ETV Bharat / state

সীমান্তে প্রায় 7 কোটির সোনা-সহ বিএসএফের জালে 1, পলাতক অপরজন - সোনা পাচার

Gold Recovered: আবারও সোনা পাচার বন্ধ করতে সাফল্য বিএসএফের ৷ উদ্ধার হওয়া সোনার পরিমাণ 10 কেজি 73 গ্রাম ৷ যার দাম 6 কোটি 70 লক্ষ টাকা ৷ বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল এই বিপুল পরিমাণ সোনা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 1:43 PM IST

নদিয়া, 20 ফেব্রুয়ারি: কোমরে জড়ানো কাপড় ৷ তাতেই লুকোনো 10 কেজি 73 গ্রাম সোনা ৷ যার বাজার মূল্য 6 কোটি 70 লক্ষ টাকা ৷ পাচারের আগেই এই বিপুল পরিমাণ সোনা-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল সীমান্ত রক্ষীবাহিনী তথা বিএসএফ ৷ রবিবার নদিয়ার হোরান্দিপুরের ভারত-বাংলাদেশ সীমান্তের ঘটনা । ধৃত পাচারকারীর নাম ইমাদুল বিশ্বাস ৷ নদিয়ার ভীমপুর থানার মালুপদ গ্রামের বাসিন্দা ।

বিএসএফ সূত্রে খবর, স্থানীয় একটি ভুট্টা খেতে সন্দেহভাজন দু'জনকে দেখতে পান ৷ তাদের ধাওয়া করেন বিএসএফ আধিকারিকরা ৷ এক পাচারকারী পালিয়ে গেলেও, অপরজনকে ধরে ফেলেন ৷ ধৃতের কাছ থেকে 16টি সোনার বার ও 4টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার ওজন 10 কেজি 737 কেজি ৷ আনুমানিক বাজারমূল্য 6 কোটি 69 লক্ষ 46 হাজার 504 টাকা ৷

জিজ্ঞাসাবাদে ধৃত ইমাদুল বিশ্বাস জানায়, সে ও তার সহযোগী রাজু মণ্ডল (পলাতক) বাংলাদেশের বোজতলা গ্রামের বাসিন্দা আলমগীরের কাছ থেকে এই সোনা নিয়েছিল ৷ সেগুলি মালুয়াপাড়ার বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের কাছে পাচার করছিল । কিন্তু মাঝপথে বিএসএফ জওয়ানরা তাদের ধরে ফেলে । প্রাথমিকভাবে অনুমান, এই বিপুল সোনা চোরাকারবারিরা বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল। চোরাকারবারি এবং বাজেয়াপ্ত সোনা গোয়েন্দা অধিদফতর (ডিআরআই) কলকাতায় হস্তান্তর করা হয়েছে ।

বিএসএফ জওয়ানদের এই সাফল্যে জনসংযোগ আধিকারিক শ্রী একে আর্য (ডিআইজি, দক্ষিণবঙ্গ সীমান্ত) জানান, চোরাকারবারিরা গরিব ও নিরীহ মানুষকে অল্প অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে । তাদের মাধ্যমে পাচার করে ৷ সোনা চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য জানতে পারলে বিএসএফ-এর সীমাসাথী হেল্পলাইন নম্বর 14419-এ তা জানাতে হবে । এছাড়াও সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের এই 9903472227 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ করেও তথ্য পাঠানো যাবে । সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে পুরস্কার দেওয়া হবে এবং পরিচয় গোপন রাখা হবে ৷"

আরও পড়ুন:

  1. 52 লক্ষ টাকার সোনা-সহ বনগাঁ-পেট্রাপোল সীমান্তে গ্রেফতার তামিলনাড়ুর বাসিন্দা
  2. সীমান্ত থেকে দেড় কোটির 22টি সোনার বিস্কুট-সহ ধৃত মহিলা পাচারকারী
  3. সীমান্তরক্ষীবাহিনীর তৎপরতায় উদ্ধার প্রায় 75 লক্ষের সোনার বাট

নদিয়া, 20 ফেব্রুয়ারি: কোমরে জড়ানো কাপড় ৷ তাতেই লুকোনো 10 কেজি 73 গ্রাম সোনা ৷ যার বাজার মূল্য 6 কোটি 70 লক্ষ টাকা ৷ পাচারের আগেই এই বিপুল পরিমাণ সোনা-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল সীমান্ত রক্ষীবাহিনী তথা বিএসএফ ৷ রবিবার নদিয়ার হোরান্দিপুরের ভারত-বাংলাদেশ সীমান্তের ঘটনা । ধৃত পাচারকারীর নাম ইমাদুল বিশ্বাস ৷ নদিয়ার ভীমপুর থানার মালুপদ গ্রামের বাসিন্দা ।

বিএসএফ সূত্রে খবর, স্থানীয় একটি ভুট্টা খেতে সন্দেহভাজন দু'জনকে দেখতে পান ৷ তাদের ধাওয়া করেন বিএসএফ আধিকারিকরা ৷ এক পাচারকারী পালিয়ে গেলেও, অপরজনকে ধরে ফেলেন ৷ ধৃতের কাছ থেকে 16টি সোনার বার ও 4টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার ওজন 10 কেজি 737 কেজি ৷ আনুমানিক বাজারমূল্য 6 কোটি 69 লক্ষ 46 হাজার 504 টাকা ৷

জিজ্ঞাসাবাদে ধৃত ইমাদুল বিশ্বাস জানায়, সে ও তার সহযোগী রাজু মণ্ডল (পলাতক) বাংলাদেশের বোজতলা গ্রামের বাসিন্দা আলমগীরের কাছ থেকে এই সোনা নিয়েছিল ৷ সেগুলি মালুয়াপাড়ার বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের কাছে পাচার করছিল । কিন্তু মাঝপথে বিএসএফ জওয়ানরা তাদের ধরে ফেলে । প্রাথমিকভাবে অনুমান, এই বিপুল সোনা চোরাকারবারিরা বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল। চোরাকারবারি এবং বাজেয়াপ্ত সোনা গোয়েন্দা অধিদফতর (ডিআরআই) কলকাতায় হস্তান্তর করা হয়েছে ।

বিএসএফ জওয়ানদের এই সাফল্যে জনসংযোগ আধিকারিক শ্রী একে আর্য (ডিআইজি, দক্ষিণবঙ্গ সীমান্ত) জানান, চোরাকারবারিরা গরিব ও নিরীহ মানুষকে অল্প অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে । তাদের মাধ্যমে পাচার করে ৷ সোনা চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য জানতে পারলে বিএসএফ-এর সীমাসাথী হেল্পলাইন নম্বর 14419-এ তা জানাতে হবে । এছাড়াও সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের এই 9903472227 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ করেও তথ্য পাঠানো যাবে । সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে পুরস্কার দেওয়া হবে এবং পরিচয় গোপন রাখা হবে ৷"

আরও পড়ুন:

  1. 52 লক্ষ টাকার সোনা-সহ বনগাঁ-পেট্রাপোল সীমান্তে গ্রেফতার তামিলনাড়ুর বাসিন্দা
  2. সীমান্ত থেকে দেড় কোটির 22টি সোনার বিস্কুট-সহ ধৃত মহিলা পাচারকারী
  3. সীমান্তরক্ষীবাহিনীর তৎপরতায় উদ্ধার প্রায় 75 লক্ষের সোনার বাট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.