কলকাতা, 12 ফেব্রুয়ারি: রাজ্যের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রাক্তন আইএএস অফিসার । অথচ, তাঁরই বর্তমান অফিস (রাজভবন) এখন আইএএস অফিসার শূন্য । এতে যেমন রাজভবনের কর্মী মহলে কাজের চাপ বেড়েছে, তেমনই গুরুত্বপূর্ণ ফাইল কে স্বাক্ষর করবেন তা নিয়েও সংশয় দানা বেঁধেছে ।
রাজভবনের অফিসিয়াল ওয়েবসাইট ও সূত্রের দাবি, "রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারি পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার পর তাঁর জায়গায় নতুন করে কোনও অফিসার নিয়োগ করা হয়নি । তিনি সরে যাওয়ার পরে প্রায় বছরখানেক ধরে রাজ্যপালের সিনিয়র স্পেশাল সেক্রেটারি হিসেবে দেবাশিস ঘোষ অফিসের কাজকর্ম সামলাচ্ছিলেন । কিন্তু, গত 31 জানুয়ারি আইএএস দেবাশিস ঘোষের চাকরির মেয়াদ শেষ হয়েছে । প্রায় দু'সপ্তাহ হতে চলল এখনও সেই পদে কারওকে নিয়োগ করা হয়নি । বরং, রাজ্যপালের ডেপুটি সেক্রেটারি ডব্লুবিসিএস অফিসার সৈকত দাসই অফিসের দায়িত্বে আছেন । সবমিলিয়ে রাজভবনের বিভিন্ন দফতরের যে বর্তমান অবস্থা, তাতে কোনও আইএএস অফিসার রাজভবনে নেই । অথচ, রাজভবনের কর্মীদের কাজের চাপ যেমন বাড়ছে, তেমনই গুরুত্বপূর্ণ একাধিক ফাইলে কে স্বাক্ষর করবেন তা নিয়েও দেখা দিয়েছে সংশয় ।"
![Governor in staff crisis](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-02-2024/wb-kol-rajbhawaniasofficergovernor-7211164_12022024115721_1202f_1707719241_983.jpg)
সূত্রের আরও দাবি, প্রাক্তন এক আইএস অফিসারকে অ্যাডভাইজার বা পরামর্শদাতা হিসেবে নিয়োগ করার চিন্তাভাবনা করছেন রাজ্যপাল । তিনি ইতিমধ্যে, রাজভবনে চলেও এসেছেন । দিন দুই আগে সন্দেশখালি নিয়ে স্মারকলিপি তাঁর হাতেই তুলে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী । যদিও 'ওই ব্যক্তি' প্রিন্সিপাল সেক্রেটারি কিংবা সিনিয়র ডেপুটি সেক্রেটারির অফিসিয়াল কাজ তথা গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করার সাংবিধানিক অধিকার পাবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে । সেক্রেটারি পদে আইএএস অফিসার না থাকলেও এডিসি পদে আইপিএস অফিসার রয়েছে রাজ্যপালের । সাংবিধানিক নিয়ম মেনে আইপিএস মণীশ জোশী এবং নৌবাহিনীর অন্যতম পদাধিকারী মেজর নিখিল কুমার এডিসি পদে রয়েছেন ।
এ দিকে, আবার দীর্ঘদিন ধরে রাজভবনের অফিসিয়াল ওয়েবসাইট আপডেট হয়নি । সেখানে এখনও আইএএস দেবাশিস ঘোষের নাম, রাজ্যপালের সিনিয়র ডেপুটি সেক্রেটারি হিসেবে রয়েছে । প্রেস সচিব হিসেবে শেখর বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে । অথচ, তিনি কয়েক মাস আগেই নবান্নে তাঁর পূর্বের দফতরে কাজে যোগ দিয়েছেন ।
আরও পড়ুন: