ETV Bharat / state

আগারহাটির পুনরাবৃত্তি সরবেড়িয়া, ফলাফলের কয়েকঘণ্টা আগেও নতুন করে উত্তপ্ত সন্দেশখালি - VIOLENCE IN SANDESHKHALI

Chaos in Sandeshkhali: রবিতে আগারহাটির পর সোমবার নতুন করে উত্তপ্ত হল সন্দেশখালি ৷ এদিন সরবেড়িয়ায় বিজেপি নেতাকে গ্রেফতার করতে গেলে পুলিশ-ব়্যাফের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে মহিলাদের ৷ শেষ পর্যন্ত বিজেপি নেতাকে গ্রেফতার না-করেই ফিরতে হয় পুলিশকে ৷

Chaos in Sandeshkhali
ফের অশান্ত সন্দেশখালি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 10:01 PM IST

সন্দেশখালি, 3 জুন: রাত পোহালেই লোকসভা নির্বাচনের ফলাফল। তার ঠিক কয়েকঘণ্টা আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল বসিরহাট লোকসভার সন্দেশখালি। রবিবার যে পুলিশি অভিযানের জেরে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালির আগারহাটি, ঠিক একই কারণে সোমবার রণক্ষেত্র হয়ে উঠল সরবেড়িয়া ৷ গ্রামের মহিলাদের সঙ্গে পুলিশ-র‍্যাফের ধস্তাধস্তি, উত্তপ্ত বাক‍্যবিনিময়, বিক্ষোভ কিছুই বাদ গেল না। শেষমেশ মহিলাদের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হল পুলিশ । বারবার গ্রামে পুলিশি অভিযানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মহিলাদের একাংশ। পুলিশের প্রবেশ ঠেকাতে সন্ধে থেকেই বাঁশ, ঝাঁটা নিয়ে ফের গ্রামে রাত পাহারায় নেমেছেন ক্ষুদ্ধ মহিলারা।

পুলিশ সূত্রে খবর, নির্বাচনী আবহে সন্দেশখালির সরবেড়িয়ায় একাধিক অশান্তি ও গণ্ডগোলের ঘটনা ঘটে। এর পিছনে ভুঁইয়া পাড়ার বিজেপি নেতা অময় ভুঁইয়ার যোগ রয়েছে বলে দাবি পুলিশের। ওই বিজেপি নেতাকে গ্রেফতারের উদ্দেশেই সোমবার বিকেলে সেখানে অভিযান চালায় পুলিশ। সঙ্গে ছিল র‍্যাফ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ভেড়ির আলপথ দিয়ে গিয়ে গোটা গ্রাম ঘিরে ফেলা হয়। পুলিশে ছয়লাপ হয়ে যায় বিজেপি নেতার বাড়ি। এরপর বাড়িতে ঢুকতেই অময় ভুঁইয়ার পরিবারের সদস্যদের বাধার মুখে পড়তে হয় পুলিশ এবং র‍্যাফকে। ধস্তাধস্তিও বেঁধে যায় দু'পক্ষের। এমন সময় পুলিশ বলপ্রয়োগ করে পরিবারের মহিলা সদস্যদের কার্যত টেনে-হিঁচড়ে বের করে দেয় বলে অভিযোগ। যদিও তাতেও খুব একটা সুবিধে করতে পারেনি পুলিশ। নাছোড়বান্দা মহিলাদের বাধার মুখে পড়ে বিজেপি নেতাকে গ্রেফতার না-করেই ফিরতে হয় তাদের।

এরপর ভুঁইয়া পাড়ায় পুনরায় পুলিশি অভিযান ঠেকাতে ফের বাঁশ-ঝাঁটা নিয়ে পথে নামেন গ্রামের মহিলারা। তাঁরা সাফ জানান,ফের গ্রামে পুলিশ অভিযান করতে এলে মোক্ষম জবাব দেওয়া হবে। প্রয়োজনে পুলিশকে ঝাঁটাপেটা করে গ্রাম থেকে তাড়ানো হবে বলেও হুঁশিয়ারি শোনা গিয়েছে মহিলাদের মুখে।

অন‍্যদিকে বিজেপি নেতার পরিবারের দাবি, সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ এদিন ধরতে এসেছিল অময় ভুঁইয়াকে। কাগজ দেখাতে বললেও পুলিশ তা দেখাতে পারেনি। সেই কারণেই বাধা দেওয়া হয়েছে পুলিশকে। তাছাড়া পুলিশ যে অশান্তির কথা বলে বিজেপি নেতাকে গ্রেফতার করতে চাইছে, সেই ঘটনায় অময় ভুঁইয়ার যোগের কথাও অস্বীকার করেছে নেতার পরিবার।

সন্দেশখালি, 3 জুন: রাত পোহালেই লোকসভা নির্বাচনের ফলাফল। তার ঠিক কয়েকঘণ্টা আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল বসিরহাট লোকসভার সন্দেশখালি। রবিবার যে পুলিশি অভিযানের জেরে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালির আগারহাটি, ঠিক একই কারণে সোমবার রণক্ষেত্র হয়ে উঠল সরবেড়িয়া ৷ গ্রামের মহিলাদের সঙ্গে পুলিশ-র‍্যাফের ধস্তাধস্তি, উত্তপ্ত বাক‍্যবিনিময়, বিক্ষোভ কিছুই বাদ গেল না। শেষমেশ মহিলাদের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হল পুলিশ । বারবার গ্রামে পুলিশি অভিযানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মহিলাদের একাংশ। পুলিশের প্রবেশ ঠেকাতে সন্ধে থেকেই বাঁশ, ঝাঁটা নিয়ে ফের গ্রামে রাত পাহারায় নেমেছেন ক্ষুদ্ধ মহিলারা।

পুলিশ সূত্রে খবর, নির্বাচনী আবহে সন্দেশখালির সরবেড়িয়ায় একাধিক অশান্তি ও গণ্ডগোলের ঘটনা ঘটে। এর পিছনে ভুঁইয়া পাড়ার বিজেপি নেতা অময় ভুঁইয়ার যোগ রয়েছে বলে দাবি পুলিশের। ওই বিজেপি নেতাকে গ্রেফতারের উদ্দেশেই সোমবার বিকেলে সেখানে অভিযান চালায় পুলিশ। সঙ্গে ছিল র‍্যাফ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ভেড়ির আলপথ দিয়ে গিয়ে গোটা গ্রাম ঘিরে ফেলা হয়। পুলিশে ছয়লাপ হয়ে যায় বিজেপি নেতার বাড়ি। এরপর বাড়িতে ঢুকতেই অময় ভুঁইয়ার পরিবারের সদস্যদের বাধার মুখে পড়তে হয় পুলিশ এবং র‍্যাফকে। ধস্তাধস্তিও বেঁধে যায় দু'পক্ষের। এমন সময় পুলিশ বলপ্রয়োগ করে পরিবারের মহিলা সদস্যদের কার্যত টেনে-হিঁচড়ে বের করে দেয় বলে অভিযোগ। যদিও তাতেও খুব একটা সুবিধে করতে পারেনি পুলিশ। নাছোড়বান্দা মহিলাদের বাধার মুখে পড়ে বিজেপি নেতাকে গ্রেফতার না-করেই ফিরতে হয় তাদের।

এরপর ভুঁইয়া পাড়ায় পুনরায় পুলিশি অভিযান ঠেকাতে ফের বাঁশ-ঝাঁটা নিয়ে পথে নামেন গ্রামের মহিলারা। তাঁরা সাফ জানান,ফের গ্রামে পুলিশ অভিযান করতে এলে মোক্ষম জবাব দেওয়া হবে। প্রয়োজনে পুলিশকে ঝাঁটাপেটা করে গ্রাম থেকে তাড়ানো হবে বলেও হুঁশিয়ারি শোনা গিয়েছে মহিলাদের মুখে।

অন‍্যদিকে বিজেপি নেতার পরিবারের দাবি, সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ এদিন ধরতে এসেছিল অময় ভুঁইয়াকে। কাগজ দেখাতে বললেও পুলিশ তা দেখাতে পারেনি। সেই কারণেই বাধা দেওয়া হয়েছে পুলিশকে। তাছাড়া পুলিশ যে অশান্তির কথা বলে বিজেপি নেতাকে গ্রেফতার করতে চাইছে, সেই ঘটনায় অময় ভুঁইয়ার যোগের কথাও অস্বীকার করেছে নেতার পরিবার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.