ETV Bharat / state

পুজোর মুখে উত্তাল পাহাড়, 20 শতাংশ বোনাসের দাবিতে আন্দোলনে চা-শ্রমিকরা - Tea Workers Agitation - TEA WORKERS AGITATION

Tea Workers Agitation: উৎসবের সূচনালগ্নেই উত্তাল পাহাড় ৷ চা বাগানের শ্রমিকদের বোনাসের দাবিতে পাহাড়জুড়ে শুরু হল আন্দোলন ৷ বিভিন্ন জায়গায় চলছে অবরোধ, বিক্ষোভ, মিছিল ৷

ETV BHARAT
বোনাসের দাবিতে আন্দোলনে চা-শ্রমিকরা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2024, 2:15 PM IST

Updated : Oct 2, 2024, 3:47 PM IST

দার্জিলিং, 2 অক্টোবর: উৎসবের মরশুমের সূচনাতেই উত্তাল পাহাড় । বোনাসের দাবিতে চা বাগানের শ্রমিকদের আন্দোলনে তপ্ত শৈলরানি ৷ পাহাড়ে জায়গায় জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন চা-শ্রমিকরা ৷ চলছে মিছিল ৷

বুধবার সকালে দার্জিলিংয়ের মল রোড থেকে মিছিল শুরু করেন চা বাগানের শ্রমিকরা । মিছিলটি গোটা পাহাড় পরিক্রমা করে । পাশাপাশি শিলিগুড়ি থেকে কার্শিয়াংগামী পাঙখাবাড়ির রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ । একইসঙ্গে গরুবাথানেও চলে বিক্ষোভ । এছাড়া প্রতিটি চা বাগানের বাইরে বিক্ষোভ দেখান চা-শ্রমিকরা । পুজোর মুখে চা-শ্রমিকদের আন্দোলনকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে শৈলরানি । চা বাগানের আটটি ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ এদিন গোটা পাহাড়ে 20 শতাংশ বোনাসের দাবিতে নতুন করে আন্দোলন শুরু করেছে ।

20 শতাংশ বোনাসের দাবিতে আন্দোলনে চা-শ্রমিকরা (নিজস্ব ভিডিয়ো)

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে চা বাগানের শ্রমিকদের বোনাসের দাবিতে চারটি ত্রিপাক্ষিক বৈঠক হয় । কিন্তু চারটি বৈঠকই ভেস্তে যায় । এরপর মঙ্গলবার শ্রমিকদের দাবি না-মেনে 20 শতাংশের বদলে 16 শতাংশ বোনাসের ঘোষণা করে নির্দেশিকা জারি করে শ্রম দফতর ও টি অ্যাডভাইজারি বোর্ড । আর এতেই চরম শ্রমিক অসন্তোষ দেখা দেয় ।

শ্রমিকদের অভিযোগ, ট্রেড ইউনিয়নের কথা না-শুনেই মালিকপক্ষের হয়ে একতরফা বোনাস ঘোষণা করে শ্রম দফতর । এই 16 শতাংশ বোনাস জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চা শ্রমিকদের উপর । এরপরই বৃহত্তর আন্দোলনে নামার কথা ঘোষণা করা হয় ৷ সেই মতো আজ সকাল থেকে পাহাড়জুড়ে চলছে বিক্ষোভ ৷

ETV BHARAT
পাহাড়ে মিছিল চা-শ্রমিকদের (নিজস্ব চিত্র)

এই বিষয়ে দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক তথা শ্রমিক নেতা সমন পাঠক বলেন, "শ্রম দফতর চা বাগানের শ্রমিকদের কোনও দাবিতে মান্যতা না-দিয়ে জোর করে মালিকপক্ষের হয়ে 16 শতাংশ বোনাস ঘোষণা করেছে । এই বোনাস আমরা মানছি না । 20 শতাংশের নীচে কোনওভাবেই বোনাস মানা যাবে না । না-হলে আমাদের লাগাতার আন্দোলন চলবে ।"

দার্জিলিং, 2 অক্টোবর: উৎসবের মরশুমের সূচনাতেই উত্তাল পাহাড় । বোনাসের দাবিতে চা বাগানের শ্রমিকদের আন্দোলনে তপ্ত শৈলরানি ৷ পাহাড়ে জায়গায় জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন চা-শ্রমিকরা ৷ চলছে মিছিল ৷

বুধবার সকালে দার্জিলিংয়ের মল রোড থেকে মিছিল শুরু করেন চা বাগানের শ্রমিকরা । মিছিলটি গোটা পাহাড় পরিক্রমা করে । পাশাপাশি শিলিগুড়ি থেকে কার্শিয়াংগামী পাঙখাবাড়ির রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ । একইসঙ্গে গরুবাথানেও চলে বিক্ষোভ । এছাড়া প্রতিটি চা বাগানের বাইরে বিক্ষোভ দেখান চা-শ্রমিকরা । পুজোর মুখে চা-শ্রমিকদের আন্দোলনকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে শৈলরানি । চা বাগানের আটটি ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ এদিন গোটা পাহাড়ে 20 শতাংশ বোনাসের দাবিতে নতুন করে আন্দোলন শুরু করেছে ।

20 শতাংশ বোনাসের দাবিতে আন্দোলনে চা-শ্রমিকরা (নিজস্ব ভিডিয়ো)

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে চা বাগানের শ্রমিকদের বোনাসের দাবিতে চারটি ত্রিপাক্ষিক বৈঠক হয় । কিন্তু চারটি বৈঠকই ভেস্তে যায় । এরপর মঙ্গলবার শ্রমিকদের দাবি না-মেনে 20 শতাংশের বদলে 16 শতাংশ বোনাসের ঘোষণা করে নির্দেশিকা জারি করে শ্রম দফতর ও টি অ্যাডভাইজারি বোর্ড । আর এতেই চরম শ্রমিক অসন্তোষ দেখা দেয় ।

শ্রমিকদের অভিযোগ, ট্রেড ইউনিয়নের কথা না-শুনেই মালিকপক্ষের হয়ে একতরফা বোনাস ঘোষণা করে শ্রম দফতর । এই 16 শতাংশ বোনাস জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চা শ্রমিকদের উপর । এরপরই বৃহত্তর আন্দোলনে নামার কথা ঘোষণা করা হয় ৷ সেই মতো আজ সকাল থেকে পাহাড়জুড়ে চলছে বিক্ষোভ ৷

ETV BHARAT
পাহাড়ে মিছিল চা-শ্রমিকদের (নিজস্ব চিত্র)

এই বিষয়ে দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক তথা শ্রমিক নেতা সমন পাঠক বলেন, "শ্রম দফতর চা বাগানের শ্রমিকদের কোনও দাবিতে মান্যতা না-দিয়ে জোর করে মালিকপক্ষের হয়ে 16 শতাংশ বোনাস ঘোষণা করেছে । এই বোনাস আমরা মানছি না । 20 শতাংশের নীচে কোনওভাবেই বোনাস মানা যাবে না । না-হলে আমাদের লাগাতার আন্দোলন চলবে ।"

Last Updated : Oct 2, 2024, 3:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.