ETV Bharat / state

তেলেঙ্গানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বাড়ি থেকে চুরি যাওয়া সোনা, বিদেশি মুদ্রা উদ্ধার খড়গপুরে - FOREIGN CURRENCY STOLEN - FOREIGN CURRENCY STOLEN

Gold biscuits, foreign currency recover: তেলেঙ্গানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বাড়ি থেকে চুরি যাওয়া সোনার বিস্কুট, বিদেশি মুদ্রা-সহ মূল্যবান জিনিস ৷ উদ্ধার হল খড়গপুরে ৷ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে জিআরপি ৷

Gold biscuits, foreign currency recover
চুরি যাওয়া সোনার বিস্কুট, বিদেশি মুদ্রা উদ্ধার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2024, 8:33 PM IST

খড়গপুর, 27 সেপ্টেম্বর: বিদেশে যাওয়ার সুযোগে প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বাড়িতে চুরি। তেলেঙ্গানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বাড়ি থেকে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার খড়গপুরে, যা ঘিরে চাঞ্চল্য জেলায়। খড়গপুর জিআরপি তদন্ত চালিয়ে সোনার বিস্কুট, বিদেশি টাকা, ভারতীয় নগদ টাকা-সহ গ্রেফতার করেছে দু'জনকে।

বৃহস্পতিবার ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে খড়গপুর জিআরপি। ওইদিন দুপুরে খড়গপুর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে যখন জিআরপির স্পেশাল ড্রাইভ চলছিল, সেই সময়ই স্টেশনে দু'জনকে দেখে সন্দেহ হয় রেল পুলিশের। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে সোনার বিস্কুট থেকে টাকা, ডলার, সোনা ও রুপোর জিনিসপত্র। যার আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা। মূলত গত বৃহস্পতিবার ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে খড়গপুর জিআরপি।

চুরি যাওয়া সোনার বিস্কুট, বিদেশি মুদ্রা উদ্ধার (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে খড়গপুর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে যখন জিআরপির স্পেশাল ড্রাইভ চলছিল, সেই সময়ই স্টেশনে দু'জনকে দেখে সন্দেহ হয় রেল পুলিশের। তারপর তাদের আটক করে তল্লাশি চালাতেই কেল্লাফতে। জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম রওশন কুমার মণ্ডল এবং উদয় কুমার ঠাকুর।

উল্লেখ্য, দিন কয়েক আগে তেলেঙ্গানা কংগ্রেসের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মাল্লু ভট্টি বিক্রম জরুরি প্রয়োজনে বিদেশে যান। বাড়িতে রেখে গিয়েছিলেন কর্মচারী রওশন কুমার মণ্ডলকে। এই রওশন কুমার মণ্ডল বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। রওশন ফোন করে ডাকে উদয় কুমার ঠাকুর নামে তার এক বন্ধুকে। তারও বাড়ি বিহারে। এরপরই দু'জনে মিলে উপমুখ্যমন্ত্রীর বাড়ি থেকে প্রচুর পরিমাণে টাকা, সোনা, বিদেশি কারেন্সি এবং রুপোর জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। এই ঘটনায় খড়্গপুর জিআরপি-র পক্ষ থেকে তেলেঙ্গানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

পরে এমনটাই জানিয়েছেন খড়গপুর ডিভিশনের জিআরপি'র এসআরপি দেবশ্রী সান্যাল। তিনি বলেন, "কয়েকদিন আগে উপমুখ্যমন্ত্রীর বাড়িতে চুরি হয়েছিল। আর সেই চুরির তদন্ত চলছিল। বৃহস্পতিবার আমরা যখন আমাদের স্টেশনে অভিযান চালাচ্ছিলাম, তখন এই দু'জনকে দেখেই সন্দেহ হয়।তখনই পুলিশ অভিযান চালিয়ে দু'জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে এই জিনিসপত্র গুলি উদ্ধার হয়েছে।" এই ঘটনায় চাঞ্চল্য খড়গপুর এলাকা জুড়ে।

খড়গপুর, 27 সেপ্টেম্বর: বিদেশে যাওয়ার সুযোগে প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বাড়িতে চুরি। তেলেঙ্গানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বাড়ি থেকে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার খড়গপুরে, যা ঘিরে চাঞ্চল্য জেলায়। খড়গপুর জিআরপি তদন্ত চালিয়ে সোনার বিস্কুট, বিদেশি টাকা, ভারতীয় নগদ টাকা-সহ গ্রেফতার করেছে দু'জনকে।

বৃহস্পতিবার ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে খড়গপুর জিআরপি। ওইদিন দুপুরে খড়গপুর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে যখন জিআরপির স্পেশাল ড্রাইভ চলছিল, সেই সময়ই স্টেশনে দু'জনকে দেখে সন্দেহ হয় রেল পুলিশের। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে সোনার বিস্কুট থেকে টাকা, ডলার, সোনা ও রুপোর জিনিসপত্র। যার আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা। মূলত গত বৃহস্পতিবার ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে খড়গপুর জিআরপি।

চুরি যাওয়া সোনার বিস্কুট, বিদেশি মুদ্রা উদ্ধার (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে খড়গপুর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে যখন জিআরপির স্পেশাল ড্রাইভ চলছিল, সেই সময়ই স্টেশনে দু'জনকে দেখে সন্দেহ হয় রেল পুলিশের। তারপর তাদের আটক করে তল্লাশি চালাতেই কেল্লাফতে। জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম রওশন কুমার মণ্ডল এবং উদয় কুমার ঠাকুর।

উল্লেখ্য, দিন কয়েক আগে তেলেঙ্গানা কংগ্রেসের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মাল্লু ভট্টি বিক্রম জরুরি প্রয়োজনে বিদেশে যান। বাড়িতে রেখে গিয়েছিলেন কর্মচারী রওশন কুমার মণ্ডলকে। এই রওশন কুমার মণ্ডল বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। রওশন ফোন করে ডাকে উদয় কুমার ঠাকুর নামে তার এক বন্ধুকে। তারও বাড়ি বিহারে। এরপরই দু'জনে মিলে উপমুখ্যমন্ত্রীর বাড়ি থেকে প্রচুর পরিমাণে টাকা, সোনা, বিদেশি কারেন্সি এবং রুপোর জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। এই ঘটনায় খড়্গপুর জিআরপি-র পক্ষ থেকে তেলেঙ্গানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

পরে এমনটাই জানিয়েছেন খড়গপুর ডিভিশনের জিআরপি'র এসআরপি দেবশ্রী সান্যাল। তিনি বলেন, "কয়েকদিন আগে উপমুখ্যমন্ত্রীর বাড়িতে চুরি হয়েছিল। আর সেই চুরির তদন্ত চলছিল। বৃহস্পতিবার আমরা যখন আমাদের স্টেশনে অভিযান চালাচ্ছিলাম, তখন এই দু'জনকে দেখেই সন্দেহ হয়।তখনই পুলিশ অভিযান চালিয়ে দু'জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে এই জিনিসপত্র গুলি উদ্ধার হয়েছে।" এই ঘটনায় চাঞ্চল্য খড়গপুর এলাকা জুড়ে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.