ETV Bharat / state

যাত্রী ভিড় সামাল দিতে ছটের আগে আরও উৎসব স্পেশালের ঘোষণা

দীপাবলির শেষে এবং ছট পুজোর আগে কলকাতা থেকে আরও চারটি বিশেষ ট্রেন ছাড়ছে পূর্ব রেল ৷ যাত্রী-ভিড় সামাল দিতেই এমন উদ্যোগ বলে জানা গিয়েছে।

SPECIAL TRAINS FROM KOLKATA
উৎসব স্পেশালের ঘোষণা রেলের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2024, 5:47 PM IST

কলকাতা, 1 নভেম্বর: উপচে পড়া যাত্রী ভিড় সামাল দিতে আবারও একাধিক উৎসব স্পেশাল ট্রেনের ঘোষণা করল রেল ৷ দীপাবলি ও ছট পুজো উপলক্ষে এই সমস্ত স্পেশাল ট্রেন চালাবে পূর্বরেল। যাত্রী ভিড় অনুমান করে কোচ ও বার্থের সংখ্যা আগেই বাড়ানো হয়েছিল ৷ তারপরও যাত্রীরা যাতে আরামে নিজ-নিজ গন্তব্যে পৌঁছতে পারেন তাই আবারও ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হল।

এই পর্বে যে উৎসব স্পেশাল ট্রেনগুলির ঘোষণা করা হল সেগুলি মূলত কলকাতা-লুধিয়ানা, কলকাতা-মৌ জংশন স্টেশন, কলকাতা-গোরখপুর এবং কলকাতা ও সহরসার মধ্যে যাতায়াত করবে। জানা গিয়েছে, 0465/04656 কলকাতা-লুধিয়ানা-কলকাতা এবং 05051/05052 কলকাতা-গোরখপুর-কলকাতা এবং 05063/05064 কলকাতা-মৌ জং-কলকাতা এবং 03118/03117 কলকাতা-সহরসা-কলকাতা এই ট্রেনগুলিতে অতিরিক্ত 9761 গুলি বার্থ, আসন এবং 1626 গুলি সিট থাকছে।

05052 গোরখপুর-কলকাতা স্পেশাল: আগামী 2, 9 ও 16 নভেম্বর গোরখপুর থেকে বেলা 12:05 টায় ছাড়বে। পরের দিন ট্রেনটি সকাল 11:20টায় কলকাতা পৌঁছবে। অন্যদিকে, 05051 কলকাতা–গোরখপুর স্পেশাল 3, 10 এবং 17 নভেম্বর কলকাতা থেকে বেলা 1:20 টায় ছাড়বে এবং ট্রেনটি পরের দিন সকাল 8:30টায় গোরখপুর পৌঁছবে। ট্রেনটি ঝাঁঝা,জসিডি, মধুপুর, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, ব্যান্ডেল এবং নৈহাটি স্টেশন-সহ 23টি স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং এসি কোচের ব্যবস্থা থাকবে।

05064 মৌ জং–কলকাতা স্পেশাল মৌ জং: 6 ও 13 নভেম্বর ট্রেনটি বেলা 1:30 টায় মৌ জং থেকে ছাড়বে। ট্রেনটি পরের দিন সকাল 11:20টায় কলকাতা পৌঁছবে । অন্যদিকে, 05063 কলকাতা–মৌ জং স্পেশাল ট্রেনটি 7 ও 14 নভেম্বর সকাল 1:20 মিনিটে কলকাতা থেকে ছাড়বে। ট্রেনটি পরের দিন সকাল 7:00টায় মৌ জং পৌঁছবে। ট্রেনটি ঝাঁঝা, জসিডি, মধুপুর, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, ব্যান্ডেল এবং নৈহাটি স্টেশন সহ 23টি স্টেশনে থামবে। ট্রেনটিতে স্লিপার ক্লাস এবং এসি কোচের ব্যবস্থা থাকবে।

03117 কলকাতা–সহরসা স্পেশাল: শনিবার সকাল 8:50 টার সময় কলকাতা থেকে ছাড়বে ওই একই দিনে রাত 11 টার সময় সহরসা পৌঁছবে। অন্যদিকে 03118 সহরসা–কলকাতা স্পেশাল সহরসা থেকে আগামী 3 নভেম্বর 1 টায় ছাড়বে। একই দিনে ট্রেনটি বেলা 3:30 মিনিটে কলকাতা পৌঁছবে। ট্রেনটি আপ ও ডাউন রুটে নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা এবং মালদা টাউন স্টেশন সহ 13টি স্টেশনে থামবে। ট্রেনটিতে দ্বিতীয় শ্রেণী, স্লিপার ক্লাস থাকবে।

04656 লুধিয়ানা–কলকাতা স্পেশাল: ট্রেনটি আগামী 3 নভেম্বর সকাল 6:30 টায় লুধিয়ানা থেকে ছাড়বে। পরের দিন ট্রেনটি বিকেল 4 টের সময় কলকাতা পৌঁছবে। অন্যদিকে, 04655 কলকাতা-লুধিয়ানা স্পেশাল আগামী 4 নভেম্বর রাত 11.55 মিনিটে কলকাতা থেকে ছাড়বে। পরের দিন সকাল 10:30 টায় লুধিয়ানা পৌঁছবে। আপ ও ডাউন লাইনে ট্রেনটি আসানসোল, অণ্ডাল, দুর্গাপুর এবং বর্ধমান স্টেশন সহ 21টি স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল দ্বিতীয় শ্রেণীর ব্যবস্থা থাকবে। পূর্ব রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই স্পেশাল ট্রেনগুলির টিকিট কবে থেকে কাটা যাবে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে।

কলকাতা, 1 নভেম্বর: উপচে পড়া যাত্রী ভিড় সামাল দিতে আবারও একাধিক উৎসব স্পেশাল ট্রেনের ঘোষণা করল রেল ৷ দীপাবলি ও ছট পুজো উপলক্ষে এই সমস্ত স্পেশাল ট্রেন চালাবে পূর্বরেল। যাত্রী ভিড় অনুমান করে কোচ ও বার্থের সংখ্যা আগেই বাড়ানো হয়েছিল ৷ তারপরও যাত্রীরা যাতে আরামে নিজ-নিজ গন্তব্যে পৌঁছতে পারেন তাই আবারও ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হল।

এই পর্বে যে উৎসব স্পেশাল ট্রেনগুলির ঘোষণা করা হল সেগুলি মূলত কলকাতা-লুধিয়ানা, কলকাতা-মৌ জংশন স্টেশন, কলকাতা-গোরখপুর এবং কলকাতা ও সহরসার মধ্যে যাতায়াত করবে। জানা গিয়েছে, 0465/04656 কলকাতা-লুধিয়ানা-কলকাতা এবং 05051/05052 কলকাতা-গোরখপুর-কলকাতা এবং 05063/05064 কলকাতা-মৌ জং-কলকাতা এবং 03118/03117 কলকাতা-সহরসা-কলকাতা এই ট্রেনগুলিতে অতিরিক্ত 9761 গুলি বার্থ, আসন এবং 1626 গুলি সিট থাকছে।

05052 গোরখপুর-কলকাতা স্পেশাল: আগামী 2, 9 ও 16 নভেম্বর গোরখপুর থেকে বেলা 12:05 টায় ছাড়বে। পরের দিন ট্রেনটি সকাল 11:20টায় কলকাতা পৌঁছবে। অন্যদিকে, 05051 কলকাতা–গোরখপুর স্পেশাল 3, 10 এবং 17 নভেম্বর কলকাতা থেকে বেলা 1:20 টায় ছাড়বে এবং ট্রেনটি পরের দিন সকাল 8:30টায় গোরখপুর পৌঁছবে। ট্রেনটি ঝাঁঝা,জসিডি, মধুপুর, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, ব্যান্ডেল এবং নৈহাটি স্টেশন-সহ 23টি স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং এসি কোচের ব্যবস্থা থাকবে।

05064 মৌ জং–কলকাতা স্পেশাল মৌ জং: 6 ও 13 নভেম্বর ট্রেনটি বেলা 1:30 টায় মৌ জং থেকে ছাড়বে। ট্রেনটি পরের দিন সকাল 11:20টায় কলকাতা পৌঁছবে । অন্যদিকে, 05063 কলকাতা–মৌ জং স্পেশাল ট্রেনটি 7 ও 14 নভেম্বর সকাল 1:20 মিনিটে কলকাতা থেকে ছাড়বে। ট্রেনটি পরের দিন সকাল 7:00টায় মৌ জং পৌঁছবে। ট্রেনটি ঝাঁঝা, জসিডি, মধুপুর, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, ব্যান্ডেল এবং নৈহাটি স্টেশন সহ 23টি স্টেশনে থামবে। ট্রেনটিতে স্লিপার ক্লাস এবং এসি কোচের ব্যবস্থা থাকবে।

03117 কলকাতা–সহরসা স্পেশাল: শনিবার সকাল 8:50 টার সময় কলকাতা থেকে ছাড়বে ওই একই দিনে রাত 11 টার সময় সহরসা পৌঁছবে। অন্যদিকে 03118 সহরসা–কলকাতা স্পেশাল সহরসা থেকে আগামী 3 নভেম্বর 1 টায় ছাড়বে। একই দিনে ট্রেনটি বেলা 3:30 মিনিটে কলকাতা পৌঁছবে। ট্রেনটি আপ ও ডাউন রুটে নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা এবং মালদা টাউন স্টেশন সহ 13টি স্টেশনে থামবে। ট্রেনটিতে দ্বিতীয় শ্রেণী, স্লিপার ক্লাস থাকবে।

04656 লুধিয়ানা–কলকাতা স্পেশাল: ট্রেনটি আগামী 3 নভেম্বর সকাল 6:30 টায় লুধিয়ানা থেকে ছাড়বে। পরের দিন ট্রেনটি বিকেল 4 টের সময় কলকাতা পৌঁছবে। অন্যদিকে, 04655 কলকাতা-লুধিয়ানা স্পেশাল আগামী 4 নভেম্বর রাত 11.55 মিনিটে কলকাতা থেকে ছাড়বে। পরের দিন সকাল 10:30 টায় লুধিয়ানা পৌঁছবে। আপ ও ডাউন লাইনে ট্রেনটি আসানসোল, অণ্ডাল, দুর্গাপুর এবং বর্ধমান স্টেশন সহ 21টি স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল দ্বিতীয় শ্রেণীর ব্যবস্থা থাকবে। পূর্ব রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই স্পেশাল ট্রেনগুলির টিকিট কবে থেকে কাটা যাবে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.