খুব সমস্যায় পড়ব ৷"
আরও পড়ুন: