কলকাতা, 18 এপ্রিল: অবশেষে সিদ্ধান্ত প্রত্যাহার করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তিনি আলিপুরদুয়ারের হাসিমারাতেও যাচ্ছেন না বলে রাজভবন সূত্রের খবর । আপাতত তিনি রাজভবনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে ।
ফলে, বৃহস্পতিবার বিকেল তিনটের পর রাজভবন থেকে তাঁর যে উত্তরবঙ্গ রওনা দেওয়ার কথা ছিল, তা আর হয়ে উঠছে না । ইতিমধ্যে, ভারতীয় বায়ুসেনাকে এই বিষয়ে জানানো হয়েছে । কারণ, বায়ুসেনার কপ্টারে ডুমুরজলা থেকে আলিপুরদুয়ার হাসিমারাতে পৌছানোর কথা ছিল তাঁর । তা বাতিলের কারণ স্পষ্ট না হলেও তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে নালিশের পর এই বিষয়টি প্রকাশ পেয়েছে । তাই, তৃণমূলের নালিশকেই প্রাথমিক ভাবে 'উত্তরবঙ্গ সফর' বাতিলের কারণ মনে করা হচ্ছে । যদিও এ বিষয়ে রাজভবন থেকে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি ।
নির্বাচনী বিধি ভঙ্গ হতে পারে, এই আশঙ্কা প্রকাশ করে বুধবারই নির্বাচন কমিশন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কোচবিহার না যেতে পরামর্শ দিয়েছে । কিন্তু, নির্বাচন কমিশনের সেই 'না'কে উপেক্ষা করেই উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা করেন রাজ্যপাল । বৃহস্পতিবার সকাল পর্যন্ত এমনটাই খবর মিলেছিল রাজভবনের অন্দর থেকে । তবে কোচবিহার আলিপুরদুয়ার যাওয়ার পরিকল্পনা করেছিলেন । আলিপুরদুয়ারের সরকারি গেস্ট হাউসে থাকার কথা ছিল ।
এই নিয়ে রাজভবন সূত্রের যুক্তি ছিল, "রাজ্যপাল কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন । তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান । ফলে, জেলা সফরে যেতে কোনও বাধা থাকতে পারে না ৷ তিনি কোনও নির্বাচনী ক্ষেত্রে উপস্থিত না থাকলেই হল ।" শুক্রবার বিকেলে কলকাতা ফেরার কথা ছিল তাঁর ৷
নির্বাচন ঘোষণার পরপরই রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, ভোটগ্রহণের দিনগুলিতে সকাল থেকে রাস্তায় থাকবেন তিনি । টোটো নিয়ে এলাকায় এলাকায় ঘুরবেন । মূলত, সাধারণ মানুষের তথা ভোটারদের মধ্যে কোনোরকম ভীতির সঞ্চার না ঘটে, সেদিকটাই দেখবেন তিনি । সেই কথা রাখতে চেয়েছিলেন রাজ্যপাল । কিন্তু কমিশনের তরফে রাজ্যপালকে জানানো হয়, ভোটের দিন ভোটকেন্দ্রে ভোটার ছাড়া বা ভোটের কাজে যুক্ত কর্মী আধিকারিক ছাড়া অন্য কেউ গেলে তা বিধিভঙ্গের সামিল হবে । তাই রাজ্যপাল সেখানে না গেলেই ভালো হয় ।
তার পরও রাজ্যপালের আলিপুরদুয়ার যাওয়ার পরিকল্পনা নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ তৃণমূল কংগ্রেস কমিশনে অভিযোগ জানায়৷ পরে জানা যায় যে উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন রাজ্যপাল ৷
আরও পড়ুন: