ETV Bharat / state

বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপনে যুগান্তকারী পদক্ষেপ হ্যাম রেডিয়োর - লাইট হাউস অন দ্য এয়ার

Ham Radio New Initiative: হ্যাম রেডিও'র তরফে সাগরে চালু হল 'লাইট হাউস অন দ্য এয়ার' ৷ প্রাকৃতিক বিপর্যয়ের সময় উদ্ধারকার্যে আরও গতি আনবে 'লাইট হাউস অন দ্য এয়ার' ধারণাটি ৷ এমনটাই আশা করছে হ্যাম রেডিয়ো কর্তৃপক্ষ ৷

Ham Radio
হ্যাম রেডিও
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 7:18 PM IST

বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপনে যুগান্তকারী পদক্ষেপ হ্যাম রেডিও'র

সাগর, 28 জানুয়ারি: সারা বিশ্বের সঙ্গে যোগাযোগস্থাপনে আরও একধাপ এগিয়ে গেল হ্যাম রেডিয়ো ৷ এবার সাগর ব্লকের লাইট হাউসের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ হবে আরও সহজতর ৷ এর জন্য চালু হল 'লাইট হাউস অন দ্য এয়ার' । এই উদ্যোগের ফলে বঙ্গোপসাগরের বুক চিরে চলা প্রতিটি জাহাজে রেডিয়ো সংকেত সরবরাহ করতে আর কোনো অসুবিধা থাকবে না ৷

গঙ্গাসাগর-সহ গোটা সাগর ব্লকের সঙ্গে পৃথিবীর যেকোন প্রান্তের অজানা দ্বীপের সঙ্গে যোগাযোগ করে রেডিয়ো স্টেশন গড়ে তুলে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করল হ্যাম রেডিয়ো। বাতিঘর বা লাইট হাউস যেমন বাতি ও লেন্সগুলির একটি সিস্টেম থেকে আলো নির্গত করে। বায়ুতে বাতিঘরটি বেতার তরঙ্গের আলোর মতো কাজ করে। এটি একাধিক রেডিয়ো ফ্রিকোয়েন্সির সঙ্গে কাজ করে, যা জাহাজের সঙ্গে যোগাযোগ করতে পারে ও অন্যান্য দেশেও কাজ করে । এটি ভারতের প্রথম 'লাইট হাউস অন দ্য এয়ার' যা ভারত সরকার কর্তৃক নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী পরিচালিত হবে ।

পশ্চিমবঙ্গ রেডিয়ো ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানান, 'লাইট হাউস অন দ্য এয়ার' ধারণাটি সারা বিশ্বে অপেশাদার রেডিয়ো অপারেটরদের জন্য প্রবর্তন করা হয়েছিল । বিশেষ করে সামুদ্রিক যোগাযোগ স্থাপন, বাতিঘর এবং লাইটশিপ সংযোগ স্থাপনের জন্য । বাংলার অপেশাদার রেডিয়ো অপারেটররা গঙ্গাসাগরের 203 বছরের পুরনো বাতিঘর থেকে কাজ করার জন্য লাইট হাউস এবং লাইটশিপ ডিরেক্টরেট জেনারেলের সঙ্গে যোগাযোগ করেছিলেন । অপারেটরদের লাইট হাউসের কার্যকারিতা ব্যাহত না-করে সেট আপ ও পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছে । স্যাটেলাইট নেভিগেশনের যুগে বিলুপ্ত হয়ে যাওয়া হ্যাম রেডিয়ো এবং বাতিঘর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছে ৷ 85 ফুট উচ্চতা সম্পন্ন লাইট হাউস থেকে চিন, বাংলাদেশ, সিঙ্গাপুর, মায়ানমার এবং শ্রীলঙ্কার মতো দেশগুলি থেকে আসা জাহাজগুলিকে সংকেত সরবরাহ করতে কোনো অসুবিধা হবে না।

হ্যাম রেডিয়োর সদস্য দিবস মণ্ডল বলেন, "বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সাগরদ্বীপ । তখন উদ্ধারকার্য ব্যাহত হয়ে পড়ে । যোগাযোগ ব্যবস্থা না-থাকার কারণে জেলা প্রশাসনের উদ্ধারকার্যের বাহিনী এই দ্বীপে আসতে পারে না । এছাড়াও প্রাকৃতিক বিপর্যয়ে বৈদেশিক জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি উদ্ধার কাজ যাতে দ্রুতগতিতে হয়, সেই কারণে 'লাইট হাউস অন দ্য এয়ার' উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এই প্রোগ্রামে দেশের 30টি দেশের লাইট হাউসের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করি । যে কোনও প্রাকৃতিক বিপর্যয় এলে যাতে উদ্ধারকার্য দ্রুত গতিতে হয় । সেই কথা মাথায় রেখে 'লাইট হাউস অন দ্য এয়ারে'র উদ্যোগ ।"

আরও পড়ুন:

  1. প্রাকৃতিক বিপর্যয়ে দ্রুত উদ্ধারকার্যে মৌসুনি দ্বীপে অস্থায়ী রেডিও স্টেশন হ্যামের
  2. বিশেষভাবে সক্ষম অন্ধ্রের নিখোঁজ প্রৌঢ়কে বাড়ি ফেরাল হ্যাম রেডিও
  3. 17 বছর আগে মেলায় হারিয়ে যাওয়া মাকে ফিরিয়ে দিল হ্যাম রেডিয়ো

বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপনে যুগান্তকারী পদক্ষেপ হ্যাম রেডিও'র

সাগর, 28 জানুয়ারি: সারা বিশ্বের সঙ্গে যোগাযোগস্থাপনে আরও একধাপ এগিয়ে গেল হ্যাম রেডিয়ো ৷ এবার সাগর ব্লকের লাইট হাউসের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ হবে আরও সহজতর ৷ এর জন্য চালু হল 'লাইট হাউস অন দ্য এয়ার' । এই উদ্যোগের ফলে বঙ্গোপসাগরের বুক চিরে চলা প্রতিটি জাহাজে রেডিয়ো সংকেত সরবরাহ করতে আর কোনো অসুবিধা থাকবে না ৷

গঙ্গাসাগর-সহ গোটা সাগর ব্লকের সঙ্গে পৃথিবীর যেকোন প্রান্তের অজানা দ্বীপের সঙ্গে যোগাযোগ করে রেডিয়ো স্টেশন গড়ে তুলে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করল হ্যাম রেডিয়ো। বাতিঘর বা লাইট হাউস যেমন বাতি ও লেন্সগুলির একটি সিস্টেম থেকে আলো নির্গত করে। বায়ুতে বাতিঘরটি বেতার তরঙ্গের আলোর মতো কাজ করে। এটি একাধিক রেডিয়ো ফ্রিকোয়েন্সির সঙ্গে কাজ করে, যা জাহাজের সঙ্গে যোগাযোগ করতে পারে ও অন্যান্য দেশেও কাজ করে । এটি ভারতের প্রথম 'লাইট হাউস অন দ্য এয়ার' যা ভারত সরকার কর্তৃক নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী পরিচালিত হবে ।

পশ্চিমবঙ্গ রেডিয়ো ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানান, 'লাইট হাউস অন দ্য এয়ার' ধারণাটি সারা বিশ্বে অপেশাদার রেডিয়ো অপারেটরদের জন্য প্রবর্তন করা হয়েছিল । বিশেষ করে সামুদ্রিক যোগাযোগ স্থাপন, বাতিঘর এবং লাইটশিপ সংযোগ স্থাপনের জন্য । বাংলার অপেশাদার রেডিয়ো অপারেটররা গঙ্গাসাগরের 203 বছরের পুরনো বাতিঘর থেকে কাজ করার জন্য লাইট হাউস এবং লাইটশিপ ডিরেক্টরেট জেনারেলের সঙ্গে যোগাযোগ করেছিলেন । অপারেটরদের লাইট হাউসের কার্যকারিতা ব্যাহত না-করে সেট আপ ও পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছে । স্যাটেলাইট নেভিগেশনের যুগে বিলুপ্ত হয়ে যাওয়া হ্যাম রেডিয়ো এবং বাতিঘর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছে ৷ 85 ফুট উচ্চতা সম্পন্ন লাইট হাউস থেকে চিন, বাংলাদেশ, সিঙ্গাপুর, মায়ানমার এবং শ্রীলঙ্কার মতো দেশগুলি থেকে আসা জাহাজগুলিকে সংকেত সরবরাহ করতে কোনো অসুবিধা হবে না।

হ্যাম রেডিয়োর সদস্য দিবস মণ্ডল বলেন, "বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সাগরদ্বীপ । তখন উদ্ধারকার্য ব্যাহত হয়ে পড়ে । যোগাযোগ ব্যবস্থা না-থাকার কারণে জেলা প্রশাসনের উদ্ধারকার্যের বাহিনী এই দ্বীপে আসতে পারে না । এছাড়াও প্রাকৃতিক বিপর্যয়ে বৈদেশিক জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি উদ্ধার কাজ যাতে দ্রুতগতিতে হয়, সেই কারণে 'লাইট হাউস অন দ্য এয়ার' উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এই প্রোগ্রামে দেশের 30টি দেশের লাইট হাউসের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করি । যে কোনও প্রাকৃতিক বিপর্যয় এলে যাতে উদ্ধারকার্য দ্রুত গতিতে হয় । সেই কথা মাথায় রেখে 'লাইট হাউস অন দ্য এয়ারে'র উদ্যোগ ।"

আরও পড়ুন:

  1. প্রাকৃতিক বিপর্যয়ে দ্রুত উদ্ধারকার্যে মৌসুনি দ্বীপে অস্থায়ী রেডিও স্টেশন হ্যামের
  2. বিশেষভাবে সক্ষম অন্ধ্রের নিখোঁজ প্রৌঢ়কে বাড়ি ফেরাল হ্যাম রেডিও
  3. 17 বছর আগে মেলায় হারিয়ে যাওয়া মাকে ফিরিয়ে দিল হ্যাম রেডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.