ETV Bharat / state

গড়িয়াহাট থেকে বেহালা, শহর জুড়ে জারি পুলিশের হকার উচ্ছেদ অভিযান - HAWKER EVICTION In GARIAHAT - HAWKER EVICTION IN GARIAHAT

Hawker Eviction in Kolkata: গড়িয়াহাট থেকে বেহালায় চলল বেআইনি হকারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ৷ কলকাতা পৌরনিগমের সঙ্গে একযোগে এই কাজ করছে পুলিশ ৷ প্রয়োজনে বুলডোজার এনে দোকান ভেঙে ফেলাও হল ৷

Hawker Eviction
হকার উচ্ছেদ অভিযান (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 7:29 PM IST

কলকাতা, 26 জুন: শহরে বেআইনি হকারদের উচ্ছেদের অভিযান জারি ৷ মঙ্গলের পর বুধবারও দ্বিতীয় দিন ফের কলকাতা জুড়ে অ্যাকশন মুডে পুলিশ ৷ এদিন বাসন্তী দেবী কলেজের সামনে অভিযান চালালেন গড়িয়াহাট থানার আধিকারিকরা । লোহার কাঠামো করা দোকানগুলির পিছনের অংশে প্লাই দিয়ে ঘেরা অবস্থায় ছিল ৷ সেগুলি ভেঙে দেয় পুলিশ । অনেক হকারই নির্দিষ্ট জায়গা ছেড়ে এগিয়ে এসে দোকান চালাচ্ছিলেন ৷ সেসবও সরিয়ে দেওয়া হয় ।

শহর জুড়ে জারি পুলিশের হকার উচ্ছেদ অভিযান (ইটিভি ভারত)

পুলিশের তরফে এদিন দোকানদারদের স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, নিয়ম মেনে ব্যবসা করতে হবে তাঁদের । অন্যদিকে গলি রাস্তার উপর লোহার রডের সঙ্গে ত্রিপ্রল দিয়ে দোকানের কাঠামোর অংশ খুলে ফেলতে নির্দেশ দেয় পুলিশ । পুলিশ আধিকারিকরা হকারদের নির্দেশ দেন, এদিন রাতের মধ্যে এগুলি না খুললে কাল ফের অভিযান হবে ৷ তখন কলকাতা পৌরনিগমের তরফে লোক এসে সব ভেঙে খুলে নিয়ে চলে যাবে । এরপর হকারদের আর কিছু করার থাকবে না । এদিন দোকানে লাগানো সমস্ত প্লাস্টিকও ছিঁড়ে ফেলে দেয় পুলিশ ।

Hawker Eviction
অ্যাকশন মুডে পুলিশ (নিজস্ব ছবি)

গড়িয়াহাটের পাশাপাশি বেহালায়ও চলে হকার উচ্ছেদ অভিযান ৷ পৌরনিগমের আধিকারিকদের সঙ্গে মিলে অভিযানে নামে বেহালা থানার পুলিশ ৷ তারাতলা থেকে বেহালা ম্যানটন পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশ হকারদের সতর্ক করে । পাশাপাশি হকার উচ্ছেদ করতে বুলডোজারও আনা হয় ৷ বেশ কিছু গুমটি দোকান তুলে পৌরনিগমের গাড়ি করে নিয়ে যাওয়া হয় ৷

Hawker Eviction
রিক্সা করে সরানো হচ্ছে দোকান (নিজস্ব ছবি)

হকাররা জানান, কাল থেকে কী খাবেন, তা জানেন না তাঁরা ৷ কারণ এই ব্যবসা করেই ছেলেমেয়েকে পড়াশোনা করাচ্ছেন ব্যবসায়ীরা ৷ কেউ জানাচ্ছেন, কারও ছেলে উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিলাপ করছে ৷ কিন্তু কী করে ছেলেমেয়েদের কলেজের পড়াশোনা চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় হকাররা ৷

Hawker Eviction
দোকান সরাতে ব্যস্ত ব্যবসায়ীরা (নিজস্ব ছবি)

হকার রাজ নিয়ে সোমবার নবান্নে একাধিক পৌরসভা থেকে মন্ত্রীকে ভর্ৎসনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পুলিশের ভূমিকা নিয়েও বিরক্তি প্রকাশ করেন তিনি । আর তারপর মঙ্গলবার থেকে কলকাতা, বিধাননগর-সহ একাধিক জায়গায় পুলিশকে অ্যাকশন নিতে দেখা গিয়েছে । এদিনও ফের দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, মধ্য কলকাতার এন্টালি, উত্তরে হাতিবাগান-সহ বেশ কিছু জায়গায় পুলিশ অভিযান চালাচ্ছে । এদিন আলিপুর চিড়িয়াখানা লাগোয়া এলাকাতেও অভিযান চালায় পুলিশ ।

Hawker Eviction
হকার উচ্ছেদ অভিযানে আনা হল বুলডোজার (নিজস্ব ছবি)

কলকাতা, 26 জুন: শহরে বেআইনি হকারদের উচ্ছেদের অভিযান জারি ৷ মঙ্গলের পর বুধবারও দ্বিতীয় দিন ফের কলকাতা জুড়ে অ্যাকশন মুডে পুলিশ ৷ এদিন বাসন্তী দেবী কলেজের সামনে অভিযান চালালেন গড়িয়াহাট থানার আধিকারিকরা । লোহার কাঠামো করা দোকানগুলির পিছনের অংশে প্লাই দিয়ে ঘেরা অবস্থায় ছিল ৷ সেগুলি ভেঙে দেয় পুলিশ । অনেক হকারই নির্দিষ্ট জায়গা ছেড়ে এগিয়ে এসে দোকান চালাচ্ছিলেন ৷ সেসবও সরিয়ে দেওয়া হয় ।

শহর জুড়ে জারি পুলিশের হকার উচ্ছেদ অভিযান (ইটিভি ভারত)

পুলিশের তরফে এদিন দোকানদারদের স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, নিয়ম মেনে ব্যবসা করতে হবে তাঁদের । অন্যদিকে গলি রাস্তার উপর লোহার রডের সঙ্গে ত্রিপ্রল দিয়ে দোকানের কাঠামোর অংশ খুলে ফেলতে নির্দেশ দেয় পুলিশ । পুলিশ আধিকারিকরা হকারদের নির্দেশ দেন, এদিন রাতের মধ্যে এগুলি না খুললে কাল ফের অভিযান হবে ৷ তখন কলকাতা পৌরনিগমের তরফে লোক এসে সব ভেঙে খুলে নিয়ে চলে যাবে । এরপর হকারদের আর কিছু করার থাকবে না । এদিন দোকানে লাগানো সমস্ত প্লাস্টিকও ছিঁড়ে ফেলে দেয় পুলিশ ।

Hawker Eviction
অ্যাকশন মুডে পুলিশ (নিজস্ব ছবি)

গড়িয়াহাটের পাশাপাশি বেহালায়ও চলে হকার উচ্ছেদ অভিযান ৷ পৌরনিগমের আধিকারিকদের সঙ্গে মিলে অভিযানে নামে বেহালা থানার পুলিশ ৷ তারাতলা থেকে বেহালা ম্যানটন পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশ হকারদের সতর্ক করে । পাশাপাশি হকার উচ্ছেদ করতে বুলডোজারও আনা হয় ৷ বেশ কিছু গুমটি দোকান তুলে পৌরনিগমের গাড়ি করে নিয়ে যাওয়া হয় ৷

Hawker Eviction
রিক্সা করে সরানো হচ্ছে দোকান (নিজস্ব ছবি)

হকাররা জানান, কাল থেকে কী খাবেন, তা জানেন না তাঁরা ৷ কারণ এই ব্যবসা করেই ছেলেমেয়েকে পড়াশোনা করাচ্ছেন ব্যবসায়ীরা ৷ কেউ জানাচ্ছেন, কারও ছেলে উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিলাপ করছে ৷ কিন্তু কী করে ছেলেমেয়েদের কলেজের পড়াশোনা চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় হকাররা ৷

Hawker Eviction
দোকান সরাতে ব্যস্ত ব্যবসায়ীরা (নিজস্ব ছবি)

হকার রাজ নিয়ে সোমবার নবান্নে একাধিক পৌরসভা থেকে মন্ত্রীকে ভর্ৎসনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পুলিশের ভূমিকা নিয়েও বিরক্তি প্রকাশ করেন তিনি । আর তারপর মঙ্গলবার থেকে কলকাতা, বিধাননগর-সহ একাধিক জায়গায় পুলিশকে অ্যাকশন নিতে দেখা গিয়েছে । এদিনও ফের দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, মধ্য কলকাতার এন্টালি, উত্তরে হাতিবাগান-সহ বেশ কিছু জায়গায় পুলিশ অভিযান চালাচ্ছে । এদিন আলিপুর চিড়িয়াখানা লাগোয়া এলাকাতেও অভিযান চালায় পুলিশ ।

Hawker Eviction
হকার উচ্ছেদ অভিযানে আনা হল বুলডোজার (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.