ETV Bharat / state

গুগল পে'তে লাড্ডু পেলেই মিলছে হাজার টাকা! - DIWALI CASHBACK OFFER

6টি কালারফুল লাড্ডু পেলেই বাড়ি বসে মিলছে 1001 টাকার ক্যাশব্যাক জেতার সুযোগ ৷ তাই দেরি না-করে প্রতিবেদনে জেনে নিন গুগল-পে'তে কীভাবে মিলবে এই সুযোগ ৷

DIWALI CASHBACK OFFER
লাড্ডু পেলেই মিলছে 1000 টাকা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2024, 7:10 PM IST

কলকাতা, 1 নভেম্বর: উৎসবের আনন্দ দ্বিগুন করতে স্পেশাল ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে গুগল-পে । যা এখন ট্রেন্ডিং ৷ যখনই পেমেন্টের জন্য গুগল-পে খুলছেন তখনই হয়তো লক্ষ্য করছেন এই লাড্ডুর বিষয়টি ৷ আর 1001 টাকা ক্যাশব্যাকের ব্যাপারটাও নজরে পড়েছে হয়তো ৷ তবে কিছুতেই বুঝতে পারছেন না এ কী ব্যাপার ! লাড্ডু পাঠালেই শয়ে শয়ে টাকা পাওয়ার ব্যাপারটাও জানা নেই অনেকের ৷ কী করবেন আর কী করবেন না তা সবিস্তারে বুঝিয়ে দিল ইটিভি ভারত।

উৎসবের মরশুমে আনন্দ অনেকটা বাড়াতে লাড্ডুকে নিয়ে এই মজার খেলা শুরু করেছে গুগল পে। দীপাবলির এই উপহারে মজেছেন নেটিজেনরা ৷ নিশ্চয়ই ভাবছেন দীপাবলি চলে যাওয়ার পর দীপাবলির অফার কেন দিচ্ছে গুগল পে ? আসলে গুগল-পে তে কালারফুল লাড্ডু জোগাড় করে 1001 টাকা পর্যন্ত ক্যাশব্যাকের অফারটি তা শুরু হয়েছে 31 অক্টোবর থেকে ৷ চলবে 7 নভেম্বর পর্যন্ত ৷ ইতিমধ্যে 6টি কালারফুল লাড্ডু সংগ্রহ করে অনেকেই পেয়েছেন স্ক্র্যাচ কার্ড। আর সেখান থেকেই পুরস্কার হিসেবে টাকা জিতেছেন ৷ কেউ 50, কেউ 100, কেউবা আবার 500 বা তারও বেশিও ক্যাশব্যাক পেয়েছেন ৷

কীভাবে লাড্ডু সংগ্রহ করবেন?

প্রথমেই গুগল-পে অ্যাপ স্মার্ট ফোনে খুলে নেবেন। এরপর স্ক্রল করে সোজা নীচের দিকে চলে যাবেন অফারর্স অ্যান্ড রিওয়ার্ডস অপশনে। মিলবে লাড্ডু দেওয়া অপশনটি। সেখান থেকেই দেখে নেবেন আপনার কাছে কতগুলি লাড্ডু রয়েছে ৷ আর পরিচিতদের কোন কালারগুলি পাঠাতে হবে? আবার লাড্ডু চেয়ে আবেদন করাও যাচ্ছে। তার জন্য রয়েছে রিকোয়েস্ট ও গিফট লেখা জায়গাটা ৷ গিফট মানে আপনাকে কেউ কালারফুল লাড্ডু পাঠালে সেই অপশনে দেখা যাবে ৷ আর রিকোয়েস্ট মানে, কোন লাড্ডুটা আপনার দরকার তা ওই অপশনে গেলে পেয়ে যাবেন ৷

লাড্ডুর ইমোজি দেওয়া ভিন্ন নাম-

কালার লাড্ডু, ফুডি লাড্ডু, ডিস্কো লাড্ডু, দোস্তি লাড্ডু, ট্রেন্ডি লাড্ডু ও টুইঙ্কল লাড্ডু ৷ এই লাড্ডুগুলি আপনার কাছে না-থাকলে রিকোয়েস্ট পাঠিয়ে আনতে হবে ৷ আবার অন্যদেরও পাঠাতে হবে ৷ তাই জমা হবেও অনেক লাড্ডু ৷ তাই আপনার কাছে সবসময় একটি করে লাড্ডু রেখে দিতে হবে ৷ এভাবে 6টা লাড্ডু জোগার করার পর যে স্ক্র্যাচ কার্ডটা আসবে, সেটা থেকে ন্যূনতম 51 টাকা ও সর্বোচ্চ 1001 টাকা পাওয়া যেতে পারে ৷

কলকাতা, 1 নভেম্বর: উৎসবের আনন্দ দ্বিগুন করতে স্পেশাল ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে গুগল-পে । যা এখন ট্রেন্ডিং ৷ যখনই পেমেন্টের জন্য গুগল-পে খুলছেন তখনই হয়তো লক্ষ্য করছেন এই লাড্ডুর বিষয়টি ৷ আর 1001 টাকা ক্যাশব্যাকের ব্যাপারটাও নজরে পড়েছে হয়তো ৷ তবে কিছুতেই বুঝতে পারছেন না এ কী ব্যাপার ! লাড্ডু পাঠালেই শয়ে শয়ে টাকা পাওয়ার ব্যাপারটাও জানা নেই অনেকের ৷ কী করবেন আর কী করবেন না তা সবিস্তারে বুঝিয়ে দিল ইটিভি ভারত।

উৎসবের মরশুমে আনন্দ অনেকটা বাড়াতে লাড্ডুকে নিয়ে এই মজার খেলা শুরু করেছে গুগল পে। দীপাবলির এই উপহারে মজেছেন নেটিজেনরা ৷ নিশ্চয়ই ভাবছেন দীপাবলি চলে যাওয়ার পর দীপাবলির অফার কেন দিচ্ছে গুগল পে ? আসলে গুগল-পে তে কালারফুল লাড্ডু জোগাড় করে 1001 টাকা পর্যন্ত ক্যাশব্যাকের অফারটি তা শুরু হয়েছে 31 অক্টোবর থেকে ৷ চলবে 7 নভেম্বর পর্যন্ত ৷ ইতিমধ্যে 6টি কালারফুল লাড্ডু সংগ্রহ করে অনেকেই পেয়েছেন স্ক্র্যাচ কার্ড। আর সেখান থেকেই পুরস্কার হিসেবে টাকা জিতেছেন ৷ কেউ 50, কেউ 100, কেউবা আবার 500 বা তারও বেশিও ক্যাশব্যাক পেয়েছেন ৷

কীভাবে লাড্ডু সংগ্রহ করবেন?

প্রথমেই গুগল-পে অ্যাপ স্মার্ট ফোনে খুলে নেবেন। এরপর স্ক্রল করে সোজা নীচের দিকে চলে যাবেন অফারর্স অ্যান্ড রিওয়ার্ডস অপশনে। মিলবে লাড্ডু দেওয়া অপশনটি। সেখান থেকেই দেখে নেবেন আপনার কাছে কতগুলি লাড্ডু রয়েছে ৷ আর পরিচিতদের কোন কালারগুলি পাঠাতে হবে? আবার লাড্ডু চেয়ে আবেদন করাও যাচ্ছে। তার জন্য রয়েছে রিকোয়েস্ট ও গিফট লেখা জায়গাটা ৷ গিফট মানে আপনাকে কেউ কালারফুল লাড্ডু পাঠালে সেই অপশনে দেখা যাবে ৷ আর রিকোয়েস্ট মানে, কোন লাড্ডুটা আপনার দরকার তা ওই অপশনে গেলে পেয়ে যাবেন ৷

লাড্ডুর ইমোজি দেওয়া ভিন্ন নাম-

কালার লাড্ডু, ফুডি লাড্ডু, ডিস্কো লাড্ডু, দোস্তি লাড্ডু, ট্রেন্ডি লাড্ডু ও টুইঙ্কল লাড্ডু ৷ এই লাড্ডুগুলি আপনার কাছে না-থাকলে রিকোয়েস্ট পাঠিয়ে আনতে হবে ৷ আবার অন্যদেরও পাঠাতে হবে ৷ তাই জমা হবেও অনেক লাড্ডু ৷ তাই আপনার কাছে সবসময় একটি করে লাড্ডু রেখে দিতে হবে ৷ এভাবে 6টা লাড্ডু জোগার করার পর যে স্ক্র্যাচ কার্ডটা আসবে, সেটা থেকে ন্যূনতম 51 টাকা ও সর্বোচ্চ 1001 টাকা পাওয়া যেতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.