ETV Bharat / state

এখনও ক্রিটিক্যাল কেয়ারে 3 জুনিয়র চিকিৎসক, কেমন আছেন অনিকেত-অনুষ্টুপ-অলোক ?

হাসপাতালে জুনিয়র চিকিৎসক অনুষ্টুপকে দেখতে গেলেন তাঁর বাবা ৷ ছেলে খুব দুর্বল বলে জানালেন তিনি ৷ আরেক জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর শরীরও খুব দুর্বল ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 12 hours ago

ETV BHARAT
অনুষ্টুপ ও অনিকেত (নিজস্ব চিত্র)

কলকাতা, 13 অক্টোবর: দীর্ঘ অনশনের কারণে একে একে অসুস্থ হয়ে পড়ছেন জুনিয়র চিকিৎসকরা । সপ্তমীর দিন রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো । এরপরে দশমীর দিন অসুস্থ হয়ে পড়েন আরও দু'জন জুনিয়র চিকিৎসক । তাঁদের মধ্যে একজন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের, অলোক ভার্মা । আরেকজন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অনুষ্টুপ মুখোপাধ্যায় । বর্তমানে এই তিনজনেই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে চিকিৎসাধীন । কেমন আছেন তাঁরা ?

দশমীর রাতে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন অনশনকারী জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায় । তখন তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে । তাঁর অবস্থা তখন ছিল আশঙ্কাজনক ৷ তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়েছে ।

মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক সৌমিত্র ঘোষ জানান, "পেটে ব্যথা আগের তুলনায় অনেকটা কমেছে । মূত্রে কিটোনের পরিমাণ এখনও আছে । তবে স্যালাইন দেওয়ার কারণে রক্তচাপ ঠিক হয়েছে । আজ এন্ডোস্কোপি করার ব্যবস্থা থাকলেও ওর শারীরিক অবস্থা দেখে তা করা হচ্ছে না । কারণ এই মুহূর্তে ও প্রচণ্ড দুর্বল হয়ে রয়েছে । স্যালাইনের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে । ফলের রস দেওয়া হবে ।"

অন্যদিকে, শারীরিক ভাবে ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোও । তিনি আরজি কর হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন । শরীরে অত্যধিক জলের ঘাটতি হওয়ার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি । হাসপাতাল সূত্রে খবর, অনিকেতের ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপের সমস্যা রয়েছে । সেই কারণে শারীরিকভাবে জটিলতা বাড়ছিল । ইতিমধ্যেই সে জন্য ওষুধ দেওয়া হয়েছে । অন্যদিকে, ডাবের জল এবং ফলের রস জাতীয় খাবারও তাঁকে দেওয়া হচ্ছে । এখনও তাঁর শরীর খুবই দুর্বল । তাঁর প্রচুর পরিমাণে বিশ্রাম দরকার বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ।

ছেলেকে দেখতে এদিন হাসপাতালে আসেন অনুষ্টুপের বাবা অভিজিৎ মুখোপাধ্যায় । ছেলেকে দেখে আসার পর তিনি জানান, "ও অসুস্থ হয়ে পড়েছে । তবে ও মানসিক দিক দিয়ে ছোট থেকেই খুব শক্ত । এখন খুব দুর্বল আছে শারীরিকভাবে । আমার সঙ্গে কথা হয়েছে ।" শনিবার হাসপাতালে ছেলেকে দেখতে এসেছিলেন অনিকেতের বাবা অপূর্ব মাহাতো । তিনি জানান, "ছেলে এখন ভালো আছে । ছেলের এই আন্দোলনে আমরা পাশে আছি ৷"

অপরদিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক অলোক ভার্মাও এখনও সিসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন ৷ তবে তাঁর পরিস্থিতিও ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

কলকাতা, 13 অক্টোবর: দীর্ঘ অনশনের কারণে একে একে অসুস্থ হয়ে পড়ছেন জুনিয়র চিকিৎসকরা । সপ্তমীর দিন রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো । এরপরে দশমীর দিন অসুস্থ হয়ে পড়েন আরও দু'জন জুনিয়র চিকিৎসক । তাঁদের মধ্যে একজন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের, অলোক ভার্মা । আরেকজন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অনুষ্টুপ মুখোপাধ্যায় । বর্তমানে এই তিনজনেই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে চিকিৎসাধীন । কেমন আছেন তাঁরা ?

দশমীর রাতে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন অনশনকারী জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায় । তখন তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে । তাঁর অবস্থা তখন ছিল আশঙ্কাজনক ৷ তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়েছে ।

মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক সৌমিত্র ঘোষ জানান, "পেটে ব্যথা আগের তুলনায় অনেকটা কমেছে । মূত্রে কিটোনের পরিমাণ এখনও আছে । তবে স্যালাইন দেওয়ার কারণে রক্তচাপ ঠিক হয়েছে । আজ এন্ডোস্কোপি করার ব্যবস্থা থাকলেও ওর শারীরিক অবস্থা দেখে তা করা হচ্ছে না । কারণ এই মুহূর্তে ও প্রচণ্ড দুর্বল হয়ে রয়েছে । স্যালাইনের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে । ফলের রস দেওয়া হবে ।"

অন্যদিকে, শারীরিক ভাবে ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোও । তিনি আরজি কর হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন । শরীরে অত্যধিক জলের ঘাটতি হওয়ার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি । হাসপাতাল সূত্রে খবর, অনিকেতের ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপের সমস্যা রয়েছে । সেই কারণে শারীরিকভাবে জটিলতা বাড়ছিল । ইতিমধ্যেই সে জন্য ওষুধ দেওয়া হয়েছে । অন্যদিকে, ডাবের জল এবং ফলের রস জাতীয় খাবারও তাঁকে দেওয়া হচ্ছে । এখনও তাঁর শরীর খুবই দুর্বল । তাঁর প্রচুর পরিমাণে বিশ্রাম দরকার বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ।

ছেলেকে দেখতে এদিন হাসপাতালে আসেন অনুষ্টুপের বাবা অভিজিৎ মুখোপাধ্যায় । ছেলেকে দেখে আসার পর তিনি জানান, "ও অসুস্থ হয়ে পড়েছে । তবে ও মানসিক দিক দিয়ে ছোট থেকেই খুব শক্ত । এখন খুব দুর্বল আছে শারীরিকভাবে । আমার সঙ্গে কথা হয়েছে ।" শনিবার হাসপাতালে ছেলেকে দেখতে এসেছিলেন অনিকেতের বাবা অপূর্ব মাহাতো । তিনি জানান, "ছেলে এখন ভালো আছে । ছেলের এই আন্দোলনে আমরা পাশে আছি ৷"

অপরদিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক অলোক ভার্মাও এখনও সিসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন ৷ তবে তাঁর পরিস্থিতিও ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.