দেবগ্রাম, 20 এপ্রিল: ভোররাতে সোনার দোকানে ভয়াবহ বিস্ফোরণ ! শনিবার ভোরে এই ঘটনাটি ঘটেছে নদিয়ার কালিগঞ্জ থানার দেবগ্রাম এলাকায় ৷ এই ঘটনায় দোকানের এক কর্মী গুরুতর জখম হয়েছেন ৷ তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ দোকানঘরটিতে সব জিনিসপত্র ছড়িয়ে রয়েছে ৷ কী কারণে এই বিস্ফোরণ, তা এখনও জানা যায়নি ৷
নদিয়ার দেবগ্রাম এলাকায় পরপর বেশ কয়েকটি সোনার দোকান রয়েছে ৷ প্রতিদিনের মতোই সোনার দোকানের এক কর্মী রাতে দোকানের মধ্যেই ছিল ৷ এদিন ভোররাতে হঠাৎ বিকট আওয়াজ শুনতে পায় এলাকাবাসী ৷ তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে দেখে ওই সোনার দোকানের জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৷ অন্যদিকে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই সোনার দোকানের কর্মী ৷ ওই যুবকের নাম শহিদুল শেখ ৷ এলাকাবাসী উদ্ধার করে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসে ৷
বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন ৷ তিনি দীর্ঘদিন ধরে ওই দোকানে কাজ করতেন ৷ এরই মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালীগঞ্জ থানার পুলিশ ৷ কী কারণে এমন ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা স্বপন সরকার বলেন, "ভোর সাড়ে 4টের সময় বিকট আওয়াজ শুনতে পাই ৷ আমরা ভাবলাম ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়েছে ৷ এদিকে লোডশেডিং হয়ে গেল ৷ এসে দেখি দোকানের জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৷ দোকানের শাটার উড়ে গিয়েছে ৷ পাশাপাশি ওই কর্মচারী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দোকানের মধ্যেই ৷ তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷" এলাকাবাসীর প্রাথমিক অনুমান, সোনার দোকানে যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়, তাতে বিস্ফোরণ হয়েছে ৷
আরও পড়ুন: