কলকাতা, 13 ফেব্রুয়ারি: রাত পোহালেই সরস্বতী পুজো ৷ পুজোর প্রস্তুতি তুঙ্গে । বিশেষ করে ফুল, ফল, সবজি বা দশকর্মা বাজার করতে ব্যস্ত ক্রেতারা । তবে পুজোর সমস্ত জিনিস কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষকে । সবজি থেকে ফল, সবকিছুরই দাম চড়েছে বেশ খানিকটা । তবে দামের ছ্যাঁকা বেশি লাগছে ফলের বাজারেই ।
বাজারে কত যাচ্ছে ফল ?
আপেলের দাম ছিল কেজি প্রতি 80-100 টাকা ৷ সেই দাম বেড়ে হয়েছে 150 টাকা প্রতি কেজি । শাক আলুর দাম ছুঁয়েছে 60 টাকা । পাকা পেঁপে কেজি ছিল 60-70 টাকা ৷ সেই দাম বেড়ে হয়েছে 100 টাকা প্রতি কেজি । শশার দাম এক ধাক্কায় বেড়ে 70-80 টাকা কেজি দাঁড়িয়েছে । 80 টাকা কেজি আঙুর বিক্রি হচ্ছিল, যা আজ বেড়ে দাঁড়িয়েছে 120 টাকা প্রতি কেজি । এক একটি বেদানার দাম 20 টাকা । আখ একটা ছোট্ট টুকরো 10-15 টাকা দামে বিক্রি হচ্ছে । পেয়ারার কেজি 80 টাকা, আগে যা ছিল প্রতি কেজি 60 টাকা । কাঁঠালি কলার ডজন 60 টাকা । কমলালেবু আকারে ছোট্ট হলে এক একটি 10 টাকায় মিলছে ৷ আর একটু বড় আকারে হলে 15 টাকা ।
সরস্বতী পুজোর অন্যতম প্রধান ফল হল নারকেলি কুল ৷ এই কুলের দাম অবশ্য এক ধাক্কায় বিরাট বাড়েনি । এই সময়ে কুল পাওয়াই যায় । মরশুমের শুরুর থেকেই দাম বেশ খানিকটা বেশি থাকে । তবে সরস্বতী পুজো উপলক্ষে অন্যান্য ফলের যেভাবে দাম বেড়েছে কুলের দাম তেমন বাড়েনি ৷ দাম প্রায় একই রয়েছে । প্রতি কেজি নারকেলি কুল বিক্রি হচ্ছে 100-110 টাকায় ।
ফলের বাজারের মতো লাফিয়ে দাম না বাড়লেও অন্য দিনগুলোর তুলনায় খানিকটা বেশি সবজির দাম । একদিকে আজ গোটা ষষ্ঠী ৷ অন্যদিকে, সরস্বতী পুজোর ভোগের জন্য সবজি অন্যদিনের তুলনায় কেনাকাটা বেশি করেন ক্রেতারা ।
বাজারে সবজির দাম
বেগুন প্রতি কেজি 60 টাকা । কড়াইশুঁটি প্রতি কেজি 70-80 টাকা । গাজর 40-50 টাকা কেজি । বিম 50-60 টাকা কেজি । ক্যাপসিকাম 100-120 টাকা কেজি । শিম 40-50 টাকা কেজি । রাঙা আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 100-120 টাকায় । কাঁচা লঙ্কা প্রতি কেজি দাম 100-110 টাকা । পেঁপে 40-50 টাকা কেজি । লাউ এক একটি 30-35 টাকা । ফুলকপি ছোট্ট 15 টাকা এক-একটি, বড় হলে 25-30 টাকা । কুমড়ো 30-40 টাকা প্রতি কেজি । জ্যোতি আলু 20 টাকা কেজি, চন্দ্রমুখী আলু 32 টাকা কেজি । আদা 180-200 টাকা কেজি । রসুন 500 টাকা কেজি ।
আরও পড়ুন: