জলপাইগুড়ি, 23 জুলাই: কর্মবিরতিতে আলু ব্যবসায়ীরা ৷ যার ফলে বাজারে আলুর জোগানও কম ৷ এদিকে তার জেরে দিনে দিনে বাড়ছে আলুর দাম ৷ বাজারে আলুর চাহিদা মেটাতে এবার বিকল্প ব্যবস্থা গ্রহণের ব্লু প্রিন্ট তৈরি করছে রাজ্য সরকার । আলু বিক্রি করতে ইচ্ছুক চাষিদের কাছ থেকে আলু কিনে খুচরো বাজারে তা সরবরাহ করবে খোদ প্রশাসন ।
এতে যেমন আলুর সরবরাহ ঠিক থাকবে, তেমনই দামও কমবে ৷ আলু ব্যবসায়ীদের উপর আর নির্ভর করতে হবে না ৷ শুধু তাই নয়, ইতিমধ্যে ইচ্ছুক আলু চাষিদের তালিকাও তৈরি করতে শুরু করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন ৷
বাঙালির রান্নাঘরে গুরুত্বপূর্ণ প্রাথমিক উপাদান হল আলু ৷ গৃহস্থের পাতে তাই আলু পৌঁছে দিতে একাধিক পরিকল্পনা নিল জলপাইগুড়ি জেলা প্রশাসন । প্রত্যেক ব্লকে ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে দিয়েও আলু বিক্রি করানো হবে । রাজ্য সরকারের সবুজ সংকেত পেলেই পরিকল্পনা বাস্তবায়ন করবে জলপাইগুড়ি জেলা প্রশাসন । ইতিমধ্যেই সরাসরি চাষিদের কাছ থেকে আলু কিনে এগ্রি মার্কেটিং ও স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দেওয়া হচ্ছে ৷ ন্যায্য মূল্যে সেই আলু বিক্রি করার জন্য ।
পাশাপাশি জলপাইগুড়ি জেলায় 26টি হিমঘরে পর্যাপ্ত আলু রাখা থাকলেও বেশি মুনাফা লাভের আশায় তা বের করা হচ্ছে না বলে অভিযোগ । এদিকে হিমঘর থেকে আলু পর্যাপ্ত বের না হওয়ার ফলে আলুর দাম আকাশ ছোঁয়া হয়েছে ৷ অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে জেলায় জেলায় ন্যায্য মূল্যে আলু বিক্রি করা হলেও তা পর্যাপ্ত নয় ৷ জলপাইগুড়ি জেলায় এগ্রি মার্কেটি দফতরের 3টি সুফল বাংলার স্টল থেকে আলু ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে । তার পাশাপাশি সুফল বাংলার জেলার 12টি মোবাইল আউট লেটের মাধ্যমে আলু বিক্রি হচ্ছে । ধূপগুড়ি থেকে ন্যায্য মূল্যে আলু কিনে স্বনির্ভর গোষ্ঠী-সহ সরকারের ন্যায্য মূল্যের দোকানগুলিতে দেওয়া হচ্ছে । সুফল বাংলার মাধ্যমে ভালো সাড়া পাওয়া যাচ্ছে ।
জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার প্রত্যেক ব্লকেই চাষিদের কাছে আলু মজুত করা রয়েছে ৷ যারা হিমঘরে রাখতে পারেননি তাঁদের সেই আলু কিনে নেবে সরকার । তাছাড়া এমন ফ্রিতে আলুর বন্ড পেতে ইচ্ছুক চাষিরা সরকারকে ন্যূনতম লাভ রেখে আলু বিক্রি করতে রাজি হয়েছেন ৷ তাঁদের কাছ থেকে আলু নিয়ে নেওয়া হবে ৷ সেই সব কৃষকদের চিহ্নিত করা হয়েছে ৷ ওই আলু নিয়ে খুচরো ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে বিক্রি করা হবে । শুধু তাই নয় স্বনির্ভর গোষ্ঠী, এফপিসি, কোঅপারেটিভ সোসাইটিদেরও দেওয়া হবে সেই আলু ৷ সঙ্গে পেঁয়াজ, টমেটোও দেওয়া হবে ।