ETV Bharat / state

সরস্বতী পুজোর বাজার সারবেন ? জেনে নিন ফল-সবজির দাম - সরস্বতী পুজো

Saraswati Puja Market: বুধবার সরস্বতী পুজো ৷ হাতে সময় কম ৷ সেরে ফেলতে হবে পুজোর বাজার ৷ ফল তো কিনতেই হবে, সঙ্গে খিচুরি ভোগের পরিকল্পনা রয়েছে ? তাহলে বাজারে যাওয়ার আগেও জেনে নিন কত করে যাচ্ছে ফল ও সবজির দাম ৷

Saraswati Puja
সরস্বতী পুজোর বাজার
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 1:39 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: রাত পোহালেই সরস্বতী পুজো ৷ পুজোর প্রস্তুতি তুঙ্গে । বিশেষ করে ফুল, ফল, সবজি বা দশকর্মা বাজার করতে ব্যস্ত ক্রেতারা । তবে পুজোর সমস্ত জিনিস কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষকে । সবজি থেকে ফল, সবকিছুরই দাম চড়েছে বেশ খানিকটা । তবে দামের ছ্যাঁকা বেশি লাগছে ফলের বাজারেই ।

বাজারে কত যাচ্ছে ফল ?

আপেলের দাম ছিল কেজি প্রতি 80-100 টাকা ৷ সেই দাম বেড়ে হয়েছে 150 টাকা প্রতি কেজি । শাক আলুর দাম ছুঁয়েছে 60 টাকা । পাকা পেঁপে কেজি ছিল 60-70 টাকা ৷ সেই দাম বেড়ে হয়েছে 100 টাকা প্রতি কেজি । শশার দাম এক ধাক্কায় বেড়ে 70-80 টাকা কেজি দাঁড়িয়েছে । 80 টাকা কেজি আঙুর বিক্রি হচ্ছিল, যা আজ বেড়ে দাঁড়িয়েছে 120 টাকা প্রতি কেজি । এক একটি বেদানার দাম 20 টাকা । আখ একটা ছোট্ট টুকরো 10-15 টাকা দামে বিক্রি হচ্ছে । পেয়ারার কেজি 80 টাকা, আগে যা ছিল প্রতি কেজি 60 টাকা । কাঁঠালি কলার ডজন 60 টাকা । কমলালেবু আকারে ছোট্ট হলে এক একটি 10 টাকায় মিলছে ৷ আর একটু বড় আকারে হলে 15 টাকা ।

সরস্বতী পুজোর অন্যতম প্রধান ফল হল নারকেলি কুল ৷ এই কুলের দাম অবশ্য এক ধাক্কায় বিরাট বাড়েনি । এই সময়ে কুল পাওয়াই যায় । মরশুমের শুরুর থেকেই দাম বেশ খানিকটা বেশি থাকে । তবে সরস্বতী পুজো উপলক্ষে অন্যান্য ফলের যেভাবে দাম বেড়েছে কুলের দাম তেমন বাড়েনি ৷ দাম প্রায় একই রয়েছে । প্রতি কেজি নারকেলি কুল বিক্রি হচ্ছে 100-110 টাকায় ।

ফলের বাজারের মতো লাফিয়ে দাম না বাড়লেও অন্য দিনগুলোর তুলনায় খানিকটা বেশি সবজির দাম । একদিকে আজ গোটা ষষ্ঠী ৷ অন্যদিকে, সরস্বতী পুজোর ভোগের জন্য সবজি অন্যদিনের তুলনায় কেনাকাটা বেশি করেন ক্রেতারা ।

বাজারে সবজির দাম

বেগুন প্রতি কেজি 60 টাকা । কড়াইশুঁটি প্রতি কেজি 70-80 টাকা । গাজর 40-50 টাকা কেজি । বিম 50-60 টাকা কেজি । ক্যাপসিকাম 100-120 টাকা কেজি । শিম 40-50 টাকা কেজি । রাঙা আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 100-120 টাকায় । কাঁচা লঙ্কা প্রতি কেজি দাম 100-110 টাকা । পেঁপে 40-50 টাকা কেজি । লাউ এক একটি 30-35 টাকা । ফুলকপি ছোট্ট 15 টাকা এক-একটি, বড় হলে 25-30 টাকা । কুমড়ো 30-40 টাকা প্রতি কেজি । জ্যোতি আলু 20 টাকা কেজি, চন্দ্রমুখী আলু 32 টাকা কেজি । আদা 180-200 টাকা কেজি । রসুন 500 টাকা কেজি ।

আরও পড়ুন:

  1. বাংলার আকাশে মেঘের ঘনঘটা, সরস্বতী পুজোয় 'কাঁটা' হয়ে উঠতে পারে বৃষ্টি
  2. সরস্বতী পুজোর দিন কী করণীয় কী নয়, পড়ুন বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ
  3. সরস্বতী পুজোর দিন মেট্রোয় চড়ার পরিকল্পনা, পরিষেবা বাড়ছে না কমছে; মাথায় রাখুন সময়সূচি

কলকাতা, 13 ফেব্রুয়ারি: রাত পোহালেই সরস্বতী পুজো ৷ পুজোর প্রস্তুতি তুঙ্গে । বিশেষ করে ফুল, ফল, সবজি বা দশকর্মা বাজার করতে ব্যস্ত ক্রেতারা । তবে পুজোর সমস্ত জিনিস কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষকে । সবজি থেকে ফল, সবকিছুরই দাম চড়েছে বেশ খানিকটা । তবে দামের ছ্যাঁকা বেশি লাগছে ফলের বাজারেই ।

বাজারে কত যাচ্ছে ফল ?

আপেলের দাম ছিল কেজি প্রতি 80-100 টাকা ৷ সেই দাম বেড়ে হয়েছে 150 টাকা প্রতি কেজি । শাক আলুর দাম ছুঁয়েছে 60 টাকা । পাকা পেঁপে কেজি ছিল 60-70 টাকা ৷ সেই দাম বেড়ে হয়েছে 100 টাকা প্রতি কেজি । শশার দাম এক ধাক্কায় বেড়ে 70-80 টাকা কেজি দাঁড়িয়েছে । 80 টাকা কেজি আঙুর বিক্রি হচ্ছিল, যা আজ বেড়ে দাঁড়িয়েছে 120 টাকা প্রতি কেজি । এক একটি বেদানার দাম 20 টাকা । আখ একটা ছোট্ট টুকরো 10-15 টাকা দামে বিক্রি হচ্ছে । পেয়ারার কেজি 80 টাকা, আগে যা ছিল প্রতি কেজি 60 টাকা । কাঁঠালি কলার ডজন 60 টাকা । কমলালেবু আকারে ছোট্ট হলে এক একটি 10 টাকায় মিলছে ৷ আর একটু বড় আকারে হলে 15 টাকা ।

সরস্বতী পুজোর অন্যতম প্রধান ফল হল নারকেলি কুল ৷ এই কুলের দাম অবশ্য এক ধাক্কায় বিরাট বাড়েনি । এই সময়ে কুল পাওয়াই যায় । মরশুমের শুরুর থেকেই দাম বেশ খানিকটা বেশি থাকে । তবে সরস্বতী পুজো উপলক্ষে অন্যান্য ফলের যেভাবে দাম বেড়েছে কুলের দাম তেমন বাড়েনি ৷ দাম প্রায় একই রয়েছে । প্রতি কেজি নারকেলি কুল বিক্রি হচ্ছে 100-110 টাকায় ।

ফলের বাজারের মতো লাফিয়ে দাম না বাড়লেও অন্য দিনগুলোর তুলনায় খানিকটা বেশি সবজির দাম । একদিকে আজ গোটা ষষ্ঠী ৷ অন্যদিকে, সরস্বতী পুজোর ভোগের জন্য সবজি অন্যদিনের তুলনায় কেনাকাটা বেশি করেন ক্রেতারা ।

বাজারে সবজির দাম

বেগুন প্রতি কেজি 60 টাকা । কড়াইশুঁটি প্রতি কেজি 70-80 টাকা । গাজর 40-50 টাকা কেজি । বিম 50-60 টাকা কেজি । ক্যাপসিকাম 100-120 টাকা কেজি । শিম 40-50 টাকা কেজি । রাঙা আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 100-120 টাকায় । কাঁচা লঙ্কা প্রতি কেজি দাম 100-110 টাকা । পেঁপে 40-50 টাকা কেজি । লাউ এক একটি 30-35 টাকা । ফুলকপি ছোট্ট 15 টাকা এক-একটি, বড় হলে 25-30 টাকা । কুমড়ো 30-40 টাকা প্রতি কেজি । জ্যোতি আলু 20 টাকা কেজি, চন্দ্রমুখী আলু 32 টাকা কেজি । আদা 180-200 টাকা কেজি । রসুন 500 টাকা কেজি ।

আরও পড়ুন:

  1. বাংলার আকাশে মেঘের ঘনঘটা, সরস্বতী পুজোয় 'কাঁটা' হয়ে উঠতে পারে বৃষ্টি
  2. সরস্বতী পুজোর দিন কী করণীয় কী নয়, পড়ুন বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ
  3. সরস্বতী পুজোর দিন মেট্রোয় চড়ার পরিকল্পনা, পরিষেবা বাড়ছে না কমছে; মাথায় রাখুন সময়সূচি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.