কলকাতা, 21 এপ্রিল: 'রুদ্র গগন উষ্ণ পবন, বৈশাখে আজ অতিষ্ঠ জীবন...' ৷ প্রখর রোদের তেজ যেভাবে বাড়ছে ত্রাহি ত্রাহি অবস্থা বাংলার ৷ এই অবস্থা থেকে এখনই মিলছে না মুক্তি ৷ রবিবারই বেশ কিছু জেলায় লাল সতর্কতা আগেই জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ পাশাপাশি 25 তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷
হাওয়া অফিসের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোন কোন জেলায় লাল সতর্কতা, কোন জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে, তা জানানো হয়েছে ৷ রবিবার পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বেশ কিছু জায়গায় লাল সতর্কতা জারি ছিল ৷ হাওয়া অফিসের তরফে এই সকল জায়গার বাসিন্দাদের সাবধান আগেই করা হয়েছিল ৷
এক নজরে দেখে দেওয়া যাক দক্ষিণে কবে কোন জেলায় জারি হয়েছে সতর্কতা:
- 22.04.2024
কমলা সতর্কতা জারি - তাপপ্রবাহের মতো অবস্থা হতে পারে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ৷
হলুদ সতর্কতা জারি- উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়ায় জারি হলুদ সতর্কতা ৷ উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে কলকাতা ও হাওড়া জেলায় ৷ রাতেও তীব্র গরম অনুভূত হবে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলার কয়েকটি জায়গায় ৷
- 23.04.2024
কমলা সতর্কতা জারি - তাপপ্রবাহের জেরে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানের বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে কমলা সতর্কতা ৷
হলুদ সতর্কতা জারি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি ও নদিয়া জেলার বেশ কিছু জায়গায় ৷ উষ্ণ আর্দ্র আবহাওয়া লক্ষ্য করা যাবে কলকাতা ও হাওড়া জেলায় ৷
- 24.04.2024
বুধবার রাজ্যের বিভিন্ন জেলার বেশ কিছু অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷ অর্থাৎ, তাপপ্রবাহের মতো অবস্থা জেলাজুড়েই পরিলক্ষিত হবে ৷
- 25.04.2024
পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার বেশ কিছু অংশে কমলা সতর্কতা জারি হাওয়া অফিসের ৷
কেমন থাকবে উত্তর বঙ্গের আবহাওয়া?
আগামী সাতদিনের মধ্যে 22 তারিখ দার্জিলিং-কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ 23 ও 26 তারিখ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়িতে ৷
- তাপপ্রবাহের মতো অবস্থায় আবহাওয়া দফতর থেকে সাবধানও করা হয়েছে ৷ বলা হয়েছে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়তে পারেন ৷ প্রখর রোদে অনেকক্ষণ থাকা বা ভারী কিছু কাজের ক্ষেত্রে হিটস্ট্রোকের আশঙ্কা থেকে যায় ৷ এই সময়ে ছোট শিশুরা, প্রবীণ মানুষ ও রোগীদের বাইরে বেরোনো উচিত নয় ৷
উল্লেখ্য, 20 তারিখ রেকর্ড তাপমাত্রা ছুঁয়েছিল পশ্চিম বর্ধমানের পানাগড় ৷ সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 45.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ছিল 8.3 ডিগ্রি বেশি ৷ রবিবার কলকাতায় সন্ধ্যের দিকে বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ দেখা যাবে ৷ আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
আরও পড়ুন
1. তীব্র গরম! খবর পড়াকালীন জ্ঞান হারালেন দূরদর্শনের সঞ্চালিকা
2. জেলায় জেলায় তাপপ্রবাহের লাল-কমলা সতর্কতা, আরও বাড়বে তাপমাত্রা
3. গরমে জেলবন্দিদের পাতে একাধিক বিশেষ পদ, শরীর ঠান্ডা রাখতে থাকছে টকডাল-শুক্ত